শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১১

Process to see bangla fonts in mobile using opera mini

How to see bangla fonts in mobile using opera mini?
Solution: 1st download any opera mini version for ur mobile from http://m.opera.com if u have already downloaded opera mini then no need to re download it.now open opera mini and in the address bar write opera:config without www. A page will appear.then,scroll down.in the last line of this page u will see a option 'use bitemap fonts for complex scripts'. U have to 'on' this option.then click save and from now u are able to see bangla in ur mobile.thank u

বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১১

ফেসবুক টিপস পর্ব(২)।মোবাইল থেকেই তৈরি করুন মোবাইল শেয়ার লিংক

undefined

বিসমিল্লাহির রাহমানির রাহীম।সবাই কেমন আছেন?
এটি মোবাইল থেকে ফেসবুক ব্যাবহারকারীদের জন্য করা ২য় পর্ব।
যারা ১ম পর্ব পড়েন নাই তারা আগে ১ম পর্ব পড়ে আসুন।১ম পর্ব দেখতে এখানে ক্লিক করুন
এবার দেখে নেই এই পর্বে আমরা কি কি শিখবো।
১)মোবাইল থেকেই ফেসবুকের ফটো,লিংক,স্ট্যাটাস,পেজ শেয়ারের মোবাইল শেয়ার লিংক তৈরি।
২)মোবাইল থেকে কমেন্টসহ যে কোন ওয়েবসাইট,ফেসবুক পেজ,ফেসবুক গ্রুপ শেয়ারের পদ্ধতি।
চলুন শুরু করা যাক।
প্রথম পদ্ধতি:
আপনারা যারা ফেসবুক ব্যাবহার করে থাকেন তারা হয়তো খেয়াল করে থাকবেন যে বর্তমান সময়ে অনেক ফেসবুক পেজের এডমিনই তাদের করা স্ট্যাটাস,ফটো,ওয়েব লিংক মোবাইল ব্যাবহারকারীদের জন্য তাদের নিজ নিজ ওয়ালে তাদের স্ট্যাটাস,ফটো অথবা ওয়েবলিংক শেয়ার করার জন্য একটি লিংক দিয়ে থাকে।লিংকটি দেখতে এরকম হয় http://on.fb.me/abcd
ফেসবুকে আমারো ছোটখাটো কিছু পেজ থাকায় ব্যাপারটি আমারো দৃষ্টি কারে যে কিভাবে এই লিংক তৈরি করে।পরে আমার আরেক বড় ভাই থেকে ব্যাপারটি জেনেছিলাম যে কিভাবে তৈরি করে এই লিংক।কিন্তু তিনি আমাকে বলেছিলেন কম্পিউটার থেকে মোবাইল শেয়ার লিংক তৈরির পদ্ধতি।পরে আমি ও ঘাটাঘাটি করে বের করে ফেললাম মোবাইল থেকেই মোবাইল শেয়ার লিংক তৈরির পদ্ধতি।
এই কাজ করতে আমরা UC BROWSER ব্যাবহার করবো।এখন uc browser এ সবসময় ফেসবুক মোবাইল ভিউতে ওপেন হয়।তাই আগে পিসি ভিউ অন করতে হবে।ধরুন আপনি আপনি আপনার পেজের অথবা আপনার ওয়ালের যে কোন একটি ফটোর মোবাইল শেয়ার লিংক দিতে চাচ্ছেন।তাহলে আপনাকে আগে UC BROWSER এ পিসি ভিউ অন করতে হবে।আর পিসি ভিউ অন করতে চাইলে নিচের এড্রেসে আপনার প্রোফাইল অথবা পেজের ইউজারনেম দিয়ে কানেক্ট করুন।
http://www.facebook.com/username?ref=tn_tnmn
উপরের লিংকে username এর জায়গায় আপনার প্রফাইল অথবা পেজের নাম লিখুন।
EXAMPLE:
http://www.facebook.com/sazzad1026?ref=tn_tnmn
দেখুন পিসি ভিউ চলে এসেছে।এবার দেখুন প্রতিটি স্ট্যাটাস,ফটো আর লিংকের নিচে share নামে ও একটা অপশন আছে।

undefined


এবার মাউসটিকে SHARE এর উপর রেখে ১ চাপুন।এরপর ওইখান থেকে page info সিলেক্ট করুন।

undefined

এবার একটা ছোট ব্ক্স আসবে।এবার দেখুন ওই বক্সে দুইটা লিংক দেয়া আছে।একটি হল PAGE ADDRESS এবং আরেকটি হল link address.আপনি LINK ADDRESS টি ক্লিপবোর্ডে কপি করে রাখুন।

undefined


কাজ শেষ।উদাহরনস্বরূপ এবার নিচের এড্রেসটি লক্ষ্য করুন।
http://www.facebook.com/ajax/sharer/?s=22&appid=25554907596&p%5B0%5D=200663426643440&p%5B1%5D=296637610379354
এই লিংকটি হচ্ছে সেই লিংক এড্রেস যেটা আমরা page info থেকে কপি করে ক্লিপবোর্ডে রেখেছিলাম।এবার উপরের লিংকের
http://www.facebook.com/ajax/sharer/?
এই অংশটি মুছে দিন।তারপর ঐ বাদ বাকি সব লিখা কপি করে নিন।তার মানে উপরের লিংকের এই
http://www.facebook.com/ajax/sharer/? অংশ বাদ দিলে থাকে কেবল এই s=22&appid=25554907596&p%5B0%5D=200663426643440&p%5B1%5D=296637610379354 অংশ।এই অংশটি ক্লিপবোর্ড কপি করে রাখুন।এবার এই অংশটিকে এই লিংকের
http://www.facebook.com/sharer/sharer.php?
বসিয়ে দিলেই তৈরি হয়ে যাবে মোবাইল শেয়ার লিংক।
উদাহরন
http://www.facebook.com/sharer/sharer.php?s=22&appid=25554907596&p%5B0%5D=200663426643440&p%5B1%5D=296637610379354
তৈরি হয়ে গেল মোবাইল শেয়ার লিংক।এবার এত বড় লিংক শেয়ার করতে বেমানান লাগে তাই এই লিংকটি এই এড্রেস www.bitly.com থেকে শর্ট করে নিন।আমি ও উপরের শেয়ার লিংকটিকে ছোট করে নিয়েছে।ইচ্ছা করলে আপনি ও শেয়ার দিতে পারেন।
শর্ট লিংকটি হচ্ছে http://on.fb.me/sO4LO7
২য় পদ্ধতি:
এই পদ্ধতিতে আপনি মোবাইল থেকে কমেন্টসহ লিংক শেয়ার করতে পারবেন আপনার প্রফাইলে।এটি করতে প্রথমে এই লিংকে যাবেন
http://m.facebook.com/sharer.php
এবার একটা URL বক্স দেখতে পাবেন।

undefined


এখানে আপনি ফেসবুক পেজ.গ্রুপ সহ যে কোন ওয়েবসাইটের লিংক লিখে ওকে দিন।পরের পেজে একটা কমেন্ট বক্স পাবেন।ওইখানে আপনার কমেন্ট লিখুন এবং আপনার প্রোফাইলে শেয়ার করুন।পরীক্ষামূলকভাবে এই টিউনটি ও শেয়ার করতে পারেন।সবাইকে ধন্যবাদ।ভালো থাকবেন সবাই।কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ।
টিউনটি এর আগে টিউনারপেজে প্রকাশ করেছিলাম।

সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১১

জেএসসি সহ সব পরীক্ষার রেজাল্ট জানতে পারবেন জাভা সফটওয়ার দিয়ে

বিসমিল্লাহির রহমানির রাহীম।
আজ প্রকাশিত হল পিএসসি পরীক্ষার ফল।আর কিছুদিন পরই প্রকাশিত হবে জেএসসি পরীক্ষার ফল।তাই আজকে আপনাদের সবার সাথে পরীক্ষার রেজাল্ট জানার সফটওয়ার সহ কিছু বাংলাদেশী মোবাইল সফটওয়ারের সাথে পরিচয় করিয়ে দিব যেগুলো বাংলাদেশেই তৈরি হয়েছে।
চলুন শুরু করা যাক।

undefined


স্কোর বোর্ড:
এটিই হচ্ছে মোবাইল থেকে রেজাল্ট দেখার জাভা সফটওয়ার।এর সাহায্য আপনি জেএসসি,এসএসসি ও এইচএসসি এর রেজাল্ট জানতে পারবেন।সফটওয়ার ডাউনলোড করার পর যথার্থ ইনফোরমেশন ফিল আপ করলেই আপনি আপনার কাঙ্খিত রেজাল্ট দেখতে পারবেন।এর আগের ভার্সনে শুধু এসএসসি ও এইচএসসি এর রেজাল্ট দেখা যেত।এখন সফটওয়ারটি আপগ্রেড করে জেএসসি ও যোগ করা হয়েছে।তাই রেজাল্ট পাবলিশ হওয়ার পর যখন মূল ওয়েবসাইটের সার্ভার বিজি থাকবে তখন এটি দিয়ে ট্রাই করতে পারেন।আশা করি পেয়ে যাবেন।
সফটওয়ারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

undefined


একাত্তর:
এই সফটওয়ারটিতে মূলত ১৯৭১ সালে সংঘটিত মুক্তিযুদ্ধের বিভিন্ন সময়কার বিভিন্ন ছবি বর্ননা সহ পাবেন।আমার কাছেই ভালোই লেগেছে এই সফটওয়ারটি।আশা করি আপনাদের ও ভালো লাগবে।
সফটওয়ারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

undefined


বাংলা ক্যালেন্ডার:
নাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কি সফটওয়ার।তাই এটার বিবরন নাই বা দিলাম।ডাউনলোড করার পর নিজেরাই দেখে নিয়েন।
এটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
আর একটা কথা এই সফটওয়ারগুলো কিন্তু সরকারী অনুমতি আছে।এগুলা উদ্ভোদন করেছেন স্বয়ং তথ্যমন্ত্রী।সবাই ভালো থাকবেন।ভাল লাগলে মন্তব্য করতে ভুলবেন না।আল্লাহ হাফেজ।

বুধবার, ২১ ডিসেম্বর, ২০১১

ফেসবুক টিপস।শুধুমাত্র মোবাইল ব্যাবহারকারীদের জন্য পর্ব-(১)

পরম করুনাময় আল্লাহর নাম নিয়ে শুরু করছি।
সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোর মধ্যে বর্তমানে ফেসবুকই সবচেয়ে জনপ্রিয়।কম্পিউটার থেকে যতটা স্বাচ্ছন্দ্যে ফেসবুক ব্যাবহার করা যায় মোবাইল থেকে অতটা পারা যায় না।তাই মোবাইল ব্যাবহারকারীদের ফেসবুক ব্যাবহারে কিছুটা ভিন্ন মাত্রা যোগ করার জন্যই আমার ২ পর্বের এই টিউন।চলুন শুরু করা যাক।
ফেসবুক ট্যাগিং ট্যাগিং:
মোবাইল থেকে ফেসবুক ইউজার অথবা পেজকে ট্যাগ করার জন্য আমার পূর্ববর্তী টিউন মোবাইল দিয়ে ফেসবুকে ট্যাগ করার ৩টি সুপার টিপস্। আগে একবার দেখে আসুন।উল্লেখ্য পূর্বের টিউনের ৩ নাম্বার ট্রিকসটি এখন আর কাজ করে না।অতিরিক্ত মিস ইউজের কারনে ফেসবুক এটা বন্ধ করে দিতে বাধ্য হইছে।
পূর্বের টিউনে প্রকাশিত নিয়মে ফেসবুক ইউজারকে ট্যাগ করা গেলেও এখন আর পেজের এডমিন ছাড়া অন্য কেউ আর মোবাইল থেকে পেজের ট্যাগ কোড বের করতে পারে না।আর তাছাড়া পূর্বের নিয়মটি অনেক সময় সাপেক্ষ ব্যাপার।
চলুন তাহলে নতুন আরেকটি নিয়ম শিখি ট্যাগ কোড বের করার।
১মে যাকে (পেজ অথবা ব্যাক্তি) ট্যাগ করতে চান তার ইউজারনেম বের করে রাখুন ।
এবার এই লিংকের http://graph.facebook.com/username
ইউজারনেম লেখাটি মুছে দিয়ে আপনি যাকে ট্যাগ করতে চান তার ইউজারনেম লিখে কানেক্ট করুন।
EXAMPLE: আমার ইউজারনেম Sazzad1026
তাহলে কেউ যদি আমার আইডি ট্যাগ কোড সহ সব তথ্য পেতে চায় তাহলে তাকে এই লিংকে যেতে হবে http://graph.facebook.com/sazzad1026
লিংকে যাওয়ার পর নিচের মত দেখা যাবে যেখানে প্রথমেই কোটেশন সহ ID দেয়া আছে।

undefined

আপনি শুধু কোটেশনের ভেতরের নাম্বারগুলো কপি করে এই ফরমেটে লিখবেন
@[id number:]
অনুরুপভাবে পেজের ইউজারনেম বসিয়ে ও ওই পেজের ট্যাগ কোড পাওয়া যায়।

undefined



ব্ল্যাংক স্ট্যাটাস অথবা কমেন্ট :

এইটা অনেকেই হয়তো জানেন।যারা জানেন না তাদের কাজে লাগবে।আপনি মোবাইল থেকে ব্ল্যাংক স্ট্যাটাস অথবা কমেন্ট করতে চাইলে আপনাকে নিচের কোডটি চাপতে হবে
@[0:0: ]
লক্ষ্য রাখুন যাতে : এবং ] এর মাঝে একটা স্পেস থাকে।স্পেস না দিলে কিন্তু হবে না।
স্ট্যাটাস শেয়ার :
কম্পিউটার থেকে যদি আপনি কোন পেজ বা ব্যাক্তির স্ট্যাটাস শেয়ার করতে চান তাহলে আপনি শেয়ার বাটনের মাধ্যমে তা করতে পারবেন।কিন্তু মোবাইল ব্যাবহারকারীদের এই অপশনটা ম্যানুয়ালি থাকে না।তাতে কি?আমরা নিজেরা বানিয়ে নিব।
আগে নিচের লিংকটি খেয়াল করুন
http://www.facebook.com/share.php?u=URL
আপনি যার স্ট্যাটাস শেয়ার করতে চান সেই স্ট্যাটাসের লিংকটা আগে কপি করুন।তারপর উপরের লিংকের URL মুছে দিয়ে ওই লিংকটি পেস্ট করুন।
উদাহরনস্বরূপ আমি আমার পেজের একটা স্ট্যাটাসের লিংক কপি করে নিছি এবং লিংকটা হচ্ছে http://m.facebook.com/story.php?story_fbid=288106201232495&id=200663426643440&refid=20&_ft_a=200663426643440&_ft_tf=288106201232495&_ft_tpi=200663426643440&_ft_ti=22&_ft_sai=2915120374&_ft_fth=2497d4ec3416a0dc&_ft_time_ft=1324416761&_ft_mf_objid=288106201232495
এবার আপনি যদি উপরোক্ত স্ট্যাটাসটা শেয়ার করতে চান তাহলে লিংকটি হবে
http://www.facebook.com/share.php?u=http://m.facebook.com/story.php?story_fbid=288106201232495&id=200663426643440&refid=20&_ft_a=200663426643440&_ft_tf=288106201232495&_ft_tpi=200663426643440&_ft_ti=22&_ft_sai=2915120374&_ft_fth=2497d4ec3416a0dc&_ft_time_ft=1324416761&_ft_mf_objid=288106201232495
ব্যাস কাজ শেষ।আপনি যদি চান তাহলে উপরের লিংকটিকে ছোট করার জন্য http://bitly.com থেকে ছোট করে নিতে পারেন।এই উপায়ে আপনি যে কোন পেজ অথবা ব্যাক্তির স্ট্যাটাস আপনার নিজের ওয়ালে শেয়ার করতে পারেন।আর একটা কথা বলতে ভুলে গেছি এই উপায়ে আপনি যে কোন ওয়েবসাইট ও আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন।ভালো লাগলে কমেন্ট জানাবেন।২য় পর্বে শেয়ারিং করা নিয়া আরো কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ।

মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১১

মোবাইল নাম্বার হ্যাক করার নিয়ম এবং তা থেকে বাচার উপায়

পরম করুণাময় আল্লাহর নাম নিয়ে শুরু করছি আজকের টিউন।
আজকের টিউনের বিষয় মোবাইল নাম্বার হ্যাকিং।
টিউনারপেজে হ্যাকিং নিয়ে অনেক টিউন হয়েছে যা মূলত ইন্টারনেট বা ওয়েব হ্যাকিং নিয়ে।কিন্তু আজকে আমরা শিখব বাস্তব জীবনের হ্যাকিং।কথা না বাড়িয়ে চলুন শুরু করা করা যাক।
আজকে আমরা শিখব মোবাইল নাম্বারের মেসেজ হ্যাকিং।মানে হচ্ছে আপনি ইন্টারনেট থেকেই যে কারো কাছেই ভিকটিমের মোবাইল নাম্বার থেকে মেসেজ পাঠাতে পারবেন।
একটা উদাহরন দেই তাহলে আরো ভালো বুঝবেন।ধরুন,রহীম,করিম আর রাজু তিন বন্ধু।একটা ট্রিকসের মাধ্যমে রহীম খুব সহজেই করিমের মোবাইল ছাড়া রাজু কে করিমের নাম্বার থেকে মেসেজ পাঠাতে পারবে যেখানে রাজুর কাছে প্রেরিত ঐ মেসেজে সেন্ডার হিসেবে করিমের নাম্বার যাবে।কিন্তু করিম তো মেসেজ রাজুকে পাঠায় নি!!পাঠিয়েছে তো রহীম।
চলুন দেখে নেই রহীম কিভাবে করিমের কাছ থেকে করিমের মোবাইলের নিয়ন্ত্রন নিয়েছে।
কাজটা করার জন্য আপনার একটি জাভা সাপোর্টেড মোবাইলের দরকার হবে।আমরা কাজটা করবো BINU MESSENGER দিয়ে।

undefined

BINU এর সাথে সবাই কম বেশী পরিচিত।এটা একটা মোবাইল সফটওয়ার।এটা দিয়ে আপনি সাপ্তাহে ১০ টি ফ্রি মেসেজ পাঠাতে পারবেন।প্রত্যেক জিনিসের একটা ভাল আর একটা খারাপ ব্যাবহার থাকে।আমরা যদি শুধু ভাল ব্যাবহারটাই শিখি আর যদি খারাপ ব্যাবহার সম্পর্কে না জানি তাহলে আমরা কিভাবে সতর্ক হব এর খারাপ ব্যাবহার থেকে!!
হ্যা আমি আজকে বিনু এর খারাপ ব্যাবহার দেখাব।১ম আপনি এইখান থেকে আপনার মোবাইলের জন্য বিনু ডাউনলোড করে নিন।এবার আপনি new account খুলার জন্য sign up করুন।সাইন আপ করার জন্য মোবাইল নাম্বার ভেরিফিকেশন এর প্রয়োজন হয়।আর BINU নিউ একাউন্ট ভেরিফাই করার জন্য মোবাইলে একটা ভেরিফিকেশন কোডসহ একটা মেসেজ পাঠায়।আপনি যাকে ভিক্টিম বানাতে চান তার নাম্বারে একটা নতুন আইডি খুলে তার কাছ থেকে কোন ভাবে ভেরিফিকেশন কোড টি নিতে পারলেই কাজ শেষ।ভেরিফিকেশন কোডটি যথাস্থানে বসিয়ে একাউন্ট এক্টিভ করুন।১০ টা মেসেজ ফ্রি পাবেন প্রতি সপ্তাহে সেন্ড করার জন্য।এবার আপনি ও পারবেন রহীমের মত করিমের(VICTIM) নাম্বার থেকে BINU mobile software দিয়ে যে কাউকেই মেসেজ সেন্ড করতে।

undefined

একই নিয়মে এয়ারটেলের ওয়েবসাইটে ভিক্টিমের এয়ারটেল নাম্বার থেকে একটি একাউন্ট খুলে যে কোন এয়ারটেল নাম্বারে আপনি মেসেজ সেন্ড করতে পারবেন সম্পূর্ণ ফ্রি।
এছাড়া MIG33 থেকে ও নাম্বার হ্যাক করা যায় কিন্তু mig33 থেকে মেসেজ পাঠালে মেসেজের একেবারে নিচে wap.mig33.com লিখা থাকে।
বাঁচার উপায় :
১.মোবাইল সবসময় নিজের কাছে রাখতে চেষ্টা করুন।কারন এই কাজটি করতে লাগবে ১ মিনিটের ও কম সময়।আর বুঝতেই পারছেন যদি একবার আপনার নাম্বার হ্যাক হয় তাহলে কি হাল হতে পারে আপনার!!
২.মোবাইলে আসা কোন ধরনের কোড কখনো কাউকে বলবেন না।
টিউনারের কথা
১.যদি ও এটা খারাপ ব্যাবহার তারপর ও আপনাদের কাছে অনুরোধ এর দ্বারা কারো ক্ষতি করবেন না।
২.এটি নিয়ে টিউন করা হয়েছে মূলত আপনাদেরকে ব্যাপারটি জানানোর জন্য।কেননা আমি বিশ্বাস করি 'হ্যাকিং কারো ক্ষতির জন্য নয়।হ্যাকিং শিখুন নিজেকে রক্ষা করার জন্য।
৩.টিউন ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না।
আল্লাহ হাফেজ।সবাই ভালো থাকবেন।

রবিবার, ১১ ডিসেম্বর, ২০১১

পেনড্রাইভ রাখুন সম্পূর্ন নিজের নিয়ন্ত্রনে

আমরা প্রায় সবাই কম বেশী পেনড্রাইভ ব্যাবহার করি ডাটা ব্যাকআপ এর জন্য।কিন্তু অনেক সময় অনেক বন্ধু অথবা অফিস কলিগ এটা কে ব্যাবহার করতে চাইবে। আর তখন -ই ঘটবে বিপত্তি,অনেক সময় তাদের কম্পিউটার এ ভাইরাস গুলি অনাকাংক্ষিত ভাবে আপনার পেনড্রাইভ এ চলে আসতে পারে।তাই পেনড্রাইভ নিয়ন্ত্রনে রাখা টা জরুরী।
আসুন আমরা এবার দেখি কি করে পেনড্রাইভসম্পুর্ন নিজের নিয়ন্ত্রনে রাখা যায়-
১।প্রথমে notepad ওপেন করে নিচের কোড টি লিখুন
Windows Registry Editor Version 5.00
[HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\StorageDevicePolicies]
“WriteProtect”=dword:00000001
সেভ করুন romel_soft.reg নামে
এরপর এটি কে ডাবল ক্লিক করুন ,yes বাটনে ক্লিক করুন ,এবং OK করুন
ব্যস, এবার কোন ফাইল আপনার pendrive এসেন্ড করুন।
নাহ কিছুতেই সেটি pendrive এ যাবে না। কি মজা !! আপনার পেনড্রাইভ নষ্ট করছি !!
নাহ্‌ ,আর আপ্নাদের কান্না সহ্য হচ্ছেনা। ঠিক করে দিচ্ছি পেনড্রাইভ
২। আবার notepad ওপেন করে নিচের কোড টি লিখুনঃ
Windows Registry Editor Version 5.00
[HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\StorageDevicePolicies]
“WriteProtect”=dword:00000000
সেভ করুন romel_soft2.reg নামে
এরপর এটি কে ডাবল ক্লিক করুন ,yes বাটনে ক্লিক করুন ,এবং OK করুন.
এবং পেনড্রাইভ খুলে আবার লাগান
এরপর যে কোন ফাইল সেন্ড করুন পেন্ড্রাইভ এ , এবার পেন্ড্রাইভ এ গিয়ে দেখুন,আপনার পাঠানো ফাইল ঘুমাচ্ছে।
সংগৃহীত: টিউনারপেজ :

মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১১

আপনার চারপাশের ঘটনা লিখে আপনি ও হয়ে যেতে পারেন সাংবাদিক

শুরু করার আগে জেনে নেয়া যাক নাগরিক সাংবাদিকতা প্রসঙ্গে।নাগরিক সাংবাদিকতার মাধ্যমে একজন নাগরিক তার চারপাশে ঘটে যাওয়া যে কোন ঘটনা সাধারণ মানুষের সামনে তুলে ধরতে পারে।তবে এর জন্য একটা মিডিয়ার প্রয়োজন পড়ে যার মাধ্যমে তা সাধারণ মানুষের কাছে পৌছবে।


নাগরিক সাংবাদিকতার প্রয়োজনীয়তা

আমাদের দেশে নাগরিক সাংবাদিকতা এখনো শিশু।একেবারেই নতুন তাই হয়তো এখনো এর প্রয়োজনীয়তা অতটা উপলব্ধি করা যাচ্ছে না।তবে আপনি যদি মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটে যাওয়া বিভিন্ন আন্দোলনের দিকে দেখেন তাহলে আপনি দেখতে পাবেন ওইখানকার জনগনই ওইসব জায়গার অবস্থা নাগরিক সাংবাদিকতার মাধ্যমেই অডিও,ফটো,ভিডিও এর মাধ্যমে বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে।তাই এর প্রয়োজনীয়তা অনস্বীকার্য।
এবার মূল লেখায় ফিরে আসি।আমি আজকে আপনাদের সবার সাথে নাগরিক সাংবাদিকতা করার জন্য এমনই একটি মিডিয়ার সাথে পরিচয় করিয়ে দেবো যার মাধ্যমে আপনারার ছবি,অডিও,ভিডিও সহ লিখতে পারবেন আপনার চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন অনুষ্ঠান,দুর্নীতি,দুর্ঘটনার খবর।
সাইটটির ঠিকানা www.write3.com

undefined
তবে এই সাইটটির বিশেষত্ব হচ্ছে এই সাইটে লিখার জন্য একটা মোবাইলের জাভা সফটওয়ারও আছে।এতে করে আপনি আপনার সামনে ঘটে যাওয়া ঘটনা তাত্‍ক্ষনিকভাবে আপনার মোবাইল দিয়ে লিখে সবাইকে তা জানিয়ে দিতে পারবেন।কেননা আপনি মোবাইল সবজায়গায়ই বহন করে নিয়ে যেতে পারেন।এই উদ্যেগের কারনে write3 এর মিলেছে আন্তর্জাতিক স্বীকৃতি ও।
উল্লেখ্য, আপনি কম্পিউটার থেকেও তাদের ওয়েবসাইটে রেজিস্টার ও লগিন করে লিখতে পারবেন।
তো আর দেরি না করে লেখা শুরু করে দিন।আর জানিয়ে দিন আপনার চারপাশের ঘটে যাওয়া সব ঘটনার কথা।মোবাইল ব্যাবহারকারিরা খুব সহজেই সফ্টওয়ারের মাধ্যমে ফটো,অডিও,ভিডিও সহ লিখতে পারবেন।
সফটওয়ারটি এখান থেকে ডাউনলোড করে নিন।এছাড়া ও এটি আপনার নকিয়া OVI STORE এ পাবেন।ডাউনলোড করার পর রেজিস্টার করে লিখা শুরু করে দিন।
আমি সময়ের অভাবে এখন আর write3 তে লিখতে পারি না।তবে আগে WRITE3 এর সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগে মাঝেমাঝেই লিখতাম।
ভাল লাগলে মন্তব্য করতে ভুলবেন না।সবাই ভাল থাকবেন।

রবিবার, ৪ ডিসেম্বর, ২০১১

এক্সপির সিডি দিয়ে উইন্ডোজ এক্সপির এ্যাডমিনিষ্ট্রেটরের পাসওয়ার্ড হ্যাক করুন

1. প্রথমে উইন্ডোজ এক্সপির সিডি কম্পিউটারে প্রবেশ করান।
2. এবার কম্পিউটার রিস্টার্ট করুন ও সিডি থেকে বুট করান।
3. এক্ষেত্রে বায়োস থেকে 1st Boot Device হিসেবে সিডি রম নির্বাচন করে নিন।
4. বুট হওয়ার সময় যখন “Pressany key to boot from CD” ম্যাসেজ আসবে, তথন কী-বোর্ড থেকে যে কোন কী চাপুন।
5. তারপর কম্পিউটার সেটআপ ফাইলগুলো লোড করা শুরু করবে।
6. এরপর যখন Welcome to Setup screen এ আসবেন, Enter কী চাপুন।
7. এবার লাইসেন্স এগ্রিমেন্ট আসলে F8 কী প্রেস করুন।
8. পরবর্তী স্ক্রীণে রিপেয়ার এ ক্লিক করতে R প্রেস করুন।
9. তাহলে সিস্টেম আপনার হার্ডডিস্ক স্ক্যান করবে ও প্রয়োজনীয় ফাইল কপি করে রাখবে।
10. ফাইল কপি শেষ হলে কম্পিউটার রিস্টার্ট নিয়ে আবার সেটআপ শুরু করবে।
11. রিস্টার্ট এর পর “Press any key to boot from CD” ম্যাসেজ আসলে কো কী প্রেস করবেন না।
12. সেটআপ নেয়ার এক পর্যায়ে যখন Installing Devices ইন্সটল হবেতখন SHIFT + F10 কী দ্বয় একসাথে চাপুন। Installing Devices এটি দেখবেন সেটআপ স্ক্রীণের নিচের বামদিকে।
13. Installing Devices এই হল সিকিউরিটি সেটআপ অংশ। SHIFT + F10 চাপলে কমান্ড প্রোম্পট আসবে।
14. এবার কমান্ড প্রোম্পট NUSRMGR.CPL লিখে এন্টার করুন।
15. তাহলে আপনাকে ইউজার একাউন্টেনিয়ে যাবে।
16. সেখান থেকে আপনি ইচ্ছা করলে পাসওয়ার্ড মুছে ফেলতে বা পরিবর্তন করতে পারবেন।
17. আপনি যদি নতুন পাসওয়ার্ড ছাড়াই প্রবেশ করতে চান তাহলে কমান্ডপ্রোম্পটে লিখুন control userpasswords2 এবার এন্টার করুন।
18. এবার কমান্ড প্রোম্পট বন্ধ করুনও রিপেয়ার শেষ করে এগিয়ে যান।
19. এক্ষেত্রে আপনার সিডি প্রোডাক্টট কী চাইলে দিতে হবে।
সবাইকে অসংখ্য ধন্যবাদ
COLLECTED

Tricks of testing spam messeges

আমরা সবাই ই-মেইল একাউন্ট ব্যবহারকরি। অপারেটিং সিস্টেমের প্রধান সমস্যা হল ভাইরাস আর ই-মেইল ক্লায়েন্টের সবচেয়ে বড় সমস্যা স্প্যাম মেইল। আমরা জিমেইল, ইয়াহু,হটমেইল, লাইভমেইল ইত্যাদি ই-মেইল ক্লায়েন্ট থেকে মেইল আদান-প্রদান করি। কিন্তু আপনি জানেন কি আপনার ব্যবহৃত ই-মেইল ক্লায়েন্ট কতটুকু ধরতে পারে স্প্যাম মেইল। ছোট্ট একটি পরীক্ষার দ্বারা আপনি জানতে পারবেন, আপনার ইমেইল ক্লায়েন্টের স্প্যাম ধরার ক্ষমতা। তো চলুন পদক্ষেপেঃ
নিচের দেয়া কোডটি কপি করে নিয়ে অন্য কোন ই-মেইল থেকে আপনার ই-মেইলে একটি মেইল পাঠান। কোডটি আপনার ই-মেইলের ম্যাসেজ লেখার অংশে পেষ্ট করুন। তবে কোডটিতে কোন রূপ পরিবর্তন আনা যাবেনা বা নোটপ্যাড অথবা অন্য কোন ফাইলে করে পাঠানো যাবে না।
XJS*C4JDBQADN1.NSBN3*2IDNEN*GTUBE-STANDARD-ANTI-UBE-TEST-EMAIL*C.34X
এখন আপনার মেইল খুলে দেখুন পাঠানো মেইলটি আপনার ক্লায়েন্ট স্প্যাম হিসেবে ধরতে পারে কিনা। এটি আপনার মেইলের কোনরূপ ক্ষতি করবে না। এটি পরীক্ষিত। আপনি নাকে তেল দিয়ে এটি দ্বারা আপনার ক্লায়েন্টের স্প্যাম ধরার পরীক্ষা চালাতে পারেন।
COLLECTED

Tricks of sending bluetooth sms using mobile

bluetooth এর মাঘ্যমে sms সেন্ড করার জন্য নিচের স্টেপগুলো অনুসরন করুন :-
১.যে sms টি Send করবেন তা open করুন।
২.option>copy to calender তারপর একদম back যান।
৩.তারপর মেনু খেকে organizer>calendar>view>option>send note>via bluetooth
ব্যস, সেন্ড হয়ে গেল আপনার নোট । এবার যে মোবাইলে Sms টি পাঠালেন সেখানে রিসিভ করা sms টি Save করুন।তারপর....
১.Menu>calendar>view>view>edit>option>mark text.
২.শুধুমাত্র মূল মেসেজটি মার্ক করুন।
৩.copy
৪.এবার Back দিয়ে Menu থেকে Messege>create message>text message>option>paste>option>Save message>to folder.
শেষ। পুরো প্রসেসটা ভেঙ্গে লিখতে গিয়ে অনেক বড় হয়ে গেছে । কিন্তু মোবাইলে করতে ১ মিনিট ও লাগবে না।

শুক্রবার, ১১ নভেম্বর, ২০১১

মোবাইল দিয়েই পেজের পোষ্ট ডিলিট করুন !

আগে মোবাইল দিয়ে বোল্ট ব্রাউজারে দিয়ে পোষ্ট ডিলিট করা যেতো যদিও এটা অনেক ঝামেলার এবং একটা পোষ্ট রিমুভ করতে গেলে ৩০০-৪০০ কিলোবিট খরচ হয়ে যেত।কিন্তু এখন বোল্ট দিয়েও আর এই কাজ করা যায় না।
কয়েকদিন আগে আমি নিজেই একটা সিস্টেমবের করলাম যেটা দিয়ে ২০-২৫ কিলোবিট খরচ করে ই পোষ্ট রিমুভ করা সম্ভব্।আমি UC 7.9 দিয়ে কাজটা করেছি তাই অন্য ব্রাউজারে কাজ হবে কি না জানি না।
কি করতে হবে -
1 .প্রথমে পেজ ওপেন করুন (মোবাইল ভিউতে)
2. এবার পেজটা বুকমার্ক করুন্
3. এবার ফেসবুক থেকে লগআউট করুন্।
4. এবার বুকমার্ক থেকে পেজ্টা অপেন করুন্
উপরে লেখা থাকবে "login or sign to connect to "page name " " ।ভুলেওলগ ঈন করবেন না
5 .যেই পোষ্ট টা ডিলিট করবেন সেটার পাশে কমেন্ট সঙখ্যা দেখাচ্ছে ( Today at 7:30am 49 Comments) ।সেখানে ক্লিক করে পোষ্ট অপেন করুন্।
6 .ভালো করে দেখুন পোষ্টের নিছে লেখা আছে "Today at 7:30am · remove " ।"remove" ক্লিক করুন্
7. এরপর নতুন পেজ আসবে "you must login first"
8. লগ ইন করুন্
9. আবার নতুন পেজ আসবে "Are you sure you want to remove this post ?"
10. "Remove" এ ক্লিক করুন্
এবার পেজে ঢুকে দেখুন পোষ্ট ডিলিট হয়ে গেছে ! আমি Nokia তে এ ব্যাবহার করেছি এবং সফল হয়েছি তাই অন্য কোনো কোম্পানির ফোনে কাজ নাও করতে পারে কিন্তু নোকিয়ার সব ফোনে এটা কাজ করে ।
এটি ইফতিয়াক মোর্শেদ নিয়নের ব্লগ :
থেকে সংগ্রহ করা হয়েছে।

মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০১১

কে হতে চায় কোটিপতি??? who want to be a millionaire???

কি অবাক হচ্ছেন??
অবাক হওয়ারই কথা।হয়তো আপনাকে আমি সত্যি সত্যি কোটি টাকা দিয়ে কোটিপতি বানাতে পারবো না।তবে আপনাকে হয়তো আমি দিতে পারবো কিছু মজা।
আর এ মজা দেওয়ার জন্য আমি আপনাদের জন্য নিয়ে এলাম মোবাইল সফটওয়ার কে হতে চায় কোটিপতি।যা ইংরেজিতে হয় WHO WANT TO BE MILLIONAIRE।
এটি একটি জাভা সফটওয়ার যা WHO WANT TO BE MILLIONAIRE এর আদলে করা হয়েছে।এখানে ও যথারীতি আপনাকে প্রশ্ন করা হবে আর উত্তর দিতে পারলেই আপনি পাবেন ডলার(এটা ভারচুয়াল।)।এখানে আপনাকে সাহায্য করার জন্য রয়েছে ৩টি লাইফ লাইন(AUDIENCE VOTE,FIFTY FIFTY,PHONE A FRIEND) যা আমরা আমাদের রিয়ালিটি শো কে হতে চায় কোটিপতিতে দেখে থাকি।এখানে আপনাকে ইংরেজিতে প্রশ্ন করা হবে।তো চলুন দেরি না করেই ডাউনলোড শুরু করুন।
§ ডাউনলোড করতে এখানে যান
এরকম আরো সফটওয়ার পেতে আমাদের গ্রুপে জয়েন করতে পারেন
আমাদের গ্রুপ :
ভালো লাগলে মন্তব্যে জানাবেন।

এখন আপনিই পারবেন ফেইসবুক আইডি হ্যাক করতে।সাথে থাকছে হ্যাক থেকে বাঁচার উপায়।

প্রথমে এখান থেকে http://www.ziddu.com/download/14795674/SMARTFACEBOOKPHISHINGBYWWW.LATEST-HACKERS.CO.CC.rar.html এই পিসিং স্ক্রীপ্টটি ডাউনলোড করে নিন। এই স্ক্রিপ্টটি হল পিসিং এর সর্বশেষ ভার্সন।
* ডাউনলোড করে Extract করে নিন।
*. তাহলে তিনটি ফাইল পাবেন।
* এবার ফাইলগুলো my3gb.comএ আপলোড করুন।
তাহলে আপনার পিসিং সাইটের লিংকটি হবে এই রকম name.my3gb.com/index.html
* এবার http://goo.gl/ এই ঠিকানায় যান ও আপনার পিসিং লিংকটি ছোট করে নিন।
* এবার আপনার ছোট করা লিংকটি আপনার ভিকটিমের কাছে পাঠান।
* যখন আপনি এটি পাঠাবেন, তখন ঐ পেইজে যদি আপনার ভিকটিম লগইন করে তার ফেইসবুক একাউন্ট। তাহলে সাথে সাথে উক্ত মেইল আইডি ও তার পাসওয়ার্ড log.txt ফাইলে সেভ হয়ে যাবে।
এবার আপনি log.txt এই ফাইলটি খুলে দেখুন আপনার কাঙ্খিত জিনিসটি।
কিভাবে পিসিং থেকে নিজেকে রক্ষা করবেন?
* যদি কখনও কোন অপরিচিতি মেইল থেকে তাহলে তার দেয়া লিংকে না যাওয়াই ভাল।
* কোন লিংক আসলে তা ভাল ভাবে পড়ে নিবেন। দেখবেন কোন সমস্যা আছে কিনা।
* আর আপনাকে যদি ফেইসবুকের কোন লিংক দেয়, তাহলে লিংকে গেলেও ভাল ভাবে চেক করে নিবেন তা ঠিক আছে কিনা বা আপনার ব্যবহৃত ফেইসবুকের লগইন পেইজ কিনা।
***আমাদের পেইজটি মূলত কিভাবে হ্যাক থেকে বাচা যায় তা করার জন্য তৈরি করা হয়েছে।এখন প্রশ্ন করতে পারেন তাহলে এই পোষ্টটি কেনো দিলাম?অনেক ভাই বলে থাকেন কিভাবে ফেইসবুক হ্যাক করা যায় তা নিয়ে একটি পোষ্ট করতে তাই এই পোষ্টটি করলাম।
আর একটি কথা এই পোষ্টে কিন্তু একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি নাই।সেটা নিজের মেধা খাটিয়ে বের করবেন।কারণ আমি নিজেও স্পামিং পছন্দ করি না।আপনারা goo.gl থেকে না করে অন্য যে কোন URL SHORTER WEBSITE যেমন www.dot.tk or www.tinyurl.com থেকে short করে নিতে পারেন***

শনিবার, ১৫ অক্টোবর, ২০১১

এখন থেকে মোবাইলের ইন্টারনেট কনফিগারেশন নিন ইন্টারনেট থেকে

সবাই কেমন আছেন?
আশা করি সবাই ভালো আছেন।আজ আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে কোন রকম মেসেজ অথবা কাস্টমার কেয়ার সেন্টারে কল করা ছাড়াই ইন্টারনেট থেকে মোবাইলে ইন্টারনেট সেটিং কনফিগার করা যায়।
প্রথমে যে কোন ইন্টারনেট চালিত কোন মোবাইল অথবা কম্পিউটার থেকে এই সাইটে : যান।
তারপর আপনাকে পাচটি ধাপ সম্পূর্ণ করতে হবে।
১ম দুই ধাপে আপনাকে আপনার সেট এর মডেল সিলেক্ট করে দিতে হবে।
৩য় ধাপে আপনাকে আপনার মোবাইল এর নাম্বার দিতে হবে।
৪র্থ ধাপে আপনি কোন অপারেটরের সেটিং চান তা সিলেক্ট করেন।
৫ম ধাপে ক্যাপচা পূরন করে কনফার্ম করুন।
দেখবেন আপনার মোবাইলের অটো ইন্টারনেট সেটিং চলে আসছে।আপনাকে 1234 পিন দিয়ে সেটিং সেভ করতে হবে।
এভাবে আপনি পৃথিবীর যে কোন দেশের মোবাইল অপারেটরের ইন্টারনেট সেটিং নিতে পারবেন।
আমি এই সাইটটির ঠিকানা পেয়েছি বাংলালিঙ্কের ফেইসবুক ফ্যান পেইজের এডমিন থেকে।
তাই ওই পেইজের লিঙ্কটা ও দিয়ে দিলাম।আপনি ইচ্ছে করলে লাইক করতে পারেন
Banglalink - Making A Difference :
সবাইকে ধন্যবাদ।ভালো লাগলে মন্তব্যে জানাবেন।সবাই ভালো থাকবেন।

মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১১

জাভা সেট এর জন্য ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ডাউনলোড করুন

আমরা কম্পিউটারে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার (IDM) ব্যাবহার করে থাকি কোন কিছু ডাউনলোড করার জন্য।সেই রকমই একটি জাভা সফটওয়ার এর সাথে আজ আপনাদের পরিচয় করিয়ে দিবো।এই সফটওয়ার দিয়ে আপনি যে কোন কিছু আপনার মোবাইলে ডাউনলোড করতে পারবেন।
আপনি যা ডাউনলোড করতে চান তার ডিরেক্ট ডাউনলোড লিঙ্কটি কপি করুন।তারপর এই সফটওয়ারটি ওপেন করে আপনার কপি করা লিঙ্কটি সফটওয়ার এর LINK বক্সে পেস্ট করুন এবং ওকে চেপে ডাউনলোড শুরু
সফটওয়ারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন


এরকম আরো মোবাইলের সফটওয়ার এর তথ্য পেতে ফেইসবুক এর এই গ্রুপে জয়েন করতে পারেন।
information about mobile software

বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১১

পেনড্রাইভ ফরমেট না হলে ফরমেট করার উপায়।

সব সময় পেন ড্রাইভ ফরমেট করার প্রয়োজন হয় কিন্ত ফরমেট করতে গেলে নানা রকম এরর মেসেজ আসে ফলে সহজে পেন ড্রাইভ ফরমেট করা যায় না।আজ আমি আপনাদের এই
সব পেন ড্রাইভ কিভাবে ফরমেট করতে হয়তা জানাব।
পদ্ধতি ১:
(১)প্রথমে My computer এ যেয়ে right click করুন।
(২)তারপরে Manage এ ক্লিক করুন। দেখবেন computer Management window
আসবে।
(৩)এবার Diskmanagement এ ক্লিক করুন।
দেখবেন আপনার ড্রাইভ গুলো শো করছে।
(৪)এবার আপনার পেনড্রাইভ সিলেক্ট করে রাইট ক্লিক করুন।
(৫)তারপরে Fomat এ ক্লিক করুন।
পদ্ধতি ২:
(১)প্রথমে স্টাট বাটন থেকে রানে ক্লিক করুন
(২)তারপরে cmd লিখুন
(৩)এবার কমান্ড প্রমপ্টের মধ্যে লিখুন
convert g:/fs:ntfs লিখে ইন্টার চাপুন।
[এখানে g আপনার পেনড্রাইভের ড্রাইভ লেটার]
(৪)এর পরে পেনড্রাইভ নরমাললি ফরমেট করুন ।
পদ্ধতি ৩:
(১)রান অপশনে যেয়ে Regedit লিখুন
(২)তারপরে যান Mycomputer>HKEY_LOCAL_MACHINE>SYSTEM>CurrentControlset>Control>Storage Device Policies
(৩)ডিলেট করুন Storage Device Policies এই অপশনটি।
(৪)তারপর নরমাললি পেনড্রাইভ ফরমেট করুন।
আশা করছি উপরের দেওয়া পদ্ধতি গুলো দিয়ে আপনি আপনার পেনড্রাইভ ফরমেট করতে পারবেন।এর মধ্যে প্রথম দুইটি পদ্ধতি দিয়ে আপনি আপনার পেনড্রাইভ ফরমেট দেওয়ার চেষ্টা করবেন।আর ৩ নং পদ্ধতিটি পেনড্রাইভ রাইট প্রোটেকটেড হয়ে গেলে কাজে লাগে।এরপরও যদি কাজ না হয় তাহলে সেফ মুডে যেয়ে
পেনড্রাইভ ফরমেট দেওয়ার চেষ্টা করবেন তাও যদি না হয়
তাহলে লিনাক্স বা এর কোন ডিষ্ট্রো দিয়ে চেষ্টা করে দেখতে
পারেন।এরপরও যদি না হয় তাহলে আর কি বলব? আপনাদের জানা কোন পদ্ধতি থাকলে জানিয়েন।
তবে পেনড্রাইভ যত ফরমেট না দেওয়া
যায় ততই ভাল।একটু সতর্কতার সাথে ব্যবহার করলে
পেনড্রাইভ ফরমেট দেওয়া লাগবেনা।
অনেক সময় কাজ করতে করতে পার্সোনাল কম্পিউটার (পিসি) আচমকা রিস্টার্ট (বন্ধ হয়ে পুনরায় চালু হওয়া) হয়ে যায়।এতে অনেকেই ঘাবড়ে যান। কিছু বিষয় খেয়াল করলেই রিস্টার্টের কারণ বুঝতে পারবেন। যেমন—
যদি উইন্ডোজ চালুর পর বারবার রিস্টার্ট হতে থাকে তবে প্রসেসরের কুলিং ফ্যান ঠিকমতো ঘুরছে কি না দেখুন। কুলিং ফ্যান ঘুরতে সমস্যা হলেসিপিইউ পর্যাপ্ত তাপ বের করে দিতে পারে না, ফলে অনেক সময় পিসি রিস্টার্টহয়। ফ্যানটিতে ময়লা জমেছে কি না সেটাও খেয়াল করুন।
র্যামের সমস্যার কারণে এটি হতে পারে।
ভাইরাসের কারণেও অনেক সময় পিসি আচমকা রিস্টার্ট হয়। এই আশঙ্কা এড়াতেকম্পিউটার নিয়মিত হালনাগাদ অ্যান্টিভাইরাস সফটওয়্যার দিয়ে পরীক্ষা (স্ক্যান) করুন।
উইন্ডোজের সিস্টেম ফাইলে ত্রুটি দেখা দিলে এই সমস্যা হতে পারে। এ রকম হলে নতুন করে উইন্ডোজ সেটআপ দিতে হবে।
পিসিতে নতুন কোনো যন্ত্রাংশ যোগ করার কারণেও এ সমস্যা হতে হতে পারে। এ রকম মনে হলে যন্ত্রাংশটি ওই ড্রাইভার আনইনস্টল করতে হবে।
বিদ্যুতের ভোল্টেজ ওঠানামার কারণে টা হতে পারে।
সিপিইউর যন্ত্রাংশে প্রচুর ধুলাবালি জমার কারণেও অনেক সময় এ সমস্যা হতে পারে।

মোবাইলের স্ক্রিন উল্টা করে ভড়কে দিন বন্ধুকে

কঠিন কিছু না, শুধু কী-প্যাডে নিচের কোডগুলো টাইপ করুন-
*#5511#
*#5512#
*#5513#
*#5514#
চারটা কোড চারটা ডিরেকশনে স্ক্রিনকে ঘুরাবে।
যে যে সেটে কাজ করবে – Nokia-র কালার স্ক্রিনসহ কিন্তু ক্যামেরা ছাড়া সেটগুলাতে কাজ করে। যেমন – Nokia 1600, 2310, 2600 ইত্যাদি।

তৈরী করুন con নামের ফোল্ডার

CON নামের ফোল্ডার দুই ভাবে তৈরি করা যায়।
১. DOS command এর সাহায্যে
২. সাধারন keyboard ব্যবহার করে
এখানে আমি শুধু কীবোর্ড ব্যবহার করে ফোল্ডারটি তৈরি করার পদ্ধতি জানাবো।
CON নামের ফোল্ডার তৈরির ধাপ
১. প্রথমে ফোল্ডারটি সিলেক্ট করুন।
২. F2 চাপুন।
৩. alt চেপে ধরে 255 চাপুন। এরপর alt ছেড়ে দিন।
৪.alt চেপে ধরে 355 চাপুন। এরপর alt ছেড়ে দিন।
৫. alt চেপে ধরে 367 চাপুন। এরপর alt ছেড়ে দিন।
৬. alt চেপে ধরে 366 চাপুন। এরপর alt ছেড়ে দিন।
৭. ডেস্কটপের উপর যে কোন ফাঁকা স্থানেক্লিক করুন।
ব্যস। তৈরি হয়ে গেল আপনার সাধের CON নামের ফোল্ডার।

সিডি বা ডিভিডি কপি করতে পারছেন না?এখন থেকে আপনি ও পারবেন

অনেক সময় সিডি বা ডিভিডি পুরোনো হয়ে গেলে বা বেশি বেশি চালালে সিডি বা ডিভিডির ফাইলগুলো নষ্ট হয়ে যায়। তখন আর সেগুলো কপি হয় না। আপনার অনেক দরকারি তথ্য হয়তো কোনো সিডি বা ডিভিডিতে জমা (কপি) করে রেখেছেন, কিন্তু সেই সিডি বা ডিভিডি যদি আর ওপেন না হয়, অর্থাৎ সেই তথ্যগুলো যদি আর পড়া না যায়, তাহলে অনেক সমস্যায় পড়তে হয়। আপনি চাইলে ছোট একটি সফটওয়্যারের সাহায্যে সেই নষ্ট সিডি বা ডিভিডির ফাইলগুলো কপি করতে পারেন। এর জন্য প্রথমে http://www.recoverytoolbox.com/cd.html ঠিকানা থেকে মাত্র ৬৫৫ কিলোবাইটের রিকভারি টুলবক্স সফটওয়্যারটি বিনা মূল্যে নামিয়ে (ডাউনলোড) ইনস্টল করে ওপেন করলে দেখবেন, আপনার সিডি বা ডিভিডি ড্রাইভটি দেখা যাচ্ছে। এখন পরপর দুবার Next-এ ক্লিক করলে দেখবেন, আপনার সিডি বা ডিভিডির ফাইলগুলো দেখা যাচ্ছে। এখন সব ফাইল কপি করতে চাইলে বাঁ পাশ থেকে সব বক্সে টিক চিহ্ন দিয়ে Save-এ ক্লিক করুন। অথবা নির্দিষ্ট কিছু ফাইল কপি করতে চাইলে বাঁ পাশ থেকে নির্দিষ্ট বক্সগুলোয় টিকচিহ্ন দিয়ে Save-এ ক্লিককরুন। ফাইলগুলো কপি হওয়ার পর সি ড্রাইভে গিয়েদেখবেন CDRestored ফোল্ডারের ভেতর ফাইলগুলোসেভ হয়েছে এবং সেগুলো ঠিকমতোই আছে।

রবিবার, ৩১ জুলাই, ২০১১

রিকভার করুন আনলিমিটেড মুছে ফেলা ডাটা ১০০% ফ্রী

আমরা অনেকেই জেনে না জেনে অনেক গুরুত্বপুর্ণ ফাইল, ডাটা, ছবি ইত্যাদি, ডিলিট করে ফেলি, যা অনেক সময় আমাদের পরবর্তী কোনো কাজে লাগতে পারে।কিন্তু আমাদের মাঝে অনেকেই ওই ডাটাগুলো ফিরিয়ে আনতে পারিনা।
যারা পারেন তারা অনেকেই কিছু না কিছু সফটঅয়্যার ব্যবহার করে থাকেন।
আমি আজ আপনাদের সামনে এমন একটা সফটঅয়্যার এর সাথে পরিচয় করিয়ে দেবযা দ্বারা আপনারা মুছে ফেলা যেকোনোসাইজের ডাটা বিনামূল্য ফিরিয়ে আনতেপারবেন এবং তার জন্যে আপনাদের কোনোনিবন্ধন অথবা টাকা খরচ করতে হবেনা।
এই সফটঅয়্যারটিরর নাম হল Pandora Recovery। এই সফটঅয়্যারটি আপনারা বিনামুল্যে http://www.pandorarecovery.com/download/ এই ঠিকানা থেকে ডাউনলোড করতে পারবেন।
তাহলে আর দেরি কন?এখনি ডাউনলোড করুন এবং দেখুন এর যাদু।

শুক্রবার, ৮ জুলাই, ২০১১

OPERA MINI CHARA O AKHON THAKA BANGLA DAKHTA PARBAN BOLT BROWSER DIYA

আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিবো এমন একটি ব্রাউজার এর যে টা দেখার পর আমি জানি আপনারা বলতে বাধ্য হবেন যে এটা অপেরার চাইতে ভালো । তবে আসুন আগে এর এমন কিছু ফিচার দেখে নেই যা আপনাদের মন কেড়েনিবে ।
*. অপেরার চাইতে দ্বিগুন ফাস্ট বিশেষ করে বাংলা সাইট খেলার ক্ষেত্রে এটি অপেরার বস ।
*. html যদি আপনার ডিভাইস সাপোর্ট না করে তবে কোনো সমস্যা নাই এটি নিজ থেকে নিবে ।
*. বিভিন্ন ফন্ট ব্যবহার করতে পারবেন ।
*. লেখার সাইজ ইচ্ছামত ছোট বড় করতে পারবেন ।
*. কম্পিউটার এ একটি ওয়েব পেইজ যেমনআসে মোবাইলেও ঠিক তেমনই আসবে ( বিশেষ করে ফেইসবুক ) ।
*. move to অপশন এবং লেখা copy paste করার অপশন আছে এছাড়াও আপনিকম্পিউটার এর মতন ড্রাগ করে লেখাবা ছবি কপি করতে পারবেন ।
*. এটি সব ধরনের ফাইল ডাউনলোডের জন্য নিজের ডাউনলোডার ব্যবহার করে ।
*. এক সাথে অনেকগুলো ট্যাব খোলার ব্যবস্থা আছে
মূলত এর স্পিড ই দেখার মতন । আপনি অবাক হয়ে যাবেন এটি কত দ্রুত বাংলাসাইট খুলতে পারে তা দেখে । আর অবশ্যই সব সেটে সাপোর্ট করে ।
কি কিছু একটা মিছ হয়েছে তাই না ? জ্বী ব্রাইজারটির নাম বলা হয়নি এখনও ! ব্রাইজারটির নাম হল Bolt browser !
আপনারা অবাক হচ্ছেন এতে চেনা একটি ব্রাউজার এর নাম শুনে তাই না ?
বোল্ট ব্রাউজার ডাউনলোড করতে নিচের লিংক এ ক্লিক করুন
www.boltbrowser.com
এবার নিচের দিকে দেখবেন Indic version আছে ওটা ডাউনলোড করে নিন ।
বাংলা দেখার জন্য
বাংলা শুধুমাত্র Indic version এ দেখা যাবে তাই এটিই ডাউনলোড করতে হবে । এবার আপনার bolt ব্রাউজারটি খুলুন । এখন menu তে গিয়ে preferences এ ক্লিক করুন । content zoom এ xlarge দিন যদি লেখা বড় দেখতে চান । এবার একটু নিচে নামলে install font নামে বাটন পাবেন ঐ বাটনে ক্লিক করুন এবং ওখানে bengali নামের ফন্ট এ ক্লিককরুন । আপনার কাজ শেষ । এবার www.probarta.com এ যান । এখন সাইটে ঢোকার সময় যদি কোনো ফন্ট install হতে চায় তবে তাতে accept করুন । এবার মনের সুখে ব্রাউজ করুন।
source link: http://probarta.com/post-id/5593

সোমবার, ৪ জুলাই, ২০১১

জেনে নিন আপনার নোকিয়া মোবাইল টি কোন দেশের তৈরি

এই জন্য প্রথমে আপনার মোবাইল এ *#০৬# চেপে IMEI নাম্বার বের করুন । এখান থেকে ৭ম এবং ৮ম নাম্বার টি দারা আপনি জানতে পারবেন ফোন টা কুন দেশের নাম্বার ২টা যদি 00 হয় তাহলে বুজবেন এই মোবাইল টা অরিজিনাল নোকিয়া সেন্টারের । নাম্বার ২ টা যদি 10, 70,91 বা 01,07,19  হয় তাহলে বুজবেন এইটা ফিনল্যান্ডের তৈরি। 02 বা 20 হলে বুজবেন এটা জার্মানি বা আরব আমিরাতের । 30বা 03 হলে কোরিয়ার । 40বা 04হলে চায়নার ,50বা 05 হলে ব্রাজিল বা যুক্তরাষ্ট্রের ,60বা 06 হলে হংকং বা মাক্সিকোর। 80বা 08 হলে হাঙ্গেরি । 13বা 31হলে এটি আজারবাইজানের তৈরি
source: swaponmahmud

বুধবার, ২৯ জুন, ২০১১

Fake calling software

1.Name- FAKE CALLING SOFTWARE
2.TYPE- fun/utility
3.support: Java
4.Details:akhon thaka karo shatha shamnashamni kotha bolar aga tar shatha ktokkhon kotha blta chan ta aga thakai nirdharon korta paran apni ai software diya.apnaka prothoma time select krta hoba j ktokkhon por mobile a call ashba then apni number and tar nam diya save kra kotha blon jokhon time hoba tokhon apni apnar mobile a dakhta paban apni jar nam diya save krsilan tar nam shoho apnar mobile ring hoccha.download krar por bojhta parban
4.download link:
ডাউনলোড করুন :

TRICKS OF UNLOCKING MEMORY CARD

এই কাজ করার জন্য আপনাকে Xplore নামের একটা ফাইল ম্যানেজমেন্ট সফটওয়্যার প্রয়োজন তাই সফটওয়্যার নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করুন। সফটওয়্যার টি আপনার মোবাইল এ ইন্সটল করুন।
এবার সফটওয়্যার টি ওপেন করুন এবং কিছু সেটিং পরিবর্তন করার জন্য শুন্য (0) চাপুন একটা বিশাল কনফিগারেশন এর মেন্যু আসবে সেখানে “Show the System Files” অপশনেটিক দিয়ে শেভ করুন।
এবার আপনার মেমরি কার্ড এর পাসওয়ার্ড পাওয়ার জন্য “ C:/Sys/Data/Mmcstore” লোকেশন এ গিয়ে তিন (3) বাটনে চাপ দিন দেখবেন কি যেন হিজিবিজি লেখা এসে হাজির হয়ে গেছে।
এবার সেখানে ৩ নং কলামে ! TMSD02G (c??”?x???5?5?5?5? এই ধরনের একটা কোড পাবেন এবার এই কোড থেকে প্রশ্নবোধক চিহ্ন (?) বাদ দিয়ে অক্ষর গুলো নিন যেমন আমার দেয়া কোড গুলো থেকে প্রশ্নবোধক চিহ্ন (?) বাদ হলে “5555 “ পাওয়া যায়। তাহলে পাসোয়ার্ড হল “ 5555″ । আরযদি আপনি “ C:/Sys/Data/Mmcstore” এখানে না যেতেপারেন তাহলে মনে করবেন যে আপনার মেমোরিতে পাসোয়ার্ড দেয়া নাই।
software download LINK:
http://www.lonelycatgames.com/download/xplore/x-plore_s60_3rd_1_53.sisx

মঙ্গলবার, ২৮ জুন, ২০১১

How to solve the samsung mobile's software kb limit

যারা স্যামসাং জাভা মোবাইল ব্যবহার করেন তারা গেম বা কোন অ্যাপ্লিকেশান ডাউনলোড  করার সময়
অনেকে এই মেসেজ দেখেন...:(...
"Downloaded Jar is Invalid" এবং " JAR file is over max size"
স্যামসাং সাধারণ জাভা মোবাইল গুল যেমন স্যামসাং চ্যাম্প , স্যামসাং চ্যাট , কোরবি , (এমন অনেক গুলাই আছে)
জার ফাইল লিমিট কমান থাকে বলে অ্যাপ্লিকেশান ডাউনলোড করলে সেটা অনেক সময় ইনভেলিড দেখাই ( ইনভেলিড দেখানোর অনেক কারন আছে) এবং " JAR file is over max size" মেসেজ দেখাই ।
এখন এই সমস্যার সমাধানের জন্য
১. মেইন স্ক্রীন এর কিপ্যাড থেকে *#52828378# এই কোডটি লিখি।
২. এখানে আসবে *Trace setting
*OTA Type setting
*serial Test
* Change suitecache........
* Memory Test
* OTA Test
*Memory Log Setting
3. এবার OTA Test সিলেক্ট করে change maximum jar size ৫০০ কেবি থেকে ২০০০ পর্যন্ত ইচ্ছা মত করে নেন।।
৪. সেভ করুন
এখন থেকে মোটামুটি বড় সাইজের গেম এবং অ্যাপ্লিকেশান গুলো চলবে বলে আশা করা যাই।।

বুধবার, ৮ জুন, ২০১১

Tricks of creating folder without logo

একটি ফোল্ডার বানান। সেই ফোল্ডারের যেকোন নাম দিন এবং নামের শেষে .otb যোগ করুন।
(যেমনঃ- Music নামে ফোল্ডার বানালে তার নাম হবে Music.otb )
এবারে দেখুন, আপনার ফোল্ডারের আইকন ভ্যানিস হয়ে গেছে!!

Tricks of Hiding files in theme

প্রথমে ১টি ফোল্ডার বানান এবং সেইফোল্ডারে দরকারী সব ফাইল মুভ করে ফেলুন। (আগে থেকে বানানো থাকলেও চলবে)
এবার সেই ফোল্ডারটি রিনেম করুন নামের শেষে .nth ব্যবহার করে। (যেমনঃ- ধরুন Images ফোল্ডারের ভিতর আপনার এবং আপনার গার্লফ্রেন্ডের ছবি রয়েছে। এবার Images ফোল্ডারটিকে রিনেম করুন Images.nth নামে।)
লক্ষ্য করে দেখুন, আপনার ফোল্ডারের আইকন চেঞ্জ হয়ে তা থিমের আইকন হয়ে গেছে!!!
এবার যে ফোল্ডারে আপনি থিম রাখেন, সেই ফোল্ডারে Images.nth ফোল্ডারটি সরিয়ে রাখুন। তাহলে থিমমনে করে আর কেউ সেই ফোল্ডারে ঢুকবেনা।
সতর্কতাঃ- আপনার কোন বন্ধুকে থিমসাপ্লাই দিতে গিয়ে আবার গার্লফ্রেন্ডের ছবিসহ বানানো আমাদের "থিম ফোল্ডার"  দিয়ে দিয়েন না। ফোল্ডারের নাম মনে রাখবেন। আর এটি শুধু আইকন চেঞ্জ করে মানুষকে ধোকা দেয়ার জন্য। ইচ্ছা করলে যে কেউ ওই ফোল্ডারে ঢুকতে পারবে।

Tricks of Hiding folder in nokia s40 mobile without software

প্রথমে যেকোন নামে ১টি ফোল্ডার বানান।
এবার সেই ফোল্ডারটি রিনেম করুন- নামের শেষে .jad ব্যবহার করে। (যেমনঃ- আপনি যদি Music নামে কোন ফোল্ডার বানান, তাহলে রিনেম করুন- Music.jad নামে)
এবার যেসব ফাইল আপনি Hide বা লুকাতে চান, সেই ফাইলগুলো আমাদের বানানো Music.jad ফোল্ডারে নিয়ে আসুন।
সর্বশেষ Step হিসাবে, আপনাকে আরেকটি একই নামে ফোল্ডার বানাতে হবে, কিন্তু নামের শেষে .jar ব্যবহার করে। (যেমনঃ- আমরা আগের ফোল্ডারটি বানিয়েছি- Music.jad নামে। তাই এবার নতুন আরেকটি ফোল্ডার বানাবো Music.jar নামে।)
ব্যস, কাজ শেষ!! কি হল, দেখতে পারছেন কি?? Music.jad নামে যে ফোল্ডারটি আপনি বানিয়েছিলেন, সেটিরীতিমত উধাও হয়ে গেছে!! এখন শুধু Music.jar নামে আমাদের বানানো ফোল্ডারটি আছে, যার সাইজ ০.০০KB!! আপনি সহ যে কেউ এই ফোল্ডারে ঢুকতে পারবে কিন্তু ভিতরে কোন ফাইল পাবে না। মজার ট্রিক না?? কম্পিউটার ছাড়া কারও সাধ্য নেই আপনার আসল ফোল্ডারটি বেড় করার!
খুব তো ফাইলসহ ফোল্ডার হাইড করে ফেললাম। সেগুলো ফিরিয়েও তো আনতে হবে তাইনা??
ফিরিয়ে আনা আরও সহজ!! শুধু ফোল্ডারটি রিনেম করে .jar লেখাটুকুতুলে দিন। তাহলে দেখবেন ঠিক তার নিচেই আপনার বানানো Music.jad ফোল্ডারটি ফিরে এসেছে!! (যেমনঃ- Music.jar ফোল্ডারটিকে রিনেম করুনশুধু Music নামে।)

সোমবার, ২৩ মে, ২০১১

মোবাইল এর উচ্চারনসহ ইলাষ্ট্রেটর ইংরেজী ডিকশনারী For s60 v3+v5

আমরা অনেকেই হয়তো মোবাইল এ বিভিন্ন ধরনের ডিকশনারি ব্যাবহার করে থাকি।কিন্তু আজ আপনাদের পরিচয় করিয়ে দিব Cambridge university press এর release “CALD audio” এর সাথে। English to english এ ডিকশনারিতে পাবেন উচ্চারন (both American and british accent),ছবি (নির্দিষ্ট কিছু শব্দে),history mode, filter mode (includes wild card, fuzzy, key word), special topics,learning mode (includes word of the day, random word)…….etc. তবে install এর পুর্বে অবশ্যই আপনার মোবাইল helloOX2 বা secman দিয়ে হ্যাককরে নিতে হবে।
বোনাস হিসেবে পাচ্ছেন আরো একটি ডিকশনারি যার নাম “Collins Englishthesaurus”।  Synonyms এর মহা সমুদ্র।
বাংলাদেশে কিছু ডিজিটাল অডিও ডিকশনারী পাওয়া যায়।দাম খুব সম্ভবত ৩০০০-৫০০০ টাকার মধ্যে। উপরন্তু কাজের সময় হাতের কাছে পাওয়া যায় না। তাই বিকল্প কিছু খুজছিলাম।
ইন্টারনেট এ সফটওয়্যার দুটোর(আসলে তিনটি) দাম প্রায় ৩০ ডলার। কিন্তু আমি পেয়েছি সম্পূর্ণ ফ্রী তে।তাই আপনাদের সাথে শেয়ার করলাম।
যা হোক কথা না বাড়িয়ে কাজের কথায় আসি। কিভাবে ইন্সটল করবেন????
আমার আপলোড করা ৩টি ফাইল এর মধ্যে (ধারাবাহিকভাবে করুন)
১. “Msdictview 7wid pic.sis” ডাউনলোড ও মোবাইল এ ইন্সটল করুন(৮২৯ কিলোবাইট) । এইখান থেকে http://www.mediafire.com/?fe4ax2of20wtmsx
২. “CollinsThesaurus_v1_0.sisx”ডাউনলোড ও মোবাইল এ ইন্সটল করুন(২.৪৯মেগাবাইট)। এইখান থেকে http://www.mediafire.com/?y67dzeb6bm8lfp8
৩.এইবার ডাউনলোড করুন এই zip ফাইল টি। zip ফাইল এর ভেতরে ঢুকুন। এইখানের ৭টি ফাইল এর মধ্যে শেষেরটি(MSDict_s60_3rd_v7.sis) বাদে বাকি ৬টি মোবাইল এ ইন্সটল করুন(১১১.৮৭ মেগাবাইট)। এইখান থেকে http://www.mediafire.com/?f0s5whw4d3jhxyq
ব্যাস এখন আপনার মোবাইল ই হয়ে গেল অডিও ইলাস্ট্রেটর ডিকশনারি
এর উল্লেখযোগ্য আরো কিছু বৈশিষ্ট্য  ঃ
Over 170,000 words, phrases and examples
Over 79,800 high-quality English audio recordings with UK and US English pronunciations compiled and recorded by Cambridge University Press
The new edition includes full-page illustrations and photos .
Common grammar and style and usage labels included
Examples included in the word definitions show you how to use words in the most natural and fluent way.
All the important new words that have come into the language (e.g. dirty bomb, lairy,9/11, clickable)
Only words from a defining vocabulary used to help make definitions easy to understand
Over 90,000 examples, mainly full sentences, show you how English is used in context and help you write natural English.
25,000 collocations show the way words work together in English

আপনার অনুপস্থিতিতেও আপনার প্রোফাইলে যেভাবেআপডেট হবে ফেসবুক স্ট্যাটাস, ফ্যানপেজ, শেয়ার হবে প্রিয় ব্লগের লিঙ্ক

ফেসবুকে আমার প্রোফাইলে আমার অনুপস্থিতিতেই প্রতিদিন একটা করে নতুন স্ট্যাটাস (কোরআনের আয়াতের বঙ্গানুবাদ) যোগ হয়ে যায়। স্ট্যাটাসটা কি সেটা আমি নিজেও জানিনা। নিজের প্রোফাইলটা পড়ে নিজের স্ট্যাটাস জানতে হয়! বিদ্যুৎ নেই, কম্পিউটার বন্ধ, ইন্টারনেট সংযোগের প্যাকেজ শেষ হয়ে গেছে? সমস্যা নাই, আমার স্ট্যাটাস আপডেট হয়ই। আশ্চর্য হচ্ছেন? আশ্চর্য হবারই কথা! Rss Graffti নামের একটা ফেসবুক স্ট্যাটাস এপ্লিকেশানের সাহায্যেএটা করা যায়।
শুধু ফেসবুক স্ট্যাটাস না, Rss থেকে লিঙ্ক শেয়ার করা, গ্রপ, ইভেন্ট, পেসবুক পেজ অনেককিছুই আপডেট করা যায় এর মাধ্যমে। যেমন ধরুন, “ প্রতিদিন কোরআনের আয়াত ” পেজটা আপনার ভাল লাগে। সেখানকার স্ট্যাটাস আপডেটগুলো আপনি আপনার প্রোফাইলেও স্ট্যাটাস হিসেবে অটোমেটিক্যালি দিতে চান। অথবা এই ব্লগের লেখা আপনার ভাল লাগে। এখানে নতুন কোন লেখা প্রকাশিত হওয়ামাত্রই আপনি ফেসবুকে তা শেয়ার করতে চান। এক্ষেত্রে Rss Graffti আপনাকে অনেক সাহায্য করবে। Rss Graffti দ্বারা সবচেয়ে বেশি উপকৃত হন সম্ভবত ব্লগাররা। ব্লগে লেখা লিখে ফেসবুকে আলাদা করে প্রকাশ করাটা একটা পেইনই বলা যায়। এই এপ্লিকেশান আপনাকে সেই ঝামেলা থেকে মুক্তি দেবে।
একটা উদাহরণের সাহায্যে Rss Graffti চালু করার পদ্ধতি দেখা যাকঃ
প্রথমে এই লিঙ্ক ধরে Rss Graffti তেযান। এরপর Go to App এ ক্লিক করুন।
অথরাইজ করুন ।
Allow করুন।
Add Feed এ ক্লিক করুন।
এরপর Feed Url, Feed Name, Source Url এর জায়গাগুলো প্রয়োজনীইয় তথ্য দিয়ে পূরন করুন। Rss Graffti এর ৩ টা স্টাইল আছে- স্ট্যান্ডার্ড, কম্প্যাক্ট আর স্ট্যাটাস আপডেট । ফেসবুক পেজ থেকে স্ট্যাটাস আপডেট করতে চাইলে স্ট্যাটাস আপডেট এবং ব্লগ বা অন্য কোন সাইট থেকে লিঙ্ক শেয়ার করতে চাইলে স্ট্যান্ডার্ড বা কম্প্যাক্ট এর ভেতর যে স্টাইলটা আপনার ভাল লাগে সেটা সিলেক্ট করতে পারেন।
আরও অনেকগুলা অপশান আছে, যেমন ফিল্টারের কাজ হচ্ছে মূল পেজে বা ব্লগে লেখা প্রকাশিত হবার কতক্ষন পর তা ফেসবুকে শেয়ার করতে চান ইত্যাদি। একটু কষ্ট করে চেক করে দেখতে পারেন সবগুলো। এরপর সেভ করুন। কাজ শেষ।
Link- http://www.facebook.com/RSS.Graffiti

রবিবার, ২২ মে, ২০১১

ই-মেইল ক্লায়েন্টগুলো স্প্যাম মেইল ধরা কার্যকারিতা পরীক্ষা করার ছোট্ট একটি কৌশলঃ ডিজিটাল জোন

আমরা সবাই ই-মেইল একাউন্ট ব্যবহারকরি। অপারেটিং সিস্টেমের প্রধান সমস্যা হল ভাইরাস আর ই-মেইল ক্লায়েন্টের সবচেয়ে বড় সমস্যা স্প্যাম মেইল। আমরা জিমেইল, ইয়াহু,হটমেইল, লাইভমেইল ইত্যাদি ই-মেইল ক্লায়েন্ট থেকে মেইল আদান-প্রদান করি। কিন্তু আপনি জানেন কি আপনার ব্যবহৃত ই-মেইল ক্লায়েন্ট কতটুকু ধরতে পারে স্প্যাম মেইল। ছোট্ট একটি পরীক্ষার দ্বারা আপনি জানতে পারবেন, আপনার ইমেইল ক্লায়েন্টের স্প্যাম ধরার ক্ষমতা। তো চলুন পদক্ষেপেঃ
নিচের দেয়া কোডটি কপি করে নিয়ে অন্য কোন ই-মেইল থেকে আপনার ই-মেইলে একটি মেইল পাঠান। কোডটি আপনার ই-মেইলের ম্যাসেজ লেখার অংশে পেষ্ট করুন। তবে কোডটিতে কোন রূপ পরিবর্তন আনা যাবে না বা নোটপ্যাড অথবা অন্য কোন ফাইলে করে পাঠানো যাবে না।
XJS*C4JDBQADN1.NSBN3*2IDNEN*GTUBE-STANDARD-ANTI-UBE-TEST-EMAIL*C.34X
এখন আপনার মেইল খুলে দেখুন পাঠানো মেইলটি আপনার ক্লায়েন্ট স্প্যাম হিসেবে ধরতে পারে কিনা। এটি আপনার মেইলের কোনরূপ ক্ষতি করবে না। এটি পরীক্ষিত। আপনি নাকে তেল দিয়ে এটি দ্বারা আপনার ক্লায়েন্টের স্প্যাম ধরার পরীক্ষা চালাতে  পারেন।

ছবির ভিতর ফাইল/ফোল্ডার লুকান : একদম সফটওয়্যার ছাড়া!!!

প্রথমে  আপনার পিসিতে winRAR ইনষ্টল থাকতে হবে না থাকলে এখান থেকে ডাউনলোড করে ইনষ্টল করে নিন। উইন্ডোজে কাজ না করলে এখানে গিয়ে আপনার উইন্ডোজ অনুযায়ী সর্বশেষ সংষ্করণের winRAR সফটওয়্যারটি  ডাউনলোড করতে পারেন।
এবার আপনি একটি নতুন ফোল্ডার তৈরী করুন। যে ফাইল/ফোল্ডারটি আপনি লুকাতে চান সেটি নতুন ফোল্ডারে নিয়ে রাখুন, তার নাম দিলাম A (যদিও ইচ্ছামত)। আপনার পছন্দের ছবিটি নির্বাচন করুন যেখানে আপনি ফাইল/ফোল্ডারটি লুকাবেন, তার নাম দিলাম B.jpg (যদিও ইচ্ছামত এবং format jpg, jpeg হতে হবে)। এবং নতুন ফোল্ডারে নিয়ে রাখুন। এবার আপনি A ফোল্ডারটির উপর মাউস বাটন রেখেডান বাটন ক্লিক করুন এবং Add to archive এ ক্লিক করুন। এবং ok করুন। নতুন একটি rar ফাইল তৈরী হল এবং নাম হয়ে গেল A.rar।
এখন একটি কমান্ড (.cmd) ফাইল তৈরী করতে হবে। যেটি আমাদের সাহায্য করবে ফাইল/ফোল্ডার লুকানোর ক্ষেত্রে। কমান্ড ফাইল তৈরী করার জন্য notepad খুলতে হবে। notepad খুলুন এভাবে : start>run>(লিখতে হবে) notepad>ok ।
এবার নিচের কোডটুকু যেরকম আছে ঠিক সেরকম কপি করে পেষ্ট করে দিন।
@echo off
copy /b B.jpg+A.rar Result.jpg
echo complete
pause
end
বুঝতেই পারছেন notepad এ কি লিখাআছে। এখানে Result.jpg কোনভাবেই পরিবর্তন করা যাবে না। এখন  save as এ গিয়ে রাখতে হবে A.rar এবং B.jpg ফাইলদুটি যেখানে আছে সেখানে। এবং save করতে হবে Marge.cmd নাম দিয়ে। ইচ্ছামত দিলে হবে না।
বলতে গেলে  আপনার  কাজ প্রায়ই শেষ।এবার Marge.cmd টিতে ডাবল ক্লিক করুন। নিচের মত একটি কমান্ড উইন্ডো আসবে।
এবং কমান্ড উইন্ডোর পরে Result.jpg নামে একটি ছবির ফাইল আপনার নতুন ফোল্ডারে  আসবে। এই ছবির মধ্যেই রয়েছে আপনার কাঙ্খিত ফাইল/ফোল্ডার। এবং হয়ে গেছে আপনার ফাইল/ফোল্ডার লুকানো। আপনি Result.jpg তে ক্লিক করে বুঝতেই পারবেন না যে এখানে একটি ফাইল/ফোল্ডার রাখা আছে।
এখন A.rar এবং B.jpg ফাইলদুটি আপনিডিলিট করে দিতে পারেন । এবং Result.jpg ফাইলটির নাম পরিবর্তন করে নিতে পারেন।
আপনার কাঙ্খিত ফাইল/ফোল্ডার কিভাবে বের করবেন :
হা, এবার দেখার পালা কিভাবে ছবি থেকে পুনরায় ফাইল/ফোল্ডারটি বের করবেন। এর জন্য আপনাকে Result.jpg তে মাউসের ডান বাটন ক্লিক করে open with কমান্ড থেকে choose program সিলেক্ট করে winRAR archiver সিলেক্ট করতে হবে। তাহলেই পেয়ে যাবেন আপনার কাঙ্খিত ফাইল/ফোল্ডার।

এক্সপির সিডি দিয়ে উইন্ডোজ এক্সপির এ্যাডমিনিষ্ট্রেটরের পাসওয়ার্ড হ্যাক করুন

1.       প্রথমে উইন্ডোজ এক্সপির সিডি কম্পিউটারে প্রবেশ করান।
2.       এবার কম্পিউটার রিস্টার্ট করুন ও সিডি থেকে বুট করান।
3.       এক্ষেত্রে বায়োস থেকে 1st Boot Device হিসেবে সিডি রম নির্বাচন করে নিন।
4.       বুট হওয়ার সময় যখন “Pressany key to boot from CD” ম্যাসেজ আসবে, তথন কী-বোর্ড থেকে যে কোন কী চাপুন।
5.       তারপর কম্পিউটার সেটআপ ফাইলগুলো লোড করা শুরু করবে।
6.       এরপর যখন Welcome to Setup screen এ আসবেন, Enter কী চাপুন।
7.       এবার লাইসেন্স এগ্রিমেন্ট আসলে F8 কী প্রেস করুন।
8.       পরবর্তী স্ক্রীণে রিপেয়ার এ ক্লিক করতে R প্রেস করুন।
9.       তাহলে সিস্টেম আপনার হার্ডডিস্ক স্ক্যান করবে ও প্রয়োজনীয় ফাইল কপি করে রাখবে।
10.   ফাইল কপি শেষ হলে কম্পিউটার রিস্টার্ট নিয়ে আবার সেটআপ শুরু করবে।
11.   রিস্টার্ট এর পর “Press any key to boot from CD” ম্যাসেজ আসলে কো কী প্রেস করবেন না।
12.   সেটআপ নেয়ার এক পর্যায়ে যখন Installing Devices ইন্সটল হবেতখন SHIFT + F10 কী দ্বয় একসাথে চাপুন। Installing Devices এটি দেখবেন সেটআপ স্ক্রীণের নিচের বামদিকে।
13.   Installing Devices এই হল সিকিউরিটি সেটআপ অংশ। SHIFT + F10 চাপলে কমান্ড প্রোম্পট আসবে।
14.   এবার কমান্ড প্রোম্পট NUSRMGR.CPL লিখে এন্টার করুন।
15.   তাহলে আপনাকে ইউজার একাউন্টেনিয়ে যাবে।
16.   সেখান থেকে আপনি ইচ্ছা করলে পাসওয়ার্ড মুছে ফেলতে বা পরিবর্তন করতে পারবেন।
17.   আপনি যদি নতুন পাসওয়ার্ড ছাড়াই প্রবেশ করতে চান তাহলে কমান্ড প্রোম্পটে লিখুন control userpasswords2 এবার এন্টার করুন।
18.   এবার কমান্ড প্রোম্পট বন্ধ করুন ও রিপেয়ার শেষ করে এগিয়ে যান।
19.   এক্ষেত্রে আপনার সিডি প্রোডাক্টট কী চাইলে দিতে হবে।
সবাইকে অসংখ্য ধন্যবাদ

পেনড্রাইভ/মেমোরি কার্ডের ব্যাকগ্রাউন্ডে ছবি যুক্ত করার টিপস।

আপনি ইচ্ছে করলে পেনড্রাইভ/মেমোরি কার্ডের ব্যাকগ্রাউন্ডে আপনার পছন্দের ইমেজ যুক্ত করতে পারেন। এজন্য প্রথমে একটি ফোল্ডার তৈরি করুন এবং যে ইমেজটি ব্যাকগ্রাউন্ড হিসেবে দিবেন সেই ইমেজটি ফোল্ডারের ভিতরে রাখুন, তারপর একটি নোটপ্যাড খুলুন, নিচের কোডটি টাইপ করুন অথবা কপি করে পেষ্ট করুন।
[ExtShellFolderViews]
{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}={BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}
[{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}]
Attributes=1
IconArea_Image=Images\Sumon.jpg
[.ShellClassInfo]
ConfirmFileOp=0
IconFile=%SystemRoot%\system32\SHELL32.dll
IconIndex=161
Save করে বেরিয়ে আসুন
উল্লেখ্য কোডের যে অংশে Images\Sumon.jpg লেখা আছে সে অংশটিকে আপনার ফোল্ডার এবং ইমেজেরনাম দ্বরা রিপ্লেস করুন।
উদাহরন: আপনার ফোল্ডারের নাম যদি হয় Images-2 এবং ফোল্ডারের ভেতরের ইমেজের নাম যদি হয় Computer.jpg তাহলে Images\Sumon.jpg এর জায়গায় লিখতে হবে Images-2/Computer.jpg
তারপর নোটপ্যাডটিকে রিনেম করুন desktop.ini (.txt ফরমেট এর পরিবর্তে .ini ফরমেট হবে) নামে
এবার ফেল্ডার এবং desktop.ini ফাইলটি কপি বা কাট করে পেনড্রাইভ/মেমোরি কার্ডে পেষ্ট করে পেজটি Refresh করুন।
দেখুন আপনার ইমেজটি ব্যাকগ্রাউন্ডে চলে এসেছে।

মোট পৃষ্ঠাদর্শন

Powered By Blogger

জনপ্রিয় পোস্টসমূহ

ব্লগ পরিসংখ্যান

Page

Blogroll
Avalio.org