সোমবার, ১৬ জানুয়ারী, ২০১২

মোবাইল থেকেই ইন্টারনেটে কাজ করে আয় করুন।

আপনারা অনেকেই হয়তো মাইক্রো জব সাইট মাইক্রোওয়ার্কার্সের সাথে পরিচিত।আজকে আপনাদেরকে মাইক্রোওয়ার্কার্সের মতই আরেকটি বিশ্বস্ত সাইটের সাথে পরিচয় করিয় দেব।সেটি হচ্ছে মিনিটওয়ার্কার্স।এই সাইটটি ও মাইক্রোওয়ার্কার্সের মত।তবে এই সাইটের বিশেষ দুইটি সুবিধা হচ্ছে এই সাইটে রেফারেল সিস্টেম আছে এবং এই সাইটে ২ ডলার হলেই তা এলার্টপে অথবা পেপালে ট্রান্সফার করতে পারবেন।প্রথমে এই লিংকে গিয়ে সঠিক ইনফোরমেশন দিয়ে সাইন আপ করুন।এরপর যে ইমেইল দিয়ে সাইন আপ করছেন সেই ইমেইল আইডিতে লগ ইন করে মিনিটওয়ার্কার্স আইডি কনফার্ম করুন।ব্যাস সাইন আপ পর্ব শেষ।এবার লগ ইন করে AVAILABLE JOBS এ ক্লিক করে কাজ করা শুরু করে দিন।প্রতিটি কাজের শিরোনামের সাথে ঐ কাজের সব তথ্য দেয়া থাকবে।কোন একটি কাজের শিরোনামের উপর ক্লিক করে সেই কাজের বিস্তারিত তথ্য পাবেন।তথ্য বলতে ক্লায়েন্ট কি চাচ্ছে তা দেখে নিন। কাজটি করতে আপনার যেসব প্রমাণ প্রদান করতে হবে তা Required proof that task was finished অংশের মধ্যে দেয়া থাকবে। আপনি যদি মনে করেন কাজটি আপনি পারবেন তাহলে "I accept this job " লিংকে ক্লিক করুন।ক্লিক করার পর একটি টেক্সট বক্স আসবে।এই বক্সে আপনার কাজের প্রমাণগুলো দিতে হবে।
***সতর্কতা***
১.তাড়াতাড়ি আয় করার জন্য একই আইপি থেকে একাধিক আইডি খুলবেন না।সেক্ষেত্রে সব আইডি বন্ধ হয়ে যাবে।
২.সাইন আপ করার পর রেফারেল বোনাসের উপর নির্ভর না করে নিজে ও কাজ করুন।

4 comments:

মোট পৃষ্ঠাদর্শন

Powered By Blogger

জনপ্রিয় পোস্টসমূহ

ব্লগ পরিসংখ্যান

Page

Blogroll
Avalio.org