বুধবার, ৮ জুন, ২০১১

Tricks of Hiding folder in nokia s40 mobile without software

প্রথমে যেকোন নামে ১টি ফোল্ডার বানান।
এবার সেই ফোল্ডারটি রিনেম করুন- নামের শেষে .jad ব্যবহার করে। (যেমনঃ- আপনি যদি Music নামে কোন ফোল্ডার বানান, তাহলে রিনেম করুন- Music.jad নামে)
এবার যেসব ফাইল আপনি Hide বা লুকাতে চান, সেই ফাইলগুলো আমাদের বানানো Music.jad ফোল্ডারে নিয়ে আসুন।
সর্বশেষ Step হিসাবে, আপনাকে আরেকটি একই নামে ফোল্ডার বানাতে হবে, কিন্তু নামের শেষে .jar ব্যবহার করে। (যেমনঃ- আমরা আগের ফোল্ডারটি বানিয়েছি- Music.jad নামে। তাই এবার নতুন আরেকটি ফোল্ডার বানাবো Music.jar নামে।)
ব্যস, কাজ শেষ!! কি হল, দেখতে পারছেন কি?? Music.jad নামে যে ফোল্ডারটি আপনি বানিয়েছিলেন, সেটিরীতিমত উধাও হয়ে গেছে!! এখন শুধু Music.jar নামে আমাদের বানানো ফোল্ডারটি আছে, যার সাইজ ০.০০KB!! আপনি সহ যে কেউ এই ফোল্ডারে ঢুকতে পারবে কিন্তু ভিতরে কোন ফাইল পাবে না। মজার ট্রিক না?? কম্পিউটার ছাড়া কারও সাধ্য নেই আপনার আসল ফোল্ডারটি বেড় করার!
খুব তো ফাইলসহ ফোল্ডার হাইড করে ফেললাম। সেগুলো ফিরিয়েও তো আনতে হবে তাইনা??
ফিরিয়ে আনা আরও সহজ!! শুধু ফোল্ডারটি রিনেম করে .jar লেখাটুকুতুলে দিন। তাহলে দেখবেন ঠিক তার নিচেই আপনার বানানো Music.jad ফোল্ডারটি ফিরে এসেছে!! (যেমনঃ- Music.jar ফোল্ডারটিকে রিনেম করুনশুধু Music নামে।)

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

মোট পৃষ্ঠাদর্শন

Powered By Blogger

জনপ্রিয় পোস্টসমূহ

ব্লগ পরিসংখ্যান

Page

Blogroll
Avalio.org