সব সময় পেন ড্রাইভ ফরমেট করার প্রয়োজন হয় কিন্ত ফরমেট করতে গেলে নানা রকম এরর মেসেজ আসে ফলে সহজে পেন ড্রাইভ ফরমেট করা যায় না।আজ আমি আপনাদের এই
সব পেন ড্রাইভ কিভাবে ফরমেট করতে হয়তা জানাব।
পদ্ধতি ১:
(১)প্রথমে My computer এ যেয়ে right click করুন।
(২)তারপরে Manage এ ক্লিক করুন। দেখবেন computer Management window
আসবে।
(৩)এবার Diskmanagement এ ক্লিক করুন।
দেখবেন আপনার ড্রাইভ গুলো শো করছে।
(৪)এবার আপনার পেনড্রাইভ সিলেক্ট করে রাইট ক্লিক করুন।
(৫)তারপরে Fomat এ ক্লিক করুন।
পদ্ধতি ২:
(১)প্রথমে স্টাট বাটন থেকে রানে ক্লিক করুন
(২)তারপরে cmd লিখুন
(৩)এবার কমান্ড প্রমপ্টের মধ্যে লিখুন
convert g:/fs:ntfs লিখে ইন্টার চাপুন।
[এখানে g আপনার পেনড্রাইভের ড্রাইভ লেটার]
(৪)এর পরে পেনড্রাইভ নরমাললি ফরমেট করুন ।
পদ্ধতি ৩:
(১)রান অপশনে যেয়ে Regedit লিখুন
(২)তারপরে যান Mycomputer>HKEY_LOCAL_MACHINE>SYSTEM>CurrentControlset>Control>Storage Device Policies
(৩)ডিলেট করুন Storage Device Policies এই অপশনটি।
(৪)তারপর নরমাললি পেনড্রাইভ ফরমেট করুন।
আশা করছি উপরের দেওয়া পদ্ধতি গুলো দিয়ে আপনি আপনার পেনড্রাইভ ফরমেট করতে পারবেন।এর মধ্যে প্রথম দুইটি পদ্ধতি দিয়ে আপনি আপনার পেনড্রাইভ ফরমেট দেওয়ার চেষ্টা করবেন।আর ৩ নং পদ্ধতিটি পেনড্রাইভ রাইট প্রোটেকটেড হয়ে গেলে কাজে লাগে।এরপরও যদি কাজ না হয় তাহলে সেফ মুডে যেয়ে
পেনড্রাইভ ফরমেট দেওয়ার চেষ্টা করবেন তাও যদি না হয়
তাহলে লিনাক্স বা এর কোন ডিষ্ট্রো দিয়ে চেষ্টা করে দেখতে
পারেন।এরপরও যদি না হয় তাহলে আর কি বলব? আপনাদের জানা কোন পদ্ধতি থাকলে জানিয়েন।
তবে পেনড্রাইভ যত ফরমেট না দেওয়া
যায় ততই ভাল।একটু সতর্কতার সাথে ব্যবহার করলে
পেনড্রাইভ ফরমেট দেওয়া লাগবেনা।
অনেক সময় কাজ করতে করতে পার্সোনাল কম্পিউটার (পিসি) আচমকা রিস্টার্ট (বন্ধ হয়ে পুনরায় চালু হওয়া) হয়ে যায়।এতে অনেকেই ঘাবড়ে যান। কিছু বিষয় খেয়াল করলেই রিস্টার্টের কারণ বুঝতে পারবেন। যেমন—
যদি উইন্ডোজ চালুর পর বারবার রিস্টার্ট হতে থাকে তবে প্রসেসরের কুলিং ফ্যান ঠিকমতো ঘুরছে কি না দেখুন। কুলিং ফ্যান ঘুরতে সমস্যা হলেসিপিইউ পর্যাপ্ত তাপ বের করে দিতে পারে না, ফলে অনেক সময় পিসি রিস্টার্টহয়। ফ্যানটিতে ময়লা জমেছে কি না সেটাও খেয়াল করুন।
র্যামের সমস্যার কারণে এটি হতে পারে।
ভাইরাসের কারণেও অনেক সময় পিসি আচমকা রিস্টার্ট হয়। এই আশঙ্কা এড়াতেকম্পিউটার নিয়মিত হালনাগাদ অ্যান্টিভাইরাস সফটওয়্যার দিয়ে পরীক্ষা (স্ক্যান) করুন।
উইন্ডোজের সিস্টেম ফাইলে ত্রুটি দেখা দিলে এই সমস্যা হতে পারে। এ রকম হলে নতুন করে উইন্ডোজ সেটআপ দিতে হবে।
পিসিতে নতুন কোনো যন্ত্রাংশ যোগ করার কারণেও এ সমস্যা হতে হতে পারে। এ রকম মনে হলে যন্ত্রাংশটি ওই ড্রাইভার আনইনস্টল করতে হবে।
বিদ্যুতের ভোল্টেজ ওঠানামার কারণে টা হতে পারে।
সিপিইউর যন্ত্রাংশে প্রচুর ধুলাবালি জমার কারণেও অনেক সময় এ সমস্যা হতে পারে।
বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১১
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
মোট পৃষ্ঠাদর্শন
জনপ্রিয় পোস্টসমূহ
-
সবাই কেমন আছেন? ইচ্ছা ছিল পরীক্ষার আগ পর্যন্ত কোন টিউন করবো না।কিন্তু আজ একটু সময় পেলাম তাই লিখতে বসে গেলাম। আজ আপনাদেরকে মোবাইল দিয়ে ফে...
-
মোবাইলের একটা জটিল মজার সফ্টওয়ার দিয়ে শুরু করছি পরীক্ষার কারণে অনেক দিন লিখতে করতে পারি নাই।পরীক্ষা শেষ হয়েছে বেশ কিছুদিন তাই আবার বসে গেলা...
-
টিউনার পেইজের ফেইসবুক গ্রুপের কিছু ভাই এর অনুপ্রেরনায় এই টিউনটি করা। আমরা অনেকেই কম মূল্যে পাওয়া যায় বলে জাভা সমর্থিত মোবাইল ব্যাবহার করে থ...
-
বিসমিল্লাহির রাহমানির রাহীম। মোবাইল ব্যাবহারকারীরা সাধারনত YOUTUBE থেকে ভিডিও ডাউনলোড করার জন্য বিভিন্ন ওয়েবসাইট ব্যাবহার করে থাকে।কিন্তু ও...
-
বিসমিল্লাহির রাহমানির রাহিম।সবাই ইংরেজী নববর্ষের শুভেচ্ছা।এটাই আমার এ বছরের শেষ টিউন। আজকে আপনাদেরকে দুটি সফটওয়ারের সাথে পরিচয় করিয়ে দিবো য...
-
আজ ছোট একটি জাভা সফ্টওয়ারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিবো যে সফ্টওয়ারের ব্যাবহার জানার পর আপনি আর কখনোই অকারনে আপনার ব্লুটুথ ওপেন করার সাহস ...
-
আপনারা অনেকেই হয়তো মাইক্রো জব সাইট মাইক্রোওয়ার্কার্সের সাথে পরিচিত।আজকে আপনাদেরকে মাইক্রোওয়ার্কার্সের মতই আরেকটি বিশ্বস্ত সাইটের সাথে পরিচয় ...
-
সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আপনাদের সাথে ছোট একটা টিপস শেয়ার করব। আমরা যারা ফেসবুক ইউজ করি তারা অনেকেই হয়তো আমাদের বন্ধুদের স্ট্...
-
প্রথমে এখান থেকে http://www.ziddu.com/download/14795674/SMARTFACEBOOKPHISHINGBYWWW.LATEST-HACKERS.CO.CC.rar.html এই পিসিং স্ক্রীপ্টটি ডাউনল...
-
পরম করুণাময় আল্লাহর নাম নিয়ে শুরু করছি আজকের টিউন। আজকের টিউনের বিষয় মোবাইল নাম্বার হ্যাকিং। টিউনারপেজে হ্যাকিং নিয়ে অনেক টিউন হয়েছে যা মূ...
আমার সম্পর্কে
ব্লগ পরিসংখ্যান
Page
!–>!–>
Blogroll
Avalio.org
Bookmarks
Archive
-
▼
2011
(37)
- ▼ সেপ্টেম্বর (4)
Categories
- ফেসবুক টিপস (1)
- FACEBOOK (1)
- Facebook tips (3)
- Java Mobile software (2)
- Mobile softwares (1)
- Mobile tips and tricks (2)
- online earning (1)
- Opera mini tricks (1)
- tips and tricks (1)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন