আজ প্রকাশিত হল পিএসসি পরীক্ষার ফল।আর কিছুদিন পরই প্রকাশিত হবে জেএসসি পরীক্ষার ফল।তাই আজকে আপনাদের সবার সাথে পরীক্ষার রেজাল্ট জানার সফটওয়ার সহ কিছু বাংলাদেশী মোবাইল সফটওয়ারের সাথে পরিচয় করিয়ে দিব যেগুলো বাংলাদেশেই তৈরি হয়েছে।
চলুন শুরু করা যাক।
স্কোর বোর্ড:
এটিই হচ্ছে মোবাইল থেকে রেজাল্ট দেখার জাভা সফটওয়ার।এর সাহায্য আপনি জেএসসি,এসএসসি ও এইচএসসি এর রেজাল্ট জানতে পারবেন।সফটওয়ার ডাউনলোড করার পর যথার্থ ইনফোরমেশন ফিল আপ করলেই আপনি আপনার কাঙ্খিত রেজাল্ট দেখতে পারবেন।এর আগের ভার্সনে শুধু এসএসসি ও এইচএসসি এর রেজাল্ট দেখা যেত।এখন সফটওয়ারটি আপগ্রেড করে জেএসসি ও যোগ করা হয়েছে।তাই রেজাল্ট পাবলিশ হওয়ার পর যখন মূল ওয়েবসাইটের সার্ভার বিজি থাকবে তখন এটি দিয়ে ট্রাই করতে পারেন।আশা করি পেয়ে যাবেন।
সফটওয়ারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
একাত্তর:
এই সফটওয়ারটিতে মূলত ১৯৭১ সালে সংঘটিত মুক্তিযুদ্ধের বিভিন্ন সময়কার বিভিন্ন ছবি বর্ননা সহ পাবেন।আমার কাছেই ভালোই লেগেছে এই সফটওয়ারটি।আশা করি আপনাদের ও ভালো লাগবে।
সফটওয়ারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
বাংলা ক্যালেন্ডার:
নাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কি সফটওয়ার।তাই এটার বিবরন নাই বা দিলাম।ডাউনলোড করার পর নিজেরাই দেখে নিয়েন।
এটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
আর একটা কথা এই সফটওয়ারগুলো কিন্তু সরকারী অনুমতি আছে।এগুলা উদ্ভোদন করেছেন স্বয়ং তথ্যমন্ত্রী।সবাই ভালো থাকবেন।ভাল লাগলে মন্তব্য করতে ভুলবেন না।আল্লাহ হাফেজ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন