রবিবার, ১ জানুয়ারী, ২০১২

মোবাইলে FM রেকর্ডার নেই? এবার রেকর্ড করুন জাভা সফটওয়ার দিয়ে

বিসমিল্লাহির রাহমানির রাহিম।সবাই ইংরেজী নববর্ষের শুভেচ্ছা।এটাই আমার এ বছরের শেষ টিউন।
আজকে আপনাদেরকে দুটি সফটওয়ারের সাথে পরিচয় করিয়ে দিবো যেগুলোর সাহায্যে আপনি মোবাইলে এফএম রেকর্ড করার ব্যাবস্থা না থাকলে এফ রেকর্ড করতে পারবেন।
চলুন শুরু করা যাক।

XPLORE ME সফটওয়ার:

undefined

প্রথমে এই সফটওয়ারটি মোবাইলে ডাউনলোড করুন।এরপর সফ্টওয়ার ওপেন করে সেটিং থেকে ফোল্ডার নির্বাচন করে নিন যেখানে আপনি রেকর্ডেড ফাইল গুলো সেভ করতে চান।এবার আপনার এফএম রেডিও লাউডস্পিকারে ওপেন করুন।এরপর সফটওয়ারটি ওপেন করুন।এবার RECORD অপশনে ক্লিক করে রেকর্ডিং শুরু করে দিন।এছাড়াও সফটওয়ারটি নিচের কাজগুলো করতে পারে।
1. File Manager
2.Picture Viewer
3.Media Player
4.Text Reader
5.Audio Recorder
6.RSS Reader
7.Stopper
8.Virtual Dice
9. Score Table Manager
10.Alarm/Sleep Clock


সাউন্ড রেকর্ডার সফটওয়ার:

undefined


এটি খুবই ছোট সফটওয়ার।এর সাইজ মাত্র ১০ কিলোবাইট।তাতে কি?কথায় আছে না ছোট মরিচের আরো ঝাল বেশী।এই সফ্টওয়ার ও ঠিক তেমনি।এই সফটওয়ার দিয়েও রেকর্ড করতে প্রথমে এফ এম রেডিও লাউডস্পিকার ওপেন করুন।এরপর সফটওয়ার ওপেন করে RECORD বাটনে ক্লিক করে রেকর্ড শুরু করুন।এই সফটওয়ার দিয়ে রেকর্ড করা ফাইলগুলো সরাসরি মেমোরি কার্ডে সেভ হবে।
আর একটা কথা এই সফটওয়ারগুলো দিয়ে কিন্তু সব সেটে রেকর্ড করতে পারবেন না।কেননা সব সেটে একসাথে এফ এম রেডিও আর সফটওয়ার চালানো যায় না।
সফটওয়ারগুলো ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

আমি আমার নকিয়া ৫১৩০ দিয়ে উভয় সফটওয়ারের সাহায্যে রেকর্ড করতে সক্ষম হয়েছি।আপনি ও চেষ্টা করে দেখুন।
সবাই ভালো থাকবেন।আল্লাহ হাফেজ।

3 comments:

মোট পৃষ্ঠাদর্শন

Powered By Blogger

জনপ্রিয় পোস্টসমূহ

ব্লগ পরিসংখ্যান

Page

Blogroll
Avalio.org