মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১২

অবিশ্বাস্য হলে ও সত্য লিরিকস্ সহ গান শুনুন জাভা মোবাইল দিয়ে

মোবাইলের একটা জটিল মজার সফ্টওয়ার দিয়ে শুরু করছি
পরীক্ষার কারণে অনেক দিন লিখতে করতে পারি নাই।পরীক্ষা শেষ হয়েছে বেশ কিছুদিন তাই আবার বসে গেলাম লিখতে।
আজকে আপনাদের সবার সাথে একটা জাভা মোবাইল সফ্টওয়ারের পরিচয় করিয়ে দিবো যেটা দিয়ে আপনি গানের কথা (লিরিকস্) সহ গান শুনতে পারবেন যা পাল্ট দেবে মোবাইলে আপনার গান শুনার মজা।
সফটওয়ারটির সাথে অনেকই হয়তোবা পরিচিত।সফ্টওয়ারটির নাম TTPOD MUSIC PLAYER.
কিন্তু অনেকেই আমাকে এই সফটওয়ারটার ইউজ করার সময় সবচেয়ে প্রধান যে দুইটা অসুবিধা জানিয়েছে তা হল
1.অধিকাংশ সফ্টওয়ারই আনসাইনড অবস্থায় ইন্টারনেটে পাওয়া যায়।অর্থাত্‍ APPLICATION এর data edit করার জন্য বারবার ALLOW করতে যা বিরক্তিকর।
2.সফটওয়ারটি মূলত চাইনিজ ভাষায় থাকে।
আজকে এই দুটি সমস্যার সমাধান দেয়ার জন্য টিউনটি করা হইছে।
প্রথমে এই লিংকে গিয়ে যে কোন একটি ভার্সন ডাউনলোড করুন।
সমস্যা ১ এর সমাধান :
সফটওয়ারটি মোবাইলে ডাউনলোড করার পর ওপেন করার আগে সফটওয়ারটির OPTION এ ক্লিক করেন।তারপর
APPLICATION ACCESS>DATA ACCESS>READ USER DATA>ALWAYS ALLOW
করে দেন।
একইভাবে

APPLICATION ACCESS>DATA ACCESS>ADD AND EDIT DATA>ALWAYS ALLOW
করে দেন।
ব্যাস ১ নম্বর সমস্যার সমাধান হয়ে গেল।এবার সফ্টওয়ারটি ওপেন করে দেখুন।এখন আর আপনার কাছ থেকে কোন ধরনের 'DATA ACCESS' allow করার জন্য বলবে না।
**সমস্যা ২ এর সমাধান :
সফ্টওয়ার ওপেন করে MENU তে ক্লিক করুন
MENU>6>2>2
এবার ও হয়ে গেল সমাধান এবং ভাষা ইংরেজি হয়ে গেল।
এবার যে কোন একটি .mp3 ফরম্যাট এর গান সিলেক্ট করুন।সফটওয়ারটি লিরিকস্ ইন্টারনেট থেকে ডাউনলোড করার জন্য আপনার কাজে অনুমতি চাইবে।আপনি ALLOW করে দিবেন।সামান্য কিছু কিলোবাইট লাগে লিরিকস ডাউনলোড করতে
LYRICS খুজে পেলে দেখবেন লিরিকস সহ গান চলতাছে।
**অধিকাংল ইংলিশ গানের লিরিকস খুব সহজেই পাবেন।কিন্তু বাংলা ও হিন্দি গানের লিরিকস তেমন পাওয়া যায় না।***
ছবি দিতে পারি নাই বলে দুঃখিত।মন্তব্য করতে ভুলবেন না।আপনাদের অনুমতি পেলে আরো টিউন করার অনুপ্রেরনা পাবো।

6 comments:

  1. নকিয়া ৩১১০ ক্ল্যাসিকে কিভাবে সফটওয়্যার ইন্সটল দিব।
    জানাবেন প্লিজ।

    উত্তরমুছুন
  2. Vai download korte gele valid no certificate lekha show kore.ki korbo?

    উত্তরমুছুন
  3. Purai bhuaa...mobile slow kore dey nd lyric o khuje pai na...

    উত্তরমুছুন
  4. Via ai link to time out dhekai.Ta hole ki vabe pete pari.Amar Nokia 6303i classick.

    উত্তরমুছুন
  5. Vai ami a ta lod dite parsi na ki vabe pete pari aktu bole diben plz

    উত্তরমুছুন

মোট পৃষ্ঠাদর্শন

Powered By Blogger

জনপ্রিয় পোস্টসমূহ

ব্লগ পরিসংখ্যান

Page

Blogroll
Avalio.org