এটি মোবাইল থেকে ফেসবুক ব্যাবহারকারীদের জন্য করা ২য় পর্ব।
যারা ১ম পর্ব পড়েন নাই তারা আগে ১ম পর্ব পড়ে আসুন।১ম পর্ব দেখতে এখানে ক্লিক করুন
এবার দেখে নেই এই পর্বে আমরা কি কি শিখবো।
১)মোবাইল থেকেই ফেসবুকের ফটো,লিংক,স্ট্যাটাস,পেজ শেয়ারের মোবাইল শেয়ার লিংক তৈরি।
২)মোবাইল থেকে কমেন্টসহ যে কোন ওয়েবসাইট,ফেসবুক পেজ,ফেসবুক গ্রুপ শেয়ারের পদ্ধতি।
চলুন শুরু করা যাক।
প্রথম পদ্ধতি:
আপনারা যারা ফেসবুক ব্যাবহার করে থাকেন তারা হয়তো খেয়াল করে থাকবেন যে বর্তমান সময়ে অনেক ফেসবুক পেজের এডমিনই তাদের করা স্ট্যাটাস,ফটো,ওয়েব লিংক মোবাইল ব্যাবহারকারীদের জন্য তাদের নিজ নিজ ওয়ালে তাদের স্ট্যাটাস,ফটো অথবা ওয়েবলিংক শেয়ার করার জন্য একটি লিংক দিয়ে থাকে।লিংকটি দেখতে এরকম হয় http://on.fb.me/abcd
ফেসবুকে আমারো ছোটখাটো কিছু পেজ থাকায় ব্যাপারটি আমারো দৃষ্টি কারে যে কিভাবে এই লিংক তৈরি করে।পরে আমার আরেক বড় ভাই থেকে ব্যাপারটি জেনেছিলাম যে কিভাবে তৈরি করে এই লিংক।কিন্তু তিনি আমাকে বলেছিলেন কম্পিউটার থেকে মোবাইল শেয়ার লিংক তৈরির পদ্ধতি।পরে আমি ও ঘাটাঘাটি করে বের করে ফেললাম মোবাইল থেকেই মোবাইল শেয়ার লিংক তৈরির পদ্ধতি।
এই কাজ করতে আমরা UC BROWSER ব্যাবহার করবো।এখন uc browser এ সবসময় ফেসবুক মোবাইল ভিউতে ওপেন হয়।তাই আগে পিসি ভিউ অন করতে হবে।ধরুন আপনি আপনি আপনার পেজের অথবা আপনার ওয়ালের যে কোন একটি ফটোর মোবাইল শেয়ার লিংক দিতে চাচ্ছেন।তাহলে আপনাকে আগে UC BROWSER এ পিসি ভিউ অন করতে হবে।আর পিসি ভিউ অন করতে চাইলে নিচের এড্রেসে আপনার প্রোফাইল অথবা পেজের ইউজারনেম দিয়ে কানেক্ট করুন।
http://www.facebook.com/username?ref=tn_tnmn
উপরের লিংকে username এর জায়গায় আপনার প্রফাইল অথবা পেজের নাম লিখুন।
EXAMPLE:
http://www.facebook.com/sazzad1026?ref=tn_tnmn
দেখুন পিসি ভিউ চলে এসেছে।এবার দেখুন প্রতিটি স্ট্যাটাস,ফটো আর লিংকের নিচে share নামে ও একটা অপশন আছে।
এবার মাউসটিকে SHARE এর উপর রেখে ১ চাপুন।এরপর ওইখান থেকে page info সিলেক্ট করুন।
কাজ শেষ।উদাহরনস্বরূপ এবার নিচের এড্রেসটি লক্ষ্য করুন।
http://www.facebook.com/ajax/sharer/?s=22&appid=25554907596&p%5B0%5D=200663426643440&p%5B1%5D=296637610379354
এই লিংকটি হচ্ছে সেই লিংক এড্রেস যেটা আমরা page info থেকে কপি করে ক্লিপবোর্ডে রেখেছিলাম।এবার উপরের লিংকের
http://www.facebook.com/ajax/sharer/?
এই অংশটি মুছে দিন।তারপর ঐ বাদ বাকি সব লিখা কপি করে নিন।তার মানে উপরের লিংকের এই
http://www.facebook.com/ajax/sharer/? অংশ বাদ দিলে থাকে কেবল এই s=22&appid=25554907596&p%5B0%5D=200663426643440&p%5B1%5D=296637610379354 অংশ।এই অংশটি ক্লিপবোর্ড কপি করে রাখুন।এবার এই অংশটিকে এই লিংকের
http://www.facebook.com/sharer/sharer.php?
বসিয়ে দিলেই তৈরি হয়ে যাবে মোবাইল শেয়ার লিংক।
উদাহরন
http://www.facebook.com/sharer/sharer.php?s=22&appid=25554907596&p%5B0%5D=200663426643440&p%5B1%5D=296637610379354
তৈরি হয়ে গেল মোবাইল শেয়ার লিংক।এবার এত বড় লিংক শেয়ার করতে বেমানান লাগে তাই এই লিংকটি এই এড্রেস www.bitly.com থেকে শর্ট করে নিন।আমি ও উপরের শেয়ার লিংকটিকে ছোট করে নিয়েছে।ইচ্ছা করলে আপনি ও শেয়ার দিতে পারেন।
শর্ট লিংকটি হচ্ছে http://on.fb.me/sO4LO7
২য় পদ্ধতি:
এই পদ্ধতিতে আপনি মোবাইল থেকে কমেন্টসহ লিংক শেয়ার করতে পারবেন আপনার প্রফাইলে।এটি করতে প্রথমে এই লিংকে যাবেন
http://m.facebook.com/sharer.php
এবার একটা URL বক্স দেখতে পাবেন।
এখানে আপনি ফেসবুক পেজ.গ্রুপ সহ যে কোন ওয়েবসাইটের লিংক লিখে ওকে দিন।পরের পেজে একটা কমেন্ট বক্স পাবেন।ওইখানে আপনার কমেন্ট লিখুন এবং আপনার প্রোফাইলে শেয়ার করুন।পরীক্ষামূলকভাবে এই টিউনটি ও শেয়ার করতে পারেন।সবাইকে ধন্যবাদ।ভালো থাকবেন সবাই।কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ।
টিউনটি এর আগে টিউনারপেজে প্রকাশ করেছিলাম।
vai ami jante chay kivabe laptop teke
উত্তরমুছুনmbl share link toyri kora jay
APNI PAGE KETE NEYE PICTURER MOTO KI VABE KOREN JANABEN.
উত্তরমুছুনaita pc na mbl theke???
উত্তরমুছুন