রবিবার, ১১ ডিসেম্বর, ২০১১

পেনড্রাইভ রাখুন সম্পূর্ন নিজের নিয়ন্ত্রনে

আমরা প্রায় সবাই কম বেশী পেনড্রাইভ ব্যাবহার করি ডাটা ব্যাকআপ এর জন্য।কিন্তু অনেক সময় অনেক বন্ধু অথবা অফিস কলিগ এটা কে ব্যাবহার করতে চাইবে। আর তখন -ই ঘটবে বিপত্তি,অনেক সময় তাদের কম্পিউটার এ ভাইরাস গুলি অনাকাংক্ষিত ভাবে আপনার পেনড্রাইভ এ চলে আসতে পারে।তাই পেনড্রাইভ নিয়ন্ত্রনে রাখা টা জরুরী।
আসুন আমরা এবার দেখি কি করে পেনড্রাইভসম্পুর্ন নিজের নিয়ন্ত্রনে রাখা যায়-
১।প্রথমে notepad ওপেন করে নিচের কোড টি লিখুন
Windows Registry Editor Version 5.00
[HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\StorageDevicePolicies]
“WriteProtect”=dword:00000001
সেভ করুন romel_soft.reg নামে
এরপর এটি কে ডাবল ক্লিক করুন ,yes বাটনে ক্লিক করুন ,এবং OK করুন
ব্যস, এবার কোন ফাইল আপনার pendrive এসেন্ড করুন।
নাহ কিছুতেই সেটি pendrive এ যাবে না। কি মজা !! আপনার পেনড্রাইভ নষ্ট করছি !!
নাহ্‌ ,আর আপ্নাদের কান্না সহ্য হচ্ছেনা। ঠিক করে দিচ্ছি পেনড্রাইভ
২। আবার notepad ওপেন করে নিচের কোড টি লিখুনঃ
Windows Registry Editor Version 5.00
[HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\StorageDevicePolicies]
“WriteProtect”=dword:00000000
সেভ করুন romel_soft2.reg নামে
এরপর এটি কে ডাবল ক্লিক করুন ,yes বাটনে ক্লিক করুন ,এবং OK করুন.
এবং পেনড্রাইভ খুলে আবার লাগান
এরপর যে কোন ফাইল সেন্ড করুন পেন্ড্রাইভ এ , এবার পেন্ড্রাইভ এ গিয়ে দেখুন,আপনার পাঠানো ফাইল ঘুমাচ্ছে।
সংগৃহীত: টিউনারপেজ :

4 comments:

মোট পৃষ্ঠাদর্শন

Powered By Blogger

জনপ্রিয় পোস্টসমূহ

ব্লগ পরিসংখ্যান

Page

Blogroll
Avalio.org