বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১১

তৈরী করুন con নামের ফোল্ডার

CON নামের ফোল্ডার দুই ভাবে তৈরি করা যায়।
১. DOS command এর সাহায্যে
২. সাধারন keyboard ব্যবহার করে
এখানে আমি শুধু কীবোর্ড ব্যবহার করে ফোল্ডারটি তৈরি করার পদ্ধতি জানাবো।
CON নামের ফোল্ডার তৈরির ধাপ
১. প্রথমে ফোল্ডারটি সিলেক্ট করুন।
২. F2 চাপুন।
৩. alt চেপে ধরে 255 চাপুন। এরপর alt ছেড়ে দিন।
৪.alt চেপে ধরে 355 চাপুন। এরপর alt ছেড়ে দিন।
৫. alt চেপে ধরে 367 চাপুন। এরপর alt ছেড়ে দিন।
৬. alt চেপে ধরে 366 চাপুন। এরপর alt ছেড়ে দিন।
৭. ডেস্কটপের উপর যে কোন ফাঁকা স্থানেক্লিক করুন।
ব্যস। তৈরি হয়ে গেল আপনার সাধের CON নামের ফোল্ডার।

1 comments:

মোট পৃষ্ঠাদর্শন

Powered By Blogger

জনপ্রিয় পোস্টসমূহ

ব্লগ পরিসংখ্যান

Page

Blogroll
Avalio.org