Slide Title 1

Aenean quis facilisis massa. Cras justo odio, scelerisque nec dignissim quis, cursus a odio. Duis ut dui vel purus aliquet tristique.

Slide Title 2

Morbi quis tellus eu turpis lacinia pharetra non eget lectus. Vestibulum ante ipsum primis in faucibus orci luctus et ultrices posuere cubilia Curae; Donec.

Slide Title 3

In ornare lacus sit amet est aliquet ac tincidunt tellus semper. Pellentesque habitant morbi tristique senectus et netus et malesuada fames ac turpis egestas.

শনিবার, ৯ নভেম্বর, ২০১৩

মোবাইল দিয়ে ফেসবুকে ট্যাগ করার ৩টি সুপার টিপস্।না দেখলে মিস

সবাই কেমন আছেন?
ইচ্ছা ছিল পরীক্ষার আগ পর্যন্ত কোন টিউন করবো না।কিন্তু আজ একটু সময় পেলাম তাই লিখতে বসে গেলাম।
আজ আপনাদেরকে মোবাইল দিয়ে ফেসবুকে আপনার বন্ধুদের ৩টি উপায়ে ট্যাগ করা দেখাব।
১ম পদ্ধতি:
(ক)এই পদ্ধতিটার সাথে অনেকেই হয়তো পরিচিত।এই পদ্ধতিটা খুবই সহজ।এই উপায়ে ট্যাগ করতে হলে আপনি যাকে ট্যাগ করতে চান ১মে তার প্রফাইলে ঢুকুন।এবার তার প্রফাইল থেকে মেসেজ অপশনে ক্লিক করুন।নিচের চিত্রের মত পেজটা আসবে


এবার এই পেজ এর এড্রেস বের করুন।ওপেরা মিনি থেকে এড্রেস বের করতে MENU>TOOLS>PAGE INFORMATION এ গেলেই এই পেজ এর এড্রেস পেয়ে যাবেন
অথবা MENU>ENTER ADDRESS এ গেলেই এড্রেসটা পেয়ে যাবেন।

আর UC BROWSER থেকে পেজ এর এড্রেস বের করতে চাইলে 1 এর পর 5 প্রেস করলেই পেজ এর ঠিকানা পেয়ে যাবেন।
এড্রেসটা হবে এরকম http://m.facebook.com/messages/compose/?ids=100002898946899&canceluri=http%3A%2F%2Fm.facebook.com%2Fmdif4%3Frefid%3D12&refid=0
এখান থেকে তার আইডি বের করতে হবে।লক্ষ্য করুন /?ids=100002898946899&canceluri=http%3A% এই লাইনের
?ids= এর পর এবং & এর আগে যে ১৫ সংখ্যার একটা নাম্বার আছে সেটাই হচ্ছে তার আইডি নাম্বার।
আর যে কোন ফেসবুক ফ্যান পেজ এর আইডি নাম্বার বের করতে চাইলে নিচের ছবির মত 7230 PEOPLE LIKE THIS এ ক্লিক করলে যে পেজ আসবে তার এড্রেস থেকে পেজ এর আইডি বের করুন


(খ)এবার যদি আপনার কোন বন্ধুকে আপনার কোন পোষ্ট অথবা কমেন্টে ট্যাগ ম্যানশন করতে চান তাহলে উপরের ক তে দেয়া নিয়মে আপনার বন্ধুর আইডি নাম্বার বের করে এইভাবে লিখবেন @[id number:]
id number এর জায়গায় আপনার বন্ধুর আইডি নাম্বার দিবেন।example: @[100002898946899:]
সতর্কতা : @এর পর এবং ] এর আগে কোন জায়গাতেই স্পেস দিবেন না।স্পেস দিলে ট্যাগ হবে না।
২য় পদ্ধতি:
এই পদ্ধতিটা ১ম পদ্ধতির মতই। তবে ১ম পদ্ধতিতে ট্যাগ করলে আপনার বন্ধুর পুরো নাম ট্যাগ হবে।আর এই পদ্ধতিতে আপনি আপনার বন্ধুর নামের যে কোন অংশ ট্যাগ করতে পারবেন।
এই পদ্ধতির ফরমেটটা হইতাছে @[ID NUMBER:নামের যে কোন অংশ]
ID NUMBER বের করতে ১ম পদ্ধতির (ক) অংশ দেখুন।
একটা উদাহরণ দেই এই পদ্ধতিতে ট্যাগ করার @[100002898946899:Ibrahim]
এভাবে নামের যে কোন অংশই : এর পর বসিয়ে ট্যাগ করতে পারবেন।
সর্তকতা : ১ম পদ্ধতির মত এখানে ও কোন স্পেস দেয়া যাবে না।আরো একটা ব্যাপার এখানে : এর পর নামের যে অংশ লিখবেন সেটা যেভাবে থাকবে ঠিক সেভাবেই লিখবেন।১ম অক্ষর যদি বড় হাতের থাকে তাহলে বড় হাতেই লিখবেন।মোট কথা নামটি যেভাবেই থাকবে হুবুহু সেটাই লিখবেন।

৩য় পদ্ধতি :
এটি সবচেয়ে মজার পদ্ধতি।এর দ্বারা আপনি যে কোন কিছু লিখে লিখার রং নীল বা ব্লু করতে পারবেন।
এই পদ্ধতির ফরমেট হচ্ছে @@[1:[0:1:YOUR TEXT HERE ]]
উদাহরণ: @@[1:[0:1:কেমন আছেন ]]
এখানে :1: এর পর যে কোন কিছু লিখে আপনি আপনার লিখাকে নীল করে ফেলতে পারবেন।
সর্তকতা : @@এর পর থেকে :1: এর আগ পর্যন্ত কোন স্পেস দিবেন না।
***এখানে উদাহরণ দেয়ার জন্য আমার কাজিনের ফেসবুক আইডি ব্যাবহার করা হয়েছে।
মোবাইল ও মোবাইলের সফটওয়ার সম্পর্কিত যে কোন সম্স্যার সমাধান পেতে জয়েন করতে পারেন information about mobile software :
কেমন লাগলো তা কমেন্টে জানাবেন।দোয়া করবেন সবাই।

মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১২

অবিশ্বাস্য হলে ও সত্য লিরিকস্ সহ গান শুনুন জাভা মোবাইল দিয়ে

মোবাইলের একটা জটিল মজার সফ্টওয়ার দিয়ে শুরু করছি
পরীক্ষার কারণে অনেক দিন লিখতে করতে পারি নাই।পরীক্ষা শেষ হয়েছে বেশ কিছুদিন তাই আবার বসে গেলাম লিখতে।
আজকে আপনাদের সবার সাথে একটা জাভা মোবাইল সফ্টওয়ারের পরিচয় করিয়ে দিবো যেটা দিয়ে আপনি গানের কথা (লিরিকস্) সহ গান শুনতে পারবেন যা পাল্ট দেবে মোবাইলে আপনার গান শুনার মজা।
সফটওয়ারটির সাথে অনেকই হয়তোবা পরিচিত।সফ্টওয়ারটির নাম TTPOD MUSIC PLAYER.
কিন্তু অনেকেই আমাকে এই সফটওয়ারটার ইউজ করার সময় সবচেয়ে প্রধান যে দুইটা অসুবিধা জানিয়েছে তা হল
1.অধিকাংশ সফ্টওয়ারই আনসাইনড অবস্থায় ইন্টারনেটে পাওয়া যায়।অর্থাত্‍ APPLICATION এর data edit করার জন্য বারবার ALLOW করতে যা বিরক্তিকর।
2.সফটওয়ারটি মূলত চাইনিজ ভাষায় থাকে।
আজকে এই দুটি সমস্যার সমাধান দেয়ার জন্য টিউনটি করা হইছে।
প্রথমে এই লিংকে গিয়ে যে কোন একটি ভার্সন ডাউনলোড করুন।
সমস্যা ১ এর সমাধান :
সফটওয়ারটি মোবাইলে ডাউনলোড করার পর ওপেন করার আগে সফটওয়ারটির OPTION এ ক্লিক করেন।তারপর
APPLICATION ACCESS>DATA ACCESS>READ USER DATA>ALWAYS ALLOW
করে দেন।
একইভাবে

APPLICATION ACCESS>DATA ACCESS>ADD AND EDIT DATA>ALWAYS ALLOW
করে দেন।
ব্যাস ১ নম্বর সমস্যার সমাধান হয়ে গেল।এবার সফ্টওয়ারটি ওপেন করে দেখুন।এখন আর আপনার কাছ থেকে কোন ধরনের 'DATA ACCESS' allow করার জন্য বলবে না।
**সমস্যা ২ এর সমাধান :
সফ্টওয়ার ওপেন করে MENU তে ক্লিক করুন
MENU>6>2>2
এবার ও হয়ে গেল সমাধান এবং ভাষা ইংরেজি হয়ে গেল।
এবার যে কোন একটি .mp3 ফরম্যাট এর গান সিলেক্ট করুন।সফটওয়ারটি লিরিকস্ ইন্টারনেট থেকে ডাউনলোড করার জন্য আপনার কাজে অনুমতি চাইবে।আপনি ALLOW করে দিবেন।সামান্য কিছু কিলোবাইট লাগে লিরিকস ডাউনলোড করতে
LYRICS খুজে পেলে দেখবেন লিরিকস সহ গান চলতাছে।
**অধিকাংল ইংলিশ গানের লিরিকস খুব সহজেই পাবেন।কিন্তু বাংলা ও হিন্দি গানের লিরিকস তেমন পাওয়া যায় না।***
ছবি দিতে পারি নাই বলে দুঃখিত।মন্তব্য করতে ভুলবেন না।আপনাদের অনুমতি পেলে আরো টিউন করার অনুপ্রেরনা পাবো।

SUPER BLUETOOTH HACK সফটওয়ার দিয়ে হ্যাক করুন ব্লুটুথ

আজ ছোট একটি জাভা সফ্টওয়ারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিবো যে সফ্টওয়ারের ব্যাবহার জানার পর আপনি আর কখনোই অকারনে আপনার ব্লুটুথ ওপেন করার সাহস করবেন না।
সফটওয়ারটি অনেকেই হয়তো ব্যাবহার করেছেন।সফ্টওয়ারটির নাম SUPER BLUETOOTH HACK
সফ্টওয়ারটির ব্যাবহার গুলো একবার দেখে নিন।
১.এই সফটওয়ার দিয়ে আপনি ব্লুটুথ ওপেন থাকা যে কোন মোবাইলের কল লিস্ট,ইনবক্স,ফোনবুক চেক করতে পারবেন।
২.আপনি অন্যের ব্লুটুথ ওপেন থাকা মোবাইলের ডায়াল আপ নিয়ন্ত্রন করতে পারবেন।মানে আপনি আপনার মোবাইল থেকেই নির্দিষ্ট করে দিতে পারবেন।
৩.আপনি অন্যের ব্লুটুথ ওপেন থাকা মোবাইলের মেসেজ অপশন ও নিয়ন্ত্রন করতে পারবেন।মানে আপনি যে কোন কাউকে মেসেজ পাঠাতে পারবেন ঐ ব্লুটুথ ওপেন থাকা মোবাইলের নাম্বার থেকে।যা অত্যন্ত ভয়ানক কেননা যদি ঐ ব্লুটুথ ওপেন থাকা ব্যাক্তি রবি সীম ব্যাবহার করে তাহলে খুব সহজেই অন্য রবি নাম্বারে আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন।
৪.আপনি অন্যের ব্লুটুথ ওপেন থাকা সেটের মধ্যে থাকা সীমের নাম্বার জানতে পারবেন।
৫.আপনি অন্যের ব্লুটুথ ওপেন থাকা সেটের ব্যাটারি ইনফোরমেশন জানতে পারবেন।
৬.আপনি অন্যের ব্লুটুথ ওপেন থাকা সেটকে আপনার সেট থেকে সম্পূর্ণ নিয়ন্ত্রন করতে পারবেন।আপনার সেট থেকেই ঐ ব্লুটুথ ওপেন করা সেটের মিউজিক শুনতে পারবেন,গান চেন্জ করতে পারবেন।এক কথায় পুরোপুরি নিযন্ত্রন।
এছাড়া ও আরো অনেক ব্যাবহার আছে।
তবে আমার কাছে ২,৩ ও ৬ নাম্বার ব্যাবহার খুবই জটিল লেগেছে।
সব ধরনের সেটে অবশ্য উপরের সব ব্যাবহার এক সাথে কাজ না ও করতে পারে।এটা নির্ভর করে ব্লুটুথ ওপেন থাকা সেটের ওপর।
সফটওয়ারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
১ম লিংক কাজ না করলে
ডাউনলোড লিংক ২ :
সফটওয়াটির খারাপ ব্যাবহার করবেন না।ভাল লাগলে মন্তব্য করতে ভুলবেন না।

মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১২

মোবাইলের ডিফল্ট ব্রাউজার দিয়েই ফেইসবুক,ইয়াহুতে চ্যাট করুন

একটা ছোট টিপস এর মাধ্যমে আপনি যে কোন ওয়েব এনেবলড মোবাইল থেকে কোন প্রকার সফটওয়ার ছাড়াই মোবাইলের ডিফল্ট ব্রাউজার দিয়ে একসাথে একের অধিক ফেইসবুক আইডি,একের অধিক ইয়াহু,জিমেইল,হটমেইল আইডিতে লগ ইন করে আপনার বন্ধুদের সাথে চ্যাট করতে পারবেন।
চলুন দেখে নেই ট্রিকসটি।আমরা সবাই যারা মোবাইলে ফেইসবুক চ্যাট করি তাদের অধিকাংশই EBUDDY MULTI MESSENGER সফটওয়ারটা ইউজ করি।কারণ এই সফটওয়ার দিয়ে একের অধিক ফেইসবুক,ইয়াহু ও জিমেইল আইডিতে একসাথে লগ ইন ও চ্যাট করা যায়।তাই যাদের EBUDDY id নাই তারা সফটওয়ার দিয়ে আগে একটা আইডি খুলে নিয়েন।আর যাদের আইডি আছে তাদের নতুন করে খোলার দরকার নাই। এই কাজটি করার জন্য আমরা ইবাডি এর ওয়েবসাইট ইউজ করবো।১মে আপনার মোবাইল থেকে এই ঠিকানায় যান
ছবির মত এরকম আসবে


এবার একেবারে নিচে যান।ওইখানে যেখানে EBUDDY লেখা আছে ওইটাতে ক্লিক করুন।নতুন যে পেজটা আসবে তাতে ছবির মত DON'T SHOW THIS MESSGAGE AGAIN এ টিক চিহ্ন দিয়ে skip এ ক্লিক করুন।


এরপর লগ ইন পেইজ আসবে।আপনার EBUDDY আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।



এভাবে আপনি যে কোন ব্রাউজার দিয়ে চ্যাট করতে পারবেন।সেক্ষেত্রে যারা কম দামের চাইনিজ সেট ইউজ করেন তারা কোন সফটওয়ার ছাড়াই তাদের ডিফল্ট ব্রাউজার দিয়েও চ্যাট করতে পারবে।আর অধিকাংশই সেটের ডিফল্ট ব্রাউজারে অটো রিফ্রেশ অন করা থাকে বিধায় ডিফল্ট ব্রাউজার দিয়ে চ্যাট করতে কোন সমস্যা হয় না।
একই পদ্ধতিতে আপনি ওপেরা মিনি,UC BROSER,BOLT BROWSER,OVI BROWSER দিয়েও চ্যাট করতে পারবেন।তবে এসব ব্রাউজারে অটো রিফ্রেশ হয় না বিধায় আপনাকে ঘন ঘন রিফ্রেশ করতে হবে।সেক্ষেত্রে ডাটা খরচ ও বেশি হতে পারে।তাই আমি নিজে অপেরা থেকে এটা ইউজ করি মূলত কোন কোন বন্ধু অনলাইনে আছে তা দেখার জন্য।
এড্রেসটি আবার দিচ্ছি http://m.ebuddy.com
সবাই ভালো থাকবেন।টিউন ভালো লাগলে জানাবেন।আল্লাহ হাফেজ।

সোমবার, ২২ অক্টোবর, ২০১২

জাভা মোবাইল দিয়েই আনজিপ ও আনরার করুন যে কোন ZIP ও RAR ফাইল

আমরা ইন্টারনেট থেকে বিভিন্ন কাজে বিভিন্ন ফরমেট এর ফাইল ডাউনলোড করে থাকি।এর মধ্যে .zip ও .rar ফরমেট এর ফাইল ও ডাউনলোড করে থাকি।এই zip ও rar ফাইল গুলোর মধ্যে আবার অনেকগুলো ফাইল COMPRESSED করা থাকে।আমরা সাধারণত কম্পিউটারের WINRAR সফটওয়ার দিয়ে এই zip ও rar ফরমেটের ফাইলগুলোকে EXTRACT করে মূল ফাইল গুলোকে বের করে নিয়ে আসি।
ইদানিংকালে দেখবেন অনেক ওয়েবসাইটে মোবাইলের সফটওয়ারসহ বিভিন্ন কনটেন্ট জিপ ও রার ফরমেটে করে রাখে।কিন্তু দেখা যায় যাদের কম্পিউটার নেই তারা এই ফাইল গুলোকে EXTRACT করে ব্যাবহার করতে পারে না।আবার অনেকেই চায় মোবাইলের কাজ মোবাইলেই করতে।
তাই আজ আপনাদেরকে ৩ টা সফটওয়ার দিবো যে গুলা দিয়ে আপনি খুব সহজেই আপনার জাভা মোবাইল দিয়ে জিপ ও রার ফরমেট এর ফাইলগুলোকে এক্সট্রাক্ট করতে পারবেন।
১ম সফটওয়ারটার নাম ZIP UTILITY.এটা দিয়ে আপনি যে কোন zip ফাইল unzip করতে পারবেন।আবার এটা দিয়ে আপনি নিজে ও জিপ ফাইল COMPRESS করতে পারবেন।
সফটওয়ারটি ডাউনলোড করতে
এখানে ক্লিক করুন
বাকি ২টা সফটওয়ারের নাম MOBILERAR ও WINRAR.এই দুইটার কাজ অবশ্য একই।এই দুইটা দিয়ে আপনি যে কোন rar ফরমেট এর ফাইল গুলোকে extract করতে পারবেন।
সফটওয়ার দুটো ডাউনলোড করতে
এখানে ক্লিক করুন
সফটওয়ার গুলো আমার ওয়াপ সাইটেই আপলোড করা ছিল তাই আর কোন হোস্টিং সাইটে আপলোড করতে হয় নাই।ভালো লাগলে মন্তব্যে জানাবেন।আপনাদের মন্তব্য আমাকে পরবর্তী টিউন করতে অনুপ্রাণিত করবে।সবাই ভালো থাকবেন।
আর আপনি ইচ্ছা করলে ফেইসবুকের এই গ্রুপে জয়েন করতে পারেন
information about mobile software :

বুধবার, ১০ অক্টোবর, ২০১২

SPECIAL TRICK!! জাভা মোবাইল থেকেই নিন স্ক্রিনশট!!

টিউনার পেইজের ফেইসবুক গ্রুপের কিছু ভাই এর অনুপ্রেরনায় এই টিউনটি করা।
আমরা অনেকেই কম মূল্যে পাওয়া যায় বলে জাভা সমর্থিত মোবাইল ব্যাবহার করে থাকি।আর সেই জাভা সমর্থিত সেটে আমরা যারা নেট ব্রাউজ করি তারা অপেরা মিনি ব্যাবহার করে থাকি।আজ আমি আপনাদেরকে দেখাব কিভাবে অপেরা মিনি দিয়ে স্ক্রিনশট নিতে হয়।
***এই স্ক্রিনশট নিতে আমাদেরকে অপেরা মিনি এর অন্য একটি ভার্সন যা 'অপেরা মোড' নামে পরিচিত সেটা ব্যাবহার করতে হবে।***
স্ক্রিনশট নেওয়ার জন্য নিচের তিনটি ধাপ অনুসরণ করুন।
১ম ধাপ:
প্রথমে আপনি অপেরা মোড ডাউনলোড করুন।আর অপেরা মোড ডাউনলোড করতে নিচের লিঙ্কে যান।
এখানে ক্লিক করুন
২য় ধাপ:
এবার এই সফটওয়ারটি ওপেন করুন।এখন MENU>TOOLS>SETTINGS>GENERAL এ যান।এখন Path for saving screenshot এ আপনি কোন ফোল্ডারে স্ক্রিনশট সেভ করতে চান তা সেভ করে নিন।
৩য় ধাপ:
এবার আপনি MENU>TOOLS>SETTINGS>navigations এ যান।এখান থেকে SHORTCUT MENU তে যান।৪৪ নম্বরে SCREENSHOT দেখতে পাবেন।এবার SHORTCUT KEY সিলেক্ট করে দিন।উদাহরনস্বরূপ * এবং 9 চাপলেই স্ক্রিনশট সেভ হবে।এবার সেভ করুন।
এখন শুরু করুন SCREENSHOT নেয়া যত পারেন।
আপনি যদি কোথাও না বুঝেন তাহলে স্ক্রিনশটগুলো দেখে নিন।
এখানে ক্লিক করুন স্ক্রিনশটের জন্য
মোবাইলের সফটওয়ার রিলেটেড যে কোন সমস্যার জন্য আপনি ফেইসবুকের এই গ্রুপে জয়েন করতে পারেন
information about mobile software
***টিউনটি কেউ তার ব্লগে দিতে চাইলে অবশ্যই এই টিউন এর লিঙ্কটা দিবেন।আর কেউ যদি তার ফেইসবুক পেইজে এটা দিতে চায় তাহলে অবশ্যই এই পেইজকে ট্যাগ করে দিবেন information about mobile software : ***
টিউনটি মোবাইল থেকে করতে আমার সময় লেগেছে ২.৩০ মিনিট।আর আপনার কমেন্ট করতে লাগবে ২ মিনিট।কমেন্ট করতে ভুলবেন না।সবাই ভালো থাকবেন।

শুক্রবার, ২৯ জুন, ২০১২

একটা ছোট টিপস যারা মোবাইলে EBUDDY ইউজ করেন তাদের কাজে লাগবে

আমরা যারা মোবাইল দিয়ে ফেসবুকে চ্যাট করে থাকি তারা প্রায় সবাই EBUDDY সফটওয়ারটার সাথে পরিচিত।EBUDDY এর প্রধান সুবিধা হচ্ছে এটা দিয়া একসাথে অনেকগুলা ফেসবুক,ইয়াহু,জিমেইল আইডিতে কানেক্টেড থেকে চ্যাট করা যায়।কিন্তু গতকাল রাতে আমার ফেসবুক পেজে একটা জরিপ পরিচালনা করেছিলাম এই বিষয়ে 'আপনি ফেসবুকে চ্যাট করার জন্য কোন সফটওয়ারটা ইউজ করেন?'অনেককেই দেখলাম ebuddy use না করার পেছনে একটা সমস্যার কথা জানালো।সমস্যাটি হচ্ছে 'বর্তমান সময়ে দেখা যায় EBUDDY দিয়ে চ্যাট করে অফলাইনে চলে আসার পর ও অনেক সময় দেখা যায় EBUDDY আপনাকে আপনার ফেসবুক বন্ধুদের সামনে অনলাইনে দেখায়।কিন্তু তখন প্রকৃতপক্ষে আপনি তো অফলাইনে।যা অত্যন্ত বিব্রতকর।'একটা ছোট টিপস দ্বারা এই বিব্রতকর অবস্থা থেকে মুক্তি পেতে পারেন।এই সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে আপনি এই লিঙ্কে ঢুকে http://m.facebook.com/settings/account/?password&refid=0 আপনার ফেসবুক পাসওয়ার্ড চেন্জ করে দিন।ব্যাস কাজ শেষ।এখন থেকে আর আপনাকে আপনার বন্ধুদের সামনে আপনি যখন অফলাইনে থাকবেন তখন আপনাকে আর অনলাইনে দেখাবে না।

শুক্রবার, ২২ জুন, ২০১২

এবার আপনিও ফেসবুকে আইফোন ৪ ও উইন্ডোজ ফোন থেকে স্ট্যাটাস দিন।

সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন।
আজ আপনাদের সাথে ছোট একটা টিপস শেয়ার করব।
আমরা যারা ফেসবুক ইউজ করি তারা অনেকেই হয়তো আমাদের বন্ধুদের স্ট্যাটাসের নিচে vai iphone 4 লেখাটা দেখে থাকতে পারি।কিন্তু অদৌ কি তারা আইফোন ব্যাবহার করে স্ট্যাটাস দিচ্ছে??হয়তো সত্যি সত্যি আইফোন থেকেই স্ট্যাটাস দিচ্ছে আবার হয়তো নয়।
কিন্তু আজ থেকে আপনি নরমাল মোবাইল অথবা কম্পিউটার থেকেও স্ট্যাটাস আপডেট করতে পারবেন যার নিচে লেখা থাকবে vai windows phone. ব্যাপারটা খুবই মজার তাই না?
নিচে কয়েকটা লিঙ্ক দিচ্ছি।ওই লিঙ্কে গিয়ে স্ট্যাটাস লিখে শেয়ার করলেই হবে।বেশি কঠিন কিছু নয়।

আইফোন ৪ থেকে স্ট্যাটাস দিতে চাইলে এখানে ক্লিক করুন
আইফোন ৫ থেকে স্ট্যাটাস দিতে চাইলে এখানে ক্লিক করুন
উইন্ডোজ ফোন থেকে স্ট্যাটাস দিতে চাইলে এখানে ক্লিক করুন
ক্যালকুলেটর থেকে স্ট্যাটাস দিতে চাইলে এখানে ক্লিক করুন
এন্ড্রয়েড থেকে স্ট্যাটাস দিতে এখানে ক্লিক করুন
ব্ল্যাকবেরি থেকে স্ট্যাটাস দিতে চাইলে এখানে ক্লিক করুন
স্যাটেলাইট ফোন থেকে স্ট্যাটাস দিতে চাইলে এখানে ক্লিক করুন

এই টিপসটি আমি ফেসবুকের TIPS about mobile software এই পেজ থেকে পেয়েছি।
ভাল লাগলে মন্তব্য করতে ভুলবেন না।

মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১২

মোবাইল থেকে শেয়ার করুন পেজের স্ট্যাটাস,ফটো।এবার একটু অন্যভাবে

undefined


বিসমিল্লাহির রাহমানির রাহীম।
এর আগে এই বিষয় নিয়া একটি টিউন করেছিলাম।কিন্তু বর্তমানে ফেসবুকের মোবাইল ব্যাবহারকারীদের জন্য শেয়ারিং সিস্টেমের আপগ্রেডের কারনে বর্তমানে পূর্বের উপায়ে মোবাইল শেয়ার লিংক তৈরি করা গেলেও মোবাইল থেকে তা শেয়ার করা যাচ্ছে না।
এই ব্যাপারটা নিয়া ফেসবুকে এত এত মেসেজ পাচ্ছিলাম যে টিউন করতে এক প্রকার বাধ্য হইলাম। :P
চলুন শুরু করা যাক।
১ম ধাপ: এই কাজ করতে আমরা UC BROWSER ব্যাবহার করবো।এখন uc browser এ সবসময় ফেসবুক মোবাইল ভিউতে ওপেন হয়।তাই আগে পিসি ভিউ অন করতে হবে।ধরুন আপনি আপনি আপনার পেজের অথবা আপনার ওয়ালের যে কোন একটি স্ট্যাটাস অথবা ফটোর মোবাইল শেয়ার লিংক দিতে চাচ্ছেন।তাহলে আপনাকে আগে UC BROWSER এ পিসি ভিউ অন করতে হবে।আর পিসি ভিউ অন করতে চাইলে নিচের এড্রেসে আপনার প্রোফাইল অথবা পেজের ইউজারনেম দিয়ে কানেক্টকরুন।
http://www.facebook.com/username?ref=tn_tnmn
উপরের লিংকে username এর জায়গায় আপনার প্রোফাইল অথবা পেজের নাম লিখুন।
EXAMPLE: http://www.facebook.com/softmela?ref=tn_tnmn
দেখুন পিসি ভিউ চলে এসেছে।এবার দেখুন প্রতিটি স্ট্যাটাস অথবা ফটোর LIKE,COMMENT,SHARE অপশনগুলোর নিচে কতক্ষন আগে স্ট্যাটাসটি দেয়া আছে তার সময় দেয়া আছে ।আপনি যে স্ট্যাটাস অথবা ফটো শেয়ার করতে চান সেটির সময়ের(3 hours ago) উপর ক্লিক করুন

undefined


২য় ধাপ: দেখবেন নতুন একটা পেজ ওপেন হয়েছে যেখানে শুধু আপনি যে স্ট্যাটাসটি শেয়ার করতে চান সেটি ওপেন হয়েছে।এবার সেই স্ট্যাটাসের নিচে SHARE বাটনে ক্লিক করুন

undefined


৩য় ধাপ: এবারে পেজের একেবারে নিচে যান।দেখবেন সেখানে একটি পপ আপ উইন্ডো চলে এসেছে।সেইখান থেকে SHARE STATUS এ ক্লিক করুন।

undefined


৪র্থ ধাপ: ব্যাস কাজ শেষ।

undefined

আপনারা যারা পেজের এডমিন তারা ১ম ধাপের পরের যে পেজটি আসবে সে পেজের লিংকটি কপি করে www.bitly.com থেকে শর্ট করে শেয়ার করতে পারেন।পেজের লিংকটি হবে এরকম https://www.facebook.com/softmela/posts/317927011583747
এই পদ্ধতিতে পূর্বের পদ্ধতি থেকে একটা অতিরিক্ত কাজ করতে হয়।ধন্যবাদ সবাইকে।ভাল লাগলে মন্তব্য করতে ভুলবেন না।

সোমবার, ১৬ জানুয়ারী, ২০১২

মোবাইল থেকেই ইন্টারনেটে কাজ করে আয় করুন।

আপনারা অনেকেই হয়তো মাইক্রো জব সাইট মাইক্রোওয়ার্কার্সের সাথে পরিচিত।আজকে আপনাদেরকে মাইক্রোওয়ার্কার্সের মতই আরেকটি বিশ্বস্ত সাইটের সাথে পরিচয় করিয় দেব।সেটি হচ্ছে মিনিটওয়ার্কার্স।এই সাইটটি ও মাইক্রোওয়ার্কার্সের মত।তবে এই সাইটের বিশেষ দুইটি সুবিধা হচ্ছে এই সাইটে রেফারেল সিস্টেম আছে এবং এই সাইটে ২ ডলার হলেই তা এলার্টপে অথবা পেপালে ট্রান্সফার করতে পারবেন।প্রথমে এই লিংকে গিয়ে সঠিক ইনফোরমেশন দিয়ে সাইন আপ করুন।এরপর যে ইমেইল দিয়ে সাইন আপ করছেন সেই ইমেইল আইডিতে লগ ইন করে মিনিটওয়ার্কার্স আইডি কনফার্ম করুন।ব্যাস সাইন আপ পর্ব শেষ।এবার লগ ইন করে AVAILABLE JOBS এ ক্লিক করে কাজ করা শুরু করে দিন।প্রতিটি কাজের শিরোনামের সাথে ঐ কাজের সব তথ্য দেয়া থাকবে।কোন একটি কাজের শিরোনামের উপর ক্লিক করে সেই কাজের বিস্তারিত তথ্য পাবেন।তথ্য বলতে ক্লায়েন্ট কি চাচ্ছে তা দেখে নিন। কাজটি করতে আপনার যেসব প্রমাণ প্রদান করতে হবে তা Required proof that task was finished অংশের মধ্যে দেয়া থাকবে। আপনি যদি মনে করেন কাজটি আপনি পারবেন তাহলে "I accept this job " লিংকে ক্লিক করুন।ক্লিক করার পর একটি টেক্সট বক্স আসবে।এই বক্সে আপনার কাজের প্রমাণগুলো দিতে হবে।
***সতর্কতা***
১.তাড়াতাড়ি আয় করার জন্য একই আইপি থেকে একাধিক আইডি খুলবেন না।সেক্ষেত্রে সব আইডি বন্ধ হয়ে যাবে।
২.সাইন আপ করার পর রেফারেল বোনাসের উপর নির্ভর না করে নিজে ও কাজ করুন।

রবিবার, ১৫ জানুয়ারী, ২০১২

ব্রাউজ করার সময় ডেডিকেটেড মিউজিক কি ছাড়াই OPERAMINI,UC ব্রাউজার মিনিমাইজ করে মিউজিক শুনুন

আমরা অনেকেই গান শুনতে শুনতে ব্রাউজ করে থাকি।কিন্তু যাদের ডেডিকেটেড মিউজিক কি(সাইডে যে বাটন থাকে ex:nokia 5130) নেই তারা ইচ্ছেমত গান চেন্জ করতে পারেন না।উদাহরন নকিয়া ২৭০০ ক্লাসিক।তাদের জন্য একটি ট্রিকস।প্রথমে www.youtube.com এ যেয়ে যে কোন ভিডিও সিলেক্ট করুন এবং প্লে করুন।অপেরা মিনি মিনিমাইজ হয়ে আপনাকে মিউজিক প্লেয়ারে নিয়ে যাবে।এবার ভিডিও লোডিং PAUSE করে MENU>GO TO MUSIC MENU>ALL TRACKS থেকে গান সিলেক্ট করে শুনতে পারবেন।চিন্তার কিছু নেই অপেরা মিনি তখনো মিনিমাইজ হয়ে থাকবে।আপনি যদি ভিডিও দেখতে চান তাহলে MENU>GO TO MUSIC MENU>VIDEO থেকে ভিডিও দেখতে পারবেন।
পরবর্তীতে যাতে আর ইউটিউবের ওয়েবসাইটে যেতে না হয় সেজন্য আপনি ওই ভিডিও পেজটিকে সেভ করে রাখুন অপেরা মিনি তে।
মন্তব্য করতে ভুলবেন না।

রবিবার, ১ জানুয়ারী, ২০১২

মোবাইলে FM রেকর্ডার নেই? এবার রেকর্ড করুন জাভা সফটওয়ার দিয়ে

বিসমিল্লাহির রাহমানির রাহিম।সবাই ইংরেজী নববর্ষের শুভেচ্ছা।এটাই আমার এ বছরের শেষ টিউন।
আজকে আপনাদেরকে দুটি সফটওয়ারের সাথে পরিচয় করিয়ে দিবো যেগুলোর সাহায্যে আপনি মোবাইলে এফএম রেকর্ড করার ব্যাবস্থা না থাকলে এফ রেকর্ড করতে পারবেন।
চলুন শুরু করা যাক।

XPLORE ME সফটওয়ার:

undefined

প্রথমে এই সফটওয়ারটি মোবাইলে ডাউনলোড করুন।এরপর সফ্টওয়ার ওপেন করে সেটিং থেকে ফোল্ডার নির্বাচন করে নিন যেখানে আপনি রেকর্ডেড ফাইল গুলো সেভ করতে চান।এবার আপনার এফএম রেডিও লাউডস্পিকারে ওপেন করুন।এরপর সফটওয়ারটি ওপেন করুন।এবার RECORD অপশনে ক্লিক করে রেকর্ডিং শুরু করে দিন।এছাড়াও সফটওয়ারটি নিচের কাজগুলো করতে পারে।
1. File Manager
2.Picture Viewer
3.Media Player
4.Text Reader
5.Audio Recorder
6.RSS Reader
7.Stopper
8.Virtual Dice
9. Score Table Manager
10.Alarm/Sleep Clock


সাউন্ড রেকর্ডার সফটওয়ার:

undefined


এটি খুবই ছোট সফটওয়ার।এর সাইজ মাত্র ১০ কিলোবাইট।তাতে কি?কথায় আছে না ছোট মরিচের আরো ঝাল বেশী।এই সফ্টওয়ার ও ঠিক তেমনি।এই সফটওয়ার দিয়েও রেকর্ড করতে প্রথমে এফ এম রেডিও লাউডস্পিকার ওপেন করুন।এরপর সফটওয়ার ওপেন করে RECORD বাটনে ক্লিক করে রেকর্ড শুরু করুন।এই সফটওয়ার দিয়ে রেকর্ড করা ফাইলগুলো সরাসরি মেমোরি কার্ডে সেভ হবে।
আর একটা কথা এই সফটওয়ারগুলো দিয়ে কিন্তু সব সেটে রেকর্ড করতে পারবেন না।কেননা সব সেটে একসাথে এফ এম রেডিও আর সফটওয়ার চালানো যায় না।
সফটওয়ারগুলো ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

আমি আমার নকিয়া ৫১৩০ দিয়ে উভয় সফটওয়ারের সাহায্যে রেকর্ড করতে সক্ষম হয়েছি।আপনি ও চেষ্টা করে দেখুন।
সবাই ভালো থাকবেন।আল্লাহ হাফেজ।

মোবাইল অথবা কম্পিউটার দিয়ে ইউটিউবের ওয়েবসাইট থেকেই ডাউনলোড করুন HD কোয়ালিটির video

undefined

বিসমিল্লাহির রাহমানির রাহীম।
মোবাইল ব্যাবহারকারীরা সাধারনত YOUTUBE থেকে ভিডিও ডাউনলোড করার জন্য বিভিন্ন ওয়েবসাইট ব্যাবহার করে থাকে।কিন্তু ওই সব ওয়েবসাইটের মধ্যে যে ভিডিও পাওয়া যায় তা অতটা ভালো কোয়ালিটির হয় না।
তাই আজকে আপনাদেরকে ইউটিউব থেকে হাই কোয়ালিটির ভিডিও ডাউনলোড করার দুইটি পদ্ধতি বলবো।
১ম পদ্ধতি:
এই পদ্ধতিতে সরাসরি ইউটিউবের ওয়েবসাইট থেকে সরাসরি ভিডিও ডাউনলোড করা যাবে।এর জন্য আপনাকে অপেরা মিনি ব্যাবহার করতে হবে।১মে অপেরা মিনি থেকে ইউটিউবের ওয়েবসাইট http://www.youtube.com এ যান।এবার যে ভিডিওটি ডাউনলোড করতে চান সেটি ইউটিউব থেকে খুজে বের করে ওপেন করুন।এবার পেজের একেবারে নিচের দিকে যান।ওই খান থেকে DESKTOP VIEW ওপেন করেন।

undefined

undefined


এবার নিচের জাভা স্ক্রিপ্ট কোডটি কপি করে input address এ দিয়ে কানেক্ট করুন।

javascript:d=document;s=d.createElement("script");s.src="http://mohdfauzi84.bplaced.net/get.js";d.body.appendChild(s);void(0);

এবার দেখুন LIKE এবং SHARE অপশনের পাশে DOWNLOAD নামে নতুন একটা অপশন যোগ হয়েছে।

undefined


এবার DOWNLOAD এ ক্লিক করে শুরু করে দিন ডাউনলোড।এই পদ্ধতিতে আপনি নিম্নোক্ত ফরমেটের ভিডিও ডাউনলোড করতে পারবেন।
FLV 240p
MP4 360p
FLV 360p
FLV 480p
WebM 360p
WebM 480p
২য় পদ্ধতি:
এই পদ্ধতিতে ভিডিও ডাউনলোড করতে আগে যে ভিডিওটি ডাউনলোড করতে চান তার এড্রেসটি কপি করুন।
আমি একটা ভিডিও নিলাম।ভিডিওটার লিংক http://youtube.com/watch?gl=US&hl=en&client=mv-google&v=dtt5x546YGk
এবার ভিডিওটি ডাউনলোড করতে http:// এর পর ss যোগ করুন।
http://ssyoutube.com/watch?gl=US&hl=en&client=mv-google&v=dtt5x546YGk
এরপর যে পেজ আসবে সেখানে আবারো ভিডিওটির মেইন লিংক http://youtube.com/watch?gl=US&hl=en&client=mv-google&v=dtt5x546YGk দিন।

undefined


ব্যাস কাজ শেষ।এবারে নিচের ফরমেটে আপনি যে কোন ভিডিও ডাউনলোড করতে পারবেন।
FLV 240p
FLV 360p
FLV 480p
MP4 360p
WebM 360p
WebM 480p
3GP 240p
ধন্যবাদ সবাইকে।ভাল থাকবেন।

শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১১

Process to see bangla fonts in mobile using opera mini

How to see bangla fonts in mobile using opera mini?
Solution: 1st download any opera mini version for ur mobile from http://m.opera.com if u have already downloaded opera mini then no need to re download it.now open opera mini and in the address bar write opera:config without www. A page will appear.then,scroll down.in the last line of this page u will see a option 'use bitemap fonts for complex scripts'. U have to 'on' this option.then click save and from now u are able to see bangla in ur mobile.thank u

বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১১

ফেসবুক টিপস পর্ব(২)।মোবাইল থেকেই তৈরি করুন মোবাইল শেয়ার লিংক

undefined

বিসমিল্লাহির রাহমানির রাহীম।সবাই কেমন আছেন?
এটি মোবাইল থেকে ফেসবুক ব্যাবহারকারীদের জন্য করা ২য় পর্ব।
যারা ১ম পর্ব পড়েন নাই তারা আগে ১ম পর্ব পড়ে আসুন।১ম পর্ব দেখতে এখানে ক্লিক করুন
এবার দেখে নেই এই পর্বে আমরা কি কি শিখবো।
১)মোবাইল থেকেই ফেসবুকের ফটো,লিংক,স্ট্যাটাস,পেজ শেয়ারের মোবাইল শেয়ার লিংক তৈরি।
২)মোবাইল থেকে কমেন্টসহ যে কোন ওয়েবসাইট,ফেসবুক পেজ,ফেসবুক গ্রুপ শেয়ারের পদ্ধতি।
চলুন শুরু করা যাক।
প্রথম পদ্ধতি:
আপনারা যারা ফেসবুক ব্যাবহার করে থাকেন তারা হয়তো খেয়াল করে থাকবেন যে বর্তমান সময়ে অনেক ফেসবুক পেজের এডমিনই তাদের করা স্ট্যাটাস,ফটো,ওয়েব লিংক মোবাইল ব্যাবহারকারীদের জন্য তাদের নিজ নিজ ওয়ালে তাদের স্ট্যাটাস,ফটো অথবা ওয়েবলিংক শেয়ার করার জন্য একটি লিংক দিয়ে থাকে।লিংকটি দেখতে এরকম হয় http://on.fb.me/abcd
ফেসবুকে আমারো ছোটখাটো কিছু পেজ থাকায় ব্যাপারটি আমারো দৃষ্টি কারে যে কিভাবে এই লিংক তৈরি করে।পরে আমার আরেক বড় ভাই থেকে ব্যাপারটি জেনেছিলাম যে কিভাবে তৈরি করে এই লিংক।কিন্তু তিনি আমাকে বলেছিলেন কম্পিউটার থেকে মোবাইল শেয়ার লিংক তৈরির পদ্ধতি।পরে আমি ও ঘাটাঘাটি করে বের করে ফেললাম মোবাইল থেকেই মোবাইল শেয়ার লিংক তৈরির পদ্ধতি।
এই কাজ করতে আমরা UC BROWSER ব্যাবহার করবো।এখন uc browser এ সবসময় ফেসবুক মোবাইল ভিউতে ওপেন হয়।তাই আগে পিসি ভিউ অন করতে হবে।ধরুন আপনি আপনি আপনার পেজের অথবা আপনার ওয়ালের যে কোন একটি ফটোর মোবাইল শেয়ার লিংক দিতে চাচ্ছেন।তাহলে আপনাকে আগে UC BROWSER এ পিসি ভিউ অন করতে হবে।আর পিসি ভিউ অন করতে চাইলে নিচের এড্রেসে আপনার প্রোফাইল অথবা পেজের ইউজারনেম দিয়ে কানেক্ট করুন।
http://www.facebook.com/username?ref=tn_tnmn
উপরের লিংকে username এর জায়গায় আপনার প্রফাইল অথবা পেজের নাম লিখুন।
EXAMPLE:
http://www.facebook.com/sazzad1026?ref=tn_tnmn
দেখুন পিসি ভিউ চলে এসেছে।এবার দেখুন প্রতিটি স্ট্যাটাস,ফটো আর লিংকের নিচে share নামে ও একটা অপশন আছে।

undefined


এবার মাউসটিকে SHARE এর উপর রেখে ১ চাপুন।এরপর ওইখান থেকে page info সিলেক্ট করুন।

undefined

এবার একটা ছোট ব্ক্স আসবে।এবার দেখুন ওই বক্সে দুইটা লিংক দেয়া আছে।একটি হল PAGE ADDRESS এবং আরেকটি হল link address.আপনি LINK ADDRESS টি ক্লিপবোর্ডে কপি করে রাখুন।

undefined


কাজ শেষ।উদাহরনস্বরূপ এবার নিচের এড্রেসটি লক্ষ্য করুন।
http://www.facebook.com/ajax/sharer/?s=22&appid=25554907596&p%5B0%5D=200663426643440&p%5B1%5D=296637610379354
এই লিংকটি হচ্ছে সেই লিংক এড্রেস যেটা আমরা page info থেকে কপি করে ক্লিপবোর্ডে রেখেছিলাম।এবার উপরের লিংকের
http://www.facebook.com/ajax/sharer/?
এই অংশটি মুছে দিন।তারপর ঐ বাদ বাকি সব লিখা কপি করে নিন।তার মানে উপরের লিংকের এই
http://www.facebook.com/ajax/sharer/? অংশ বাদ দিলে থাকে কেবল এই s=22&appid=25554907596&p%5B0%5D=200663426643440&p%5B1%5D=296637610379354 অংশ।এই অংশটি ক্লিপবোর্ড কপি করে রাখুন।এবার এই অংশটিকে এই লিংকের
http://www.facebook.com/sharer/sharer.php?
বসিয়ে দিলেই তৈরি হয়ে যাবে মোবাইল শেয়ার লিংক।
উদাহরন
http://www.facebook.com/sharer/sharer.php?s=22&appid=25554907596&p%5B0%5D=200663426643440&p%5B1%5D=296637610379354
তৈরি হয়ে গেল মোবাইল শেয়ার লিংক।এবার এত বড় লিংক শেয়ার করতে বেমানান লাগে তাই এই লিংকটি এই এড্রেস www.bitly.com থেকে শর্ট করে নিন।আমি ও উপরের শেয়ার লিংকটিকে ছোট করে নিয়েছে।ইচ্ছা করলে আপনি ও শেয়ার দিতে পারেন।
শর্ট লিংকটি হচ্ছে http://on.fb.me/sO4LO7
২য় পদ্ধতি:
এই পদ্ধতিতে আপনি মোবাইল থেকে কমেন্টসহ লিংক শেয়ার করতে পারবেন আপনার প্রফাইলে।এটি করতে প্রথমে এই লিংকে যাবেন
http://m.facebook.com/sharer.php
এবার একটা URL বক্স দেখতে পাবেন।

undefined


এখানে আপনি ফেসবুক পেজ.গ্রুপ সহ যে কোন ওয়েবসাইটের লিংক লিখে ওকে দিন।পরের পেজে একটা কমেন্ট বক্স পাবেন।ওইখানে আপনার কমেন্ট লিখুন এবং আপনার প্রোফাইলে শেয়ার করুন।পরীক্ষামূলকভাবে এই টিউনটি ও শেয়ার করতে পারেন।সবাইকে ধন্যবাদ।ভালো থাকবেন সবাই।কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ।
টিউনটি এর আগে টিউনারপেজে প্রকাশ করেছিলাম।

মোট পৃষ্ঠাদর্শন

Powered By Blogger

জনপ্রিয় পোস্টসমূহ

ব্লগ পরিসংখ্যান

Page

Blogroll
Avalio.org