শুক্রবার, ২৯ জুন, ২০১২

একটা ছোট টিপস যারা মোবাইলে EBUDDY ইউজ করেন তাদের কাজে লাগবে

আমরা যারা মোবাইল দিয়ে ফেসবুকে চ্যাট করে থাকি তারা প্রায় সবাই EBUDDY সফটওয়ারটার সাথে পরিচিত।EBUDDY এর প্রধান সুবিধা হচ্ছে এটা দিয়া একসাথে অনেকগুলা ফেসবুক,ইয়াহু,জিমেইল আইডিতে কানেক্টেড থেকে চ্যাট করা যায়।কিন্তু গতকাল রাতে আমার ফেসবুক পেজে একটা জরিপ পরিচালনা করেছিলাম এই বিষয়ে 'আপনি ফেসবুকে চ্যাট করার জন্য কোন সফটওয়ারটা ইউজ করেন?'অনেককেই দেখলাম ebuddy use না করার পেছনে একটা সমস্যার কথা জানালো।সমস্যাটি হচ্ছে 'বর্তমান সময়ে দেখা যায় EBUDDY দিয়ে চ্যাট করে অফলাইনে চলে আসার পর ও অনেক সময় দেখা যায় EBUDDY আপনাকে আপনার ফেসবুক বন্ধুদের সামনে অনলাইনে দেখায়।কিন্তু তখন প্রকৃতপক্ষে আপনি তো অফলাইনে।যা অত্যন্ত বিব্রতকর।'একটা ছোট টিপস দ্বারা এই বিব্রতকর অবস্থা থেকে মুক্তি পেতে পারেন।এই সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে আপনি এই লিঙ্কে ঢুকে http://m.facebook.com/settings/account/?password&refid=0 আপনার ফেসবুক পাসওয়ার্ড চেন্জ করে দিন।ব্যাস কাজ শেষ।এখন থেকে আর আপনাকে আপনার বন্ধুদের সামনে আপনি যখন অফলাইনে থাকবেন তখন আপনাকে আর অনলাইনে দেখাবে না।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

মোট পৃষ্ঠাদর্শন

Powered By Blogger

জনপ্রিয় পোস্টসমূহ

ব্লগ পরিসংখ্যান

Page

Blogroll
Avalio.org