মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১২

মোবাইল থেকে শেয়ার করুন পেজের স্ট্যাটাস,ফটো।এবার একটু অন্যভাবে

undefined


বিসমিল্লাহির রাহমানির রাহীম।
এর আগে এই বিষয় নিয়া একটি টিউন করেছিলাম।কিন্তু বর্তমানে ফেসবুকের মোবাইল ব্যাবহারকারীদের জন্য শেয়ারিং সিস্টেমের আপগ্রেডের কারনে বর্তমানে পূর্বের উপায়ে মোবাইল শেয়ার লিংক তৈরি করা গেলেও মোবাইল থেকে তা শেয়ার করা যাচ্ছে না।
এই ব্যাপারটা নিয়া ফেসবুকে এত এত মেসেজ পাচ্ছিলাম যে টিউন করতে এক প্রকার বাধ্য হইলাম। :P
চলুন শুরু করা যাক।
১ম ধাপ: এই কাজ করতে আমরা UC BROWSER ব্যাবহার করবো।এখন uc browser এ সবসময় ফেসবুক মোবাইল ভিউতে ওপেন হয়।তাই আগে পিসি ভিউ অন করতে হবে।ধরুন আপনি আপনি আপনার পেজের অথবা আপনার ওয়ালের যে কোন একটি স্ট্যাটাস অথবা ফটোর মোবাইল শেয়ার লিংক দিতে চাচ্ছেন।তাহলে আপনাকে আগে UC BROWSER এ পিসি ভিউ অন করতে হবে।আর পিসি ভিউ অন করতে চাইলে নিচের এড্রেসে আপনার প্রোফাইল অথবা পেজের ইউজারনেম দিয়ে কানেক্টকরুন।
http://www.facebook.com/username?ref=tn_tnmn
উপরের লিংকে username এর জায়গায় আপনার প্রোফাইল অথবা পেজের নাম লিখুন।
EXAMPLE: http://www.facebook.com/softmela?ref=tn_tnmn
দেখুন পিসি ভিউ চলে এসেছে।এবার দেখুন প্রতিটি স্ট্যাটাস অথবা ফটোর LIKE,COMMENT,SHARE অপশনগুলোর নিচে কতক্ষন আগে স্ট্যাটাসটি দেয়া আছে তার সময় দেয়া আছে ।আপনি যে স্ট্যাটাস অথবা ফটো শেয়ার করতে চান সেটির সময়ের(3 hours ago) উপর ক্লিক করুন

undefined


২য় ধাপ: দেখবেন নতুন একটা পেজ ওপেন হয়েছে যেখানে শুধু আপনি যে স্ট্যাটাসটি শেয়ার করতে চান সেটি ওপেন হয়েছে।এবার সেই স্ট্যাটাসের নিচে SHARE বাটনে ক্লিক করুন

undefined


৩য় ধাপ: এবারে পেজের একেবারে নিচে যান।দেখবেন সেখানে একটি পপ আপ উইন্ডো চলে এসেছে।সেইখান থেকে SHARE STATUS এ ক্লিক করুন।

undefined


৪র্থ ধাপ: ব্যাস কাজ শেষ।

undefined

আপনারা যারা পেজের এডমিন তারা ১ম ধাপের পরের যে পেজটি আসবে সে পেজের লিংকটি কপি করে www.bitly.com থেকে শর্ট করে শেয়ার করতে পারেন।পেজের লিংকটি হবে এরকম https://www.facebook.com/softmela/posts/317927011583747
এই পদ্ধতিতে পূর্বের পদ্ধতি থেকে একটা অতিরিক্ত কাজ করতে হয়।ধন্যবাদ সবাইকে।ভাল লাগলে মন্তব্য করতে ভুলবেন না।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

মোট পৃষ্ঠাদর্শন

Powered By Blogger

জনপ্রিয় পোস্টসমূহ

ব্লগ পরিসংখ্যান

Page

Blogroll
Avalio.org