শুক্রবার, ২৯ জুন, ২০১২

একটা ছোট টিপস যারা মোবাইলে EBUDDY ইউজ করেন তাদের কাজে লাগবে

আমরা যারা মোবাইল দিয়ে ফেসবুকে চ্যাট করে থাকি তারা প্রায় সবাই EBUDDY সফটওয়ারটার সাথে পরিচিত।EBUDDY এর প্রধান সুবিধা হচ্ছে এটা দিয়া একসাথে অনেকগুলা ফেসবুক,ইয়াহু,জিমেইল আইডিতে কানেক্টেড থেকে চ্যাট করা যায়।কিন্তু গতকাল রাতে আমার ফেসবুক পেজে একটা জরিপ পরিচালনা করেছিলাম এই বিষয়ে 'আপনি ফেসবুকে চ্যাট করার জন্য কোন সফটওয়ারটা ইউজ করেন?'অনেককেই দেখলাম ebuddy use না করার পেছনে একটা সমস্যার কথা জানালো।সমস্যাটি হচ্ছে 'বর্তমান সময়ে দেখা যায় EBUDDY দিয়ে চ্যাট করে অফলাইনে চলে আসার পর ও অনেক সময় দেখা যায় EBUDDY আপনাকে আপনার ফেসবুক বন্ধুদের সামনে অনলাইনে দেখায়।কিন্তু তখন প্রকৃতপক্ষে আপনি তো অফলাইনে।যা অত্যন্ত বিব্রতকর।'একটা ছোট টিপস দ্বারা এই বিব্রতকর অবস্থা থেকে মুক্তি পেতে পারেন।এই সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে আপনি এই লিঙ্কে ঢুকে http://m.facebook.com/settings/account/?password&refid=0 আপনার ফেসবুক পাসওয়ার্ড চেন্জ করে দিন।ব্যাস কাজ শেষ।এখন থেকে আর আপনাকে আপনার বন্ধুদের সামনে আপনি যখন অফলাইনে থাকবেন তখন আপনাকে আর অনলাইনে দেখাবে না।

শুক্রবার, ২২ জুন, ২০১২

এবার আপনিও ফেসবুকে আইফোন ৪ ও উইন্ডোজ ফোন থেকে স্ট্যাটাস দিন।

সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন।
আজ আপনাদের সাথে ছোট একটা টিপস শেয়ার করব।
আমরা যারা ফেসবুক ইউজ করি তারা অনেকেই হয়তো আমাদের বন্ধুদের স্ট্যাটাসের নিচে vai iphone 4 লেখাটা দেখে থাকতে পারি।কিন্তু অদৌ কি তারা আইফোন ব্যাবহার করে স্ট্যাটাস দিচ্ছে??হয়তো সত্যি সত্যি আইফোন থেকেই স্ট্যাটাস দিচ্ছে আবার হয়তো নয়।
কিন্তু আজ থেকে আপনি নরমাল মোবাইল অথবা কম্পিউটার থেকেও স্ট্যাটাস আপডেট করতে পারবেন যার নিচে লেখা থাকবে vai windows phone. ব্যাপারটা খুবই মজার তাই না?
নিচে কয়েকটা লিঙ্ক দিচ্ছি।ওই লিঙ্কে গিয়ে স্ট্যাটাস লিখে শেয়ার করলেই হবে।বেশি কঠিন কিছু নয়।

আইফোন ৪ থেকে স্ট্যাটাস দিতে চাইলে এখানে ক্লিক করুন
আইফোন ৫ থেকে স্ট্যাটাস দিতে চাইলে এখানে ক্লিক করুন
উইন্ডোজ ফোন থেকে স্ট্যাটাস দিতে চাইলে এখানে ক্লিক করুন
ক্যালকুলেটর থেকে স্ট্যাটাস দিতে চাইলে এখানে ক্লিক করুন
এন্ড্রয়েড থেকে স্ট্যাটাস দিতে এখানে ক্লিক করুন
ব্ল্যাকবেরি থেকে স্ট্যাটাস দিতে চাইলে এখানে ক্লিক করুন
স্যাটেলাইট ফোন থেকে স্ট্যাটাস দিতে চাইলে এখানে ক্লিক করুন

এই টিপসটি আমি ফেসবুকের TIPS about mobile software এই পেজ থেকে পেয়েছি।
ভাল লাগলে মন্তব্য করতে ভুলবেন না।

মোট পৃষ্ঠাদর্শন

Powered By Blogger

জনপ্রিয় পোস্টসমূহ

ব্লগ পরিসংখ্যান

Page

Blogroll
Avalio.org