মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১২

মোবাইল থেকে শেয়ার করুন পেজের স্ট্যাটাস,ফটো।এবার একটু অন্যভাবে

undefined


বিসমিল্লাহির রাহমানির রাহীম।
এর আগে এই বিষয় নিয়া একটি টিউন করেছিলাম।কিন্তু বর্তমানে ফেসবুকের মোবাইল ব্যাবহারকারীদের জন্য শেয়ারিং সিস্টেমের আপগ্রেডের কারনে বর্তমানে পূর্বের উপায়ে মোবাইল শেয়ার লিংক তৈরি করা গেলেও মোবাইল থেকে তা শেয়ার করা যাচ্ছে না।
এই ব্যাপারটা নিয়া ফেসবুকে এত এত মেসেজ পাচ্ছিলাম যে টিউন করতে এক প্রকার বাধ্য হইলাম। :P
চলুন শুরু করা যাক।
১ম ধাপ: এই কাজ করতে আমরা UC BROWSER ব্যাবহার করবো।এখন uc browser এ সবসময় ফেসবুক মোবাইল ভিউতে ওপেন হয়।তাই আগে পিসি ভিউ অন করতে হবে।ধরুন আপনি আপনি আপনার পেজের অথবা আপনার ওয়ালের যে কোন একটি স্ট্যাটাস অথবা ফটোর মোবাইল শেয়ার লিংক দিতে চাচ্ছেন।তাহলে আপনাকে আগে UC BROWSER এ পিসি ভিউ অন করতে হবে।আর পিসি ভিউ অন করতে চাইলে নিচের এড্রেসে আপনার প্রোফাইল অথবা পেজের ইউজারনেম দিয়ে কানেক্টকরুন।
http://www.facebook.com/username?ref=tn_tnmn
উপরের লিংকে username এর জায়গায় আপনার প্রোফাইল অথবা পেজের নাম লিখুন।
EXAMPLE: http://www.facebook.com/softmela?ref=tn_tnmn
দেখুন পিসি ভিউ চলে এসেছে।এবার দেখুন প্রতিটি স্ট্যাটাস অথবা ফটোর LIKE,COMMENT,SHARE অপশনগুলোর নিচে কতক্ষন আগে স্ট্যাটাসটি দেয়া আছে তার সময় দেয়া আছে ।আপনি যে স্ট্যাটাস অথবা ফটো শেয়ার করতে চান সেটির সময়ের(3 hours ago) উপর ক্লিক করুন

undefined


২য় ধাপ: দেখবেন নতুন একটা পেজ ওপেন হয়েছে যেখানে শুধু আপনি যে স্ট্যাটাসটি শেয়ার করতে চান সেটি ওপেন হয়েছে।এবার সেই স্ট্যাটাসের নিচে SHARE বাটনে ক্লিক করুন

undefined


৩য় ধাপ: এবারে পেজের একেবারে নিচে যান।দেখবেন সেখানে একটি পপ আপ উইন্ডো চলে এসেছে।সেইখান থেকে SHARE STATUS এ ক্লিক করুন।

undefined


৪র্থ ধাপ: ব্যাস কাজ শেষ।

undefined

আপনারা যারা পেজের এডমিন তারা ১ম ধাপের পরের যে পেজটি আসবে সে পেজের লিংকটি কপি করে www.bitly.com থেকে শর্ট করে শেয়ার করতে পারেন।পেজের লিংকটি হবে এরকম https://www.facebook.com/softmela/posts/317927011583747
এই পদ্ধতিতে পূর্বের পদ্ধতি থেকে একটা অতিরিক্ত কাজ করতে হয়।ধন্যবাদ সবাইকে।ভাল লাগলে মন্তব্য করতে ভুলবেন না।

সোমবার, ১৬ জানুয়ারী, ২০১২

মোবাইল থেকেই ইন্টারনেটে কাজ করে আয় করুন।

আপনারা অনেকেই হয়তো মাইক্রো জব সাইট মাইক্রোওয়ার্কার্সের সাথে পরিচিত।আজকে আপনাদেরকে মাইক্রোওয়ার্কার্সের মতই আরেকটি বিশ্বস্ত সাইটের সাথে পরিচয় করিয় দেব।সেটি হচ্ছে মিনিটওয়ার্কার্স।এই সাইটটি ও মাইক্রোওয়ার্কার্সের মত।তবে এই সাইটের বিশেষ দুইটি সুবিধা হচ্ছে এই সাইটে রেফারেল সিস্টেম আছে এবং এই সাইটে ২ ডলার হলেই তা এলার্টপে অথবা পেপালে ট্রান্সফার করতে পারবেন।প্রথমে এই লিংকে গিয়ে সঠিক ইনফোরমেশন দিয়ে সাইন আপ করুন।এরপর যে ইমেইল দিয়ে সাইন আপ করছেন সেই ইমেইল আইডিতে লগ ইন করে মিনিটওয়ার্কার্স আইডি কনফার্ম করুন।ব্যাস সাইন আপ পর্ব শেষ।এবার লগ ইন করে AVAILABLE JOBS এ ক্লিক করে কাজ করা শুরু করে দিন।প্রতিটি কাজের শিরোনামের সাথে ঐ কাজের সব তথ্য দেয়া থাকবে।কোন একটি কাজের শিরোনামের উপর ক্লিক করে সেই কাজের বিস্তারিত তথ্য পাবেন।তথ্য বলতে ক্লায়েন্ট কি চাচ্ছে তা দেখে নিন। কাজটি করতে আপনার যেসব প্রমাণ প্রদান করতে হবে তা Required proof that task was finished অংশের মধ্যে দেয়া থাকবে। আপনি যদি মনে করেন কাজটি আপনি পারবেন তাহলে "I accept this job " লিংকে ক্লিক করুন।ক্লিক করার পর একটি টেক্সট বক্স আসবে।এই বক্সে আপনার কাজের প্রমাণগুলো দিতে হবে।
***সতর্কতা***
১.তাড়াতাড়ি আয় করার জন্য একই আইপি থেকে একাধিক আইডি খুলবেন না।সেক্ষেত্রে সব আইডি বন্ধ হয়ে যাবে।
২.সাইন আপ করার পর রেফারেল বোনাসের উপর নির্ভর না করে নিজে ও কাজ করুন।

রবিবার, ১৫ জানুয়ারী, ২০১২

ব্রাউজ করার সময় ডেডিকেটেড মিউজিক কি ছাড়াই OPERAMINI,UC ব্রাউজার মিনিমাইজ করে মিউজিক শুনুন

আমরা অনেকেই গান শুনতে শুনতে ব্রাউজ করে থাকি।কিন্তু যাদের ডেডিকেটেড মিউজিক কি(সাইডে যে বাটন থাকে ex:nokia 5130) নেই তারা ইচ্ছেমত গান চেন্জ করতে পারেন না।উদাহরন নকিয়া ২৭০০ ক্লাসিক।তাদের জন্য একটি ট্রিকস।প্রথমে www.youtube.com এ যেয়ে যে কোন ভিডিও সিলেক্ট করুন এবং প্লে করুন।অপেরা মিনি মিনিমাইজ হয়ে আপনাকে মিউজিক প্লেয়ারে নিয়ে যাবে।এবার ভিডিও লোডিং PAUSE করে MENU>GO TO MUSIC MENU>ALL TRACKS থেকে গান সিলেক্ট করে শুনতে পারবেন।চিন্তার কিছু নেই অপেরা মিনি তখনো মিনিমাইজ হয়ে থাকবে।আপনি যদি ভিডিও দেখতে চান তাহলে MENU>GO TO MUSIC MENU>VIDEO থেকে ভিডিও দেখতে পারবেন।
পরবর্তীতে যাতে আর ইউটিউবের ওয়েবসাইটে যেতে না হয় সেজন্য আপনি ওই ভিডিও পেজটিকে সেভ করে রাখুন অপেরা মিনি তে।
মন্তব্য করতে ভুলবেন না।

রবিবার, ১ জানুয়ারী, ২০১২

মোবাইলে FM রেকর্ডার নেই? এবার রেকর্ড করুন জাভা সফটওয়ার দিয়ে

বিসমিল্লাহির রাহমানির রাহিম।সবাই ইংরেজী নববর্ষের শুভেচ্ছা।এটাই আমার এ বছরের শেষ টিউন।
আজকে আপনাদেরকে দুটি সফটওয়ারের সাথে পরিচয় করিয়ে দিবো যেগুলোর সাহায্যে আপনি মোবাইলে এফএম রেকর্ড করার ব্যাবস্থা না থাকলে এফ রেকর্ড করতে পারবেন।
চলুন শুরু করা যাক।

XPLORE ME সফটওয়ার:

undefined

প্রথমে এই সফটওয়ারটি মোবাইলে ডাউনলোড করুন।এরপর সফ্টওয়ার ওপেন করে সেটিং থেকে ফোল্ডার নির্বাচন করে নিন যেখানে আপনি রেকর্ডেড ফাইল গুলো সেভ করতে চান।এবার আপনার এফএম রেডিও লাউডস্পিকারে ওপেন করুন।এরপর সফটওয়ারটি ওপেন করুন।এবার RECORD অপশনে ক্লিক করে রেকর্ডিং শুরু করে দিন।এছাড়াও সফটওয়ারটি নিচের কাজগুলো করতে পারে।
1. File Manager
2.Picture Viewer
3.Media Player
4.Text Reader
5.Audio Recorder
6.RSS Reader
7.Stopper
8.Virtual Dice
9. Score Table Manager
10.Alarm/Sleep Clock


সাউন্ড রেকর্ডার সফটওয়ার:

undefined


এটি খুবই ছোট সফটওয়ার।এর সাইজ মাত্র ১০ কিলোবাইট।তাতে কি?কথায় আছে না ছোট মরিচের আরো ঝাল বেশী।এই সফ্টওয়ার ও ঠিক তেমনি।এই সফটওয়ার দিয়েও রেকর্ড করতে প্রথমে এফ এম রেডিও লাউডস্পিকার ওপেন করুন।এরপর সফটওয়ার ওপেন করে RECORD বাটনে ক্লিক করে রেকর্ড শুরু করুন।এই সফটওয়ার দিয়ে রেকর্ড করা ফাইলগুলো সরাসরি মেমোরি কার্ডে সেভ হবে।
আর একটা কথা এই সফটওয়ারগুলো দিয়ে কিন্তু সব সেটে রেকর্ড করতে পারবেন না।কেননা সব সেটে একসাথে এফ এম রেডিও আর সফটওয়ার চালানো যায় না।
সফটওয়ারগুলো ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

আমি আমার নকিয়া ৫১৩০ দিয়ে উভয় সফটওয়ারের সাহায্যে রেকর্ড করতে সক্ষম হয়েছি।আপনি ও চেষ্টা করে দেখুন।
সবাই ভালো থাকবেন।আল্লাহ হাফেজ।

মোবাইল অথবা কম্পিউটার দিয়ে ইউটিউবের ওয়েবসাইট থেকেই ডাউনলোড করুন HD কোয়ালিটির video

undefined

বিসমিল্লাহির রাহমানির রাহীম।
মোবাইল ব্যাবহারকারীরা সাধারনত YOUTUBE থেকে ভিডিও ডাউনলোড করার জন্য বিভিন্ন ওয়েবসাইট ব্যাবহার করে থাকে।কিন্তু ওই সব ওয়েবসাইটের মধ্যে যে ভিডিও পাওয়া যায় তা অতটা ভালো কোয়ালিটির হয় না।
তাই আজকে আপনাদেরকে ইউটিউব থেকে হাই কোয়ালিটির ভিডিও ডাউনলোড করার দুইটি পদ্ধতি বলবো।
১ম পদ্ধতি:
এই পদ্ধতিতে সরাসরি ইউটিউবের ওয়েবসাইট থেকে সরাসরি ভিডিও ডাউনলোড করা যাবে।এর জন্য আপনাকে অপেরা মিনি ব্যাবহার করতে হবে।১মে অপেরা মিনি থেকে ইউটিউবের ওয়েবসাইট http://www.youtube.com এ যান।এবার যে ভিডিওটি ডাউনলোড করতে চান সেটি ইউটিউব থেকে খুজে বের করে ওপেন করুন।এবার পেজের একেবারে নিচের দিকে যান।ওই খান থেকে DESKTOP VIEW ওপেন করেন।

undefined

undefined


এবার নিচের জাভা স্ক্রিপ্ট কোডটি কপি করে input address এ দিয়ে কানেক্ট করুন।

javascript:d=document;s=d.createElement("script");s.src="http://mohdfauzi84.bplaced.net/get.js";d.body.appendChild(s);void(0);

এবার দেখুন LIKE এবং SHARE অপশনের পাশে DOWNLOAD নামে নতুন একটা অপশন যোগ হয়েছে।

undefined


এবার DOWNLOAD এ ক্লিক করে শুরু করে দিন ডাউনলোড।এই পদ্ধতিতে আপনি নিম্নোক্ত ফরমেটের ভিডিও ডাউনলোড করতে পারবেন।
FLV 240p
MP4 360p
FLV 360p
FLV 480p
WebM 360p
WebM 480p
২য় পদ্ধতি:
এই পদ্ধতিতে ভিডিও ডাউনলোড করতে আগে যে ভিডিওটি ডাউনলোড করতে চান তার এড্রেসটি কপি করুন।
আমি একটা ভিডিও নিলাম।ভিডিওটার লিংক http://youtube.com/watch?gl=US&hl=en&client=mv-google&v=dtt5x546YGk
এবার ভিডিওটি ডাউনলোড করতে http:// এর পর ss যোগ করুন।
http://ssyoutube.com/watch?gl=US&hl=en&client=mv-google&v=dtt5x546YGk
এরপর যে পেজ আসবে সেখানে আবারো ভিডিওটির মেইন লিংক http://youtube.com/watch?gl=US&hl=en&client=mv-google&v=dtt5x546YGk দিন।

undefined


ব্যাস কাজ শেষ।এবারে নিচের ফরমেটে আপনি যে কোন ভিডিও ডাউনলোড করতে পারবেন।
FLV 240p
FLV 360p
FLV 480p
MP4 360p
WebM 360p
WebM 480p
3GP 240p
ধন্যবাদ সবাইকে।ভাল থাকবেন।

মোট পৃষ্ঠাদর্শন

Powered By Blogger

জনপ্রিয় পোস্টসমূহ

ব্লগ পরিসংখ্যান

Page

Blogroll
Avalio.org