শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১১

Process to see bangla fonts in mobile using opera mini

How to see bangla fonts in mobile using opera mini?
Solution: 1st download any opera mini version for ur mobile from http://m.opera.com if u have already downloaded opera mini then no need to re download it.now open opera mini and in the address bar write opera:config without www. A page will appear.then,scroll down.in the last line of this page u will see a option 'use bitemap fonts for complex scripts'. U have to 'on' this option.then click save and from now u are able to see bangla in ur mobile.thank u

বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১১

ফেসবুক টিপস পর্ব(২)।মোবাইল থেকেই তৈরি করুন মোবাইল শেয়ার লিংক

undefined

বিসমিল্লাহির রাহমানির রাহীম।সবাই কেমন আছেন?
এটি মোবাইল থেকে ফেসবুক ব্যাবহারকারীদের জন্য করা ২য় পর্ব।
যারা ১ম পর্ব পড়েন নাই তারা আগে ১ম পর্ব পড়ে আসুন।১ম পর্ব দেখতে এখানে ক্লিক করুন
এবার দেখে নেই এই পর্বে আমরা কি কি শিখবো।
১)মোবাইল থেকেই ফেসবুকের ফটো,লিংক,স্ট্যাটাস,পেজ শেয়ারের মোবাইল শেয়ার লিংক তৈরি।
২)মোবাইল থেকে কমেন্টসহ যে কোন ওয়েবসাইট,ফেসবুক পেজ,ফেসবুক গ্রুপ শেয়ারের পদ্ধতি।
চলুন শুরু করা যাক।
প্রথম পদ্ধতি:
আপনারা যারা ফেসবুক ব্যাবহার করে থাকেন তারা হয়তো খেয়াল করে থাকবেন যে বর্তমান সময়ে অনেক ফেসবুক পেজের এডমিনই তাদের করা স্ট্যাটাস,ফটো,ওয়েব লিংক মোবাইল ব্যাবহারকারীদের জন্য তাদের নিজ নিজ ওয়ালে তাদের স্ট্যাটাস,ফটো অথবা ওয়েবলিংক শেয়ার করার জন্য একটি লিংক দিয়ে থাকে।লিংকটি দেখতে এরকম হয় http://on.fb.me/abcd
ফেসবুকে আমারো ছোটখাটো কিছু পেজ থাকায় ব্যাপারটি আমারো দৃষ্টি কারে যে কিভাবে এই লিংক তৈরি করে।পরে আমার আরেক বড় ভাই থেকে ব্যাপারটি জেনেছিলাম যে কিভাবে তৈরি করে এই লিংক।কিন্তু তিনি আমাকে বলেছিলেন কম্পিউটার থেকে মোবাইল শেয়ার লিংক তৈরির পদ্ধতি।পরে আমি ও ঘাটাঘাটি করে বের করে ফেললাম মোবাইল থেকেই মোবাইল শেয়ার লিংক তৈরির পদ্ধতি।
এই কাজ করতে আমরা UC BROWSER ব্যাবহার করবো।এখন uc browser এ সবসময় ফেসবুক মোবাইল ভিউতে ওপেন হয়।তাই আগে পিসি ভিউ অন করতে হবে।ধরুন আপনি আপনি আপনার পেজের অথবা আপনার ওয়ালের যে কোন একটি ফটোর মোবাইল শেয়ার লিংক দিতে চাচ্ছেন।তাহলে আপনাকে আগে UC BROWSER এ পিসি ভিউ অন করতে হবে।আর পিসি ভিউ অন করতে চাইলে নিচের এড্রেসে আপনার প্রোফাইল অথবা পেজের ইউজারনেম দিয়ে কানেক্ট করুন।
http://www.facebook.com/username?ref=tn_tnmn
উপরের লিংকে username এর জায়গায় আপনার প্রফাইল অথবা পেজের নাম লিখুন।
EXAMPLE:
http://www.facebook.com/sazzad1026?ref=tn_tnmn
দেখুন পিসি ভিউ চলে এসেছে।এবার দেখুন প্রতিটি স্ট্যাটাস,ফটো আর লিংকের নিচে share নামে ও একটা অপশন আছে।

undefined


এবার মাউসটিকে SHARE এর উপর রেখে ১ চাপুন।এরপর ওইখান থেকে page info সিলেক্ট করুন।

undefined

এবার একটা ছোট ব্ক্স আসবে।এবার দেখুন ওই বক্সে দুইটা লিংক দেয়া আছে।একটি হল PAGE ADDRESS এবং আরেকটি হল link address.আপনি LINK ADDRESS টি ক্লিপবোর্ডে কপি করে রাখুন।

undefined


কাজ শেষ।উদাহরনস্বরূপ এবার নিচের এড্রেসটি লক্ষ্য করুন।
http://www.facebook.com/ajax/sharer/?s=22&appid=25554907596&p%5B0%5D=200663426643440&p%5B1%5D=296637610379354
এই লিংকটি হচ্ছে সেই লিংক এড্রেস যেটা আমরা page info থেকে কপি করে ক্লিপবোর্ডে রেখেছিলাম।এবার উপরের লিংকের
http://www.facebook.com/ajax/sharer/?
এই অংশটি মুছে দিন।তারপর ঐ বাদ বাকি সব লিখা কপি করে নিন।তার মানে উপরের লিংকের এই
http://www.facebook.com/ajax/sharer/? অংশ বাদ দিলে থাকে কেবল এই s=22&appid=25554907596&p%5B0%5D=200663426643440&p%5B1%5D=296637610379354 অংশ।এই অংশটি ক্লিপবোর্ড কপি করে রাখুন।এবার এই অংশটিকে এই লিংকের
http://www.facebook.com/sharer/sharer.php?
বসিয়ে দিলেই তৈরি হয়ে যাবে মোবাইল শেয়ার লিংক।
উদাহরন
http://www.facebook.com/sharer/sharer.php?s=22&appid=25554907596&p%5B0%5D=200663426643440&p%5B1%5D=296637610379354
তৈরি হয়ে গেল মোবাইল শেয়ার লিংক।এবার এত বড় লিংক শেয়ার করতে বেমানান লাগে তাই এই লিংকটি এই এড্রেস www.bitly.com থেকে শর্ট করে নিন।আমি ও উপরের শেয়ার লিংকটিকে ছোট করে নিয়েছে।ইচ্ছা করলে আপনি ও শেয়ার দিতে পারেন।
শর্ট লিংকটি হচ্ছে http://on.fb.me/sO4LO7
২য় পদ্ধতি:
এই পদ্ধতিতে আপনি মোবাইল থেকে কমেন্টসহ লিংক শেয়ার করতে পারবেন আপনার প্রফাইলে।এটি করতে প্রথমে এই লিংকে যাবেন
http://m.facebook.com/sharer.php
এবার একটা URL বক্স দেখতে পাবেন।

undefined


এখানে আপনি ফেসবুক পেজ.গ্রুপ সহ যে কোন ওয়েবসাইটের লিংক লিখে ওকে দিন।পরের পেজে একটা কমেন্ট বক্স পাবেন।ওইখানে আপনার কমেন্ট লিখুন এবং আপনার প্রোফাইলে শেয়ার করুন।পরীক্ষামূলকভাবে এই টিউনটি ও শেয়ার করতে পারেন।সবাইকে ধন্যবাদ।ভালো থাকবেন সবাই।কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ।
টিউনটি এর আগে টিউনারপেজে প্রকাশ করেছিলাম।

সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১১

জেএসসি সহ সব পরীক্ষার রেজাল্ট জানতে পারবেন জাভা সফটওয়ার দিয়ে

বিসমিল্লাহির রহমানির রাহীম।
আজ প্রকাশিত হল পিএসসি পরীক্ষার ফল।আর কিছুদিন পরই প্রকাশিত হবে জেএসসি পরীক্ষার ফল।তাই আজকে আপনাদের সবার সাথে পরীক্ষার রেজাল্ট জানার সফটওয়ার সহ কিছু বাংলাদেশী মোবাইল সফটওয়ারের সাথে পরিচয় করিয়ে দিব যেগুলো বাংলাদেশেই তৈরি হয়েছে।
চলুন শুরু করা যাক।

undefined


স্কোর বোর্ড:
এটিই হচ্ছে মোবাইল থেকে রেজাল্ট দেখার জাভা সফটওয়ার।এর সাহায্য আপনি জেএসসি,এসএসসি ও এইচএসসি এর রেজাল্ট জানতে পারবেন।সফটওয়ার ডাউনলোড করার পর যথার্থ ইনফোরমেশন ফিল আপ করলেই আপনি আপনার কাঙ্খিত রেজাল্ট দেখতে পারবেন।এর আগের ভার্সনে শুধু এসএসসি ও এইচএসসি এর রেজাল্ট দেখা যেত।এখন সফটওয়ারটি আপগ্রেড করে জেএসসি ও যোগ করা হয়েছে।তাই রেজাল্ট পাবলিশ হওয়ার পর যখন মূল ওয়েবসাইটের সার্ভার বিজি থাকবে তখন এটি দিয়ে ট্রাই করতে পারেন।আশা করি পেয়ে যাবেন।
সফটওয়ারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

undefined


একাত্তর:
এই সফটওয়ারটিতে মূলত ১৯৭১ সালে সংঘটিত মুক্তিযুদ্ধের বিভিন্ন সময়কার বিভিন্ন ছবি বর্ননা সহ পাবেন।আমার কাছেই ভালোই লেগেছে এই সফটওয়ারটি।আশা করি আপনাদের ও ভালো লাগবে।
সফটওয়ারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

undefined


বাংলা ক্যালেন্ডার:
নাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কি সফটওয়ার।তাই এটার বিবরন নাই বা দিলাম।ডাউনলোড করার পর নিজেরাই দেখে নিয়েন।
এটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
আর একটা কথা এই সফটওয়ারগুলো কিন্তু সরকারী অনুমতি আছে।এগুলা উদ্ভোদন করেছেন স্বয়ং তথ্যমন্ত্রী।সবাই ভালো থাকবেন।ভাল লাগলে মন্তব্য করতে ভুলবেন না।আল্লাহ হাফেজ।

বুধবার, ২১ ডিসেম্বর, ২০১১

ফেসবুক টিপস।শুধুমাত্র মোবাইল ব্যাবহারকারীদের জন্য পর্ব-(১)

পরম করুনাময় আল্লাহর নাম নিয়ে শুরু করছি।
সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোর মধ্যে বর্তমানে ফেসবুকই সবচেয়ে জনপ্রিয়।কম্পিউটার থেকে যতটা স্বাচ্ছন্দ্যে ফেসবুক ব্যাবহার করা যায় মোবাইল থেকে অতটা পারা যায় না।তাই মোবাইল ব্যাবহারকারীদের ফেসবুক ব্যাবহারে কিছুটা ভিন্ন মাত্রা যোগ করার জন্যই আমার ২ পর্বের এই টিউন।চলুন শুরু করা যাক।
ফেসবুক ট্যাগিং ট্যাগিং:
মোবাইল থেকে ফেসবুক ইউজার অথবা পেজকে ট্যাগ করার জন্য আমার পূর্ববর্তী টিউন মোবাইল দিয়ে ফেসবুকে ট্যাগ করার ৩টি সুপার টিপস্। আগে একবার দেখে আসুন।উল্লেখ্য পূর্বের টিউনের ৩ নাম্বার ট্রিকসটি এখন আর কাজ করে না।অতিরিক্ত মিস ইউজের কারনে ফেসবুক এটা বন্ধ করে দিতে বাধ্য হইছে।
পূর্বের টিউনে প্রকাশিত নিয়মে ফেসবুক ইউজারকে ট্যাগ করা গেলেও এখন আর পেজের এডমিন ছাড়া অন্য কেউ আর মোবাইল থেকে পেজের ট্যাগ কোড বের করতে পারে না।আর তাছাড়া পূর্বের নিয়মটি অনেক সময় সাপেক্ষ ব্যাপার।
চলুন তাহলে নতুন আরেকটি নিয়ম শিখি ট্যাগ কোড বের করার।
১মে যাকে (পেজ অথবা ব্যাক্তি) ট্যাগ করতে চান তার ইউজারনেম বের করে রাখুন ।
এবার এই লিংকের http://graph.facebook.com/username
ইউজারনেম লেখাটি মুছে দিয়ে আপনি যাকে ট্যাগ করতে চান তার ইউজারনেম লিখে কানেক্ট করুন।
EXAMPLE: আমার ইউজারনেম Sazzad1026
তাহলে কেউ যদি আমার আইডি ট্যাগ কোড সহ সব তথ্য পেতে চায় তাহলে তাকে এই লিংকে যেতে হবে http://graph.facebook.com/sazzad1026
লিংকে যাওয়ার পর নিচের মত দেখা যাবে যেখানে প্রথমেই কোটেশন সহ ID দেয়া আছে।

undefined

আপনি শুধু কোটেশনের ভেতরের নাম্বারগুলো কপি করে এই ফরমেটে লিখবেন
@[id number:]
অনুরুপভাবে পেজের ইউজারনেম বসিয়ে ও ওই পেজের ট্যাগ কোড পাওয়া যায়।

undefined



ব্ল্যাংক স্ট্যাটাস অথবা কমেন্ট :

এইটা অনেকেই হয়তো জানেন।যারা জানেন না তাদের কাজে লাগবে।আপনি মোবাইল থেকে ব্ল্যাংক স্ট্যাটাস অথবা কমেন্ট করতে চাইলে আপনাকে নিচের কোডটি চাপতে হবে
@[0:0: ]
লক্ষ্য রাখুন যাতে : এবং ] এর মাঝে একটা স্পেস থাকে।স্পেস না দিলে কিন্তু হবে না।
স্ট্যাটাস শেয়ার :
কম্পিউটার থেকে যদি আপনি কোন পেজ বা ব্যাক্তির স্ট্যাটাস শেয়ার করতে চান তাহলে আপনি শেয়ার বাটনের মাধ্যমে তা করতে পারবেন।কিন্তু মোবাইল ব্যাবহারকারীদের এই অপশনটা ম্যানুয়ালি থাকে না।তাতে কি?আমরা নিজেরা বানিয়ে নিব।
আগে নিচের লিংকটি খেয়াল করুন
http://www.facebook.com/share.php?u=URL
আপনি যার স্ট্যাটাস শেয়ার করতে চান সেই স্ট্যাটাসের লিংকটা আগে কপি করুন।তারপর উপরের লিংকের URL মুছে দিয়ে ওই লিংকটি পেস্ট করুন।
উদাহরনস্বরূপ আমি আমার পেজের একটা স্ট্যাটাসের লিংক কপি করে নিছি এবং লিংকটা হচ্ছে http://m.facebook.com/story.php?story_fbid=288106201232495&id=200663426643440&refid=20&_ft_a=200663426643440&_ft_tf=288106201232495&_ft_tpi=200663426643440&_ft_ti=22&_ft_sai=2915120374&_ft_fth=2497d4ec3416a0dc&_ft_time_ft=1324416761&_ft_mf_objid=288106201232495
এবার আপনি যদি উপরোক্ত স্ট্যাটাসটা শেয়ার করতে চান তাহলে লিংকটি হবে
http://www.facebook.com/share.php?u=http://m.facebook.com/story.php?story_fbid=288106201232495&id=200663426643440&refid=20&_ft_a=200663426643440&_ft_tf=288106201232495&_ft_tpi=200663426643440&_ft_ti=22&_ft_sai=2915120374&_ft_fth=2497d4ec3416a0dc&_ft_time_ft=1324416761&_ft_mf_objid=288106201232495
ব্যাস কাজ শেষ।আপনি যদি চান তাহলে উপরের লিংকটিকে ছোট করার জন্য http://bitly.com থেকে ছোট করে নিতে পারেন।এই উপায়ে আপনি যে কোন পেজ অথবা ব্যাক্তির স্ট্যাটাস আপনার নিজের ওয়ালে শেয়ার করতে পারেন।আর একটা কথা বলতে ভুলে গেছি এই উপায়ে আপনি যে কোন ওয়েবসাইট ও আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন।ভালো লাগলে কমেন্ট জানাবেন।২য় পর্বে শেয়ারিং করা নিয়া আরো কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ।

মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১১

মোবাইল নাম্বার হ্যাক করার নিয়ম এবং তা থেকে বাচার উপায়

পরম করুণাময় আল্লাহর নাম নিয়ে শুরু করছি আজকের টিউন।
আজকের টিউনের বিষয় মোবাইল নাম্বার হ্যাকিং।
টিউনারপেজে হ্যাকিং নিয়ে অনেক টিউন হয়েছে যা মূলত ইন্টারনেট বা ওয়েব হ্যাকিং নিয়ে।কিন্তু আজকে আমরা শিখব বাস্তব জীবনের হ্যাকিং।কথা না বাড়িয়ে চলুন শুরু করা করা যাক।
আজকে আমরা শিখব মোবাইল নাম্বারের মেসেজ হ্যাকিং।মানে হচ্ছে আপনি ইন্টারনেট থেকেই যে কারো কাছেই ভিকটিমের মোবাইল নাম্বার থেকে মেসেজ পাঠাতে পারবেন।
একটা উদাহরন দেই তাহলে আরো ভালো বুঝবেন।ধরুন,রহীম,করিম আর রাজু তিন বন্ধু।একটা ট্রিকসের মাধ্যমে রহীম খুব সহজেই করিমের মোবাইল ছাড়া রাজু কে করিমের নাম্বার থেকে মেসেজ পাঠাতে পারবে যেখানে রাজুর কাছে প্রেরিত ঐ মেসেজে সেন্ডার হিসেবে করিমের নাম্বার যাবে।কিন্তু করিম তো মেসেজ রাজুকে পাঠায় নি!!পাঠিয়েছে তো রহীম।
চলুন দেখে নেই রহীম কিভাবে করিমের কাছ থেকে করিমের মোবাইলের নিয়ন্ত্রন নিয়েছে।
কাজটা করার জন্য আপনার একটি জাভা সাপোর্টেড মোবাইলের দরকার হবে।আমরা কাজটা করবো BINU MESSENGER দিয়ে।

undefined

BINU এর সাথে সবাই কম বেশী পরিচিত।এটা একটা মোবাইল সফটওয়ার।এটা দিয়ে আপনি সাপ্তাহে ১০ টি ফ্রি মেসেজ পাঠাতে পারবেন।প্রত্যেক জিনিসের একটা ভাল আর একটা খারাপ ব্যাবহার থাকে।আমরা যদি শুধু ভাল ব্যাবহারটাই শিখি আর যদি খারাপ ব্যাবহার সম্পর্কে না জানি তাহলে আমরা কিভাবে সতর্ক হব এর খারাপ ব্যাবহার থেকে!!
হ্যা আমি আজকে বিনু এর খারাপ ব্যাবহার দেখাব।১ম আপনি এইখান থেকে আপনার মোবাইলের জন্য বিনু ডাউনলোড করে নিন।এবার আপনি new account খুলার জন্য sign up করুন।সাইন আপ করার জন্য মোবাইল নাম্বার ভেরিফিকেশন এর প্রয়োজন হয়।আর BINU নিউ একাউন্ট ভেরিফাই করার জন্য মোবাইলে একটা ভেরিফিকেশন কোডসহ একটা মেসেজ পাঠায়।আপনি যাকে ভিক্টিম বানাতে চান তার নাম্বারে একটা নতুন আইডি খুলে তার কাছ থেকে কোন ভাবে ভেরিফিকেশন কোড টি নিতে পারলেই কাজ শেষ।ভেরিফিকেশন কোডটি যথাস্থানে বসিয়ে একাউন্ট এক্টিভ করুন।১০ টা মেসেজ ফ্রি পাবেন প্রতি সপ্তাহে সেন্ড করার জন্য।এবার আপনি ও পারবেন রহীমের মত করিমের(VICTIM) নাম্বার থেকে BINU mobile software দিয়ে যে কাউকেই মেসেজ সেন্ড করতে।

undefined

একই নিয়মে এয়ারটেলের ওয়েবসাইটে ভিক্টিমের এয়ারটেল নাম্বার থেকে একটি একাউন্ট খুলে যে কোন এয়ারটেল নাম্বারে আপনি মেসেজ সেন্ড করতে পারবেন সম্পূর্ণ ফ্রি।
এছাড়া MIG33 থেকে ও নাম্বার হ্যাক করা যায় কিন্তু mig33 থেকে মেসেজ পাঠালে মেসেজের একেবারে নিচে wap.mig33.com লিখা থাকে।
বাঁচার উপায় :
১.মোবাইল সবসময় নিজের কাছে রাখতে চেষ্টা করুন।কারন এই কাজটি করতে লাগবে ১ মিনিটের ও কম সময়।আর বুঝতেই পারছেন যদি একবার আপনার নাম্বার হ্যাক হয় তাহলে কি হাল হতে পারে আপনার!!
২.মোবাইলে আসা কোন ধরনের কোড কখনো কাউকে বলবেন না।
টিউনারের কথা
১.যদি ও এটা খারাপ ব্যাবহার তারপর ও আপনাদের কাছে অনুরোধ এর দ্বারা কারো ক্ষতি করবেন না।
২.এটি নিয়ে টিউন করা হয়েছে মূলত আপনাদেরকে ব্যাপারটি জানানোর জন্য।কেননা আমি বিশ্বাস করি 'হ্যাকিং কারো ক্ষতির জন্য নয়।হ্যাকিং শিখুন নিজেকে রক্ষা করার জন্য।
৩.টিউন ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না।
আল্লাহ হাফেজ।সবাই ভালো থাকবেন।

রবিবার, ১১ ডিসেম্বর, ২০১১

পেনড্রাইভ রাখুন সম্পূর্ন নিজের নিয়ন্ত্রনে

আমরা প্রায় সবাই কম বেশী পেনড্রাইভ ব্যাবহার করি ডাটা ব্যাকআপ এর জন্য।কিন্তু অনেক সময় অনেক বন্ধু অথবা অফিস কলিগ এটা কে ব্যাবহার করতে চাইবে। আর তখন -ই ঘটবে বিপত্তি,অনেক সময় তাদের কম্পিউটার এ ভাইরাস গুলি অনাকাংক্ষিত ভাবে আপনার পেনড্রাইভ এ চলে আসতে পারে।তাই পেনড্রাইভ নিয়ন্ত্রনে রাখা টা জরুরী।
আসুন আমরা এবার দেখি কি করে পেনড্রাইভসম্পুর্ন নিজের নিয়ন্ত্রনে রাখা যায়-
১।প্রথমে notepad ওপেন করে নিচের কোড টি লিখুন
Windows Registry Editor Version 5.00
[HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\StorageDevicePolicies]
“WriteProtect”=dword:00000001
সেভ করুন romel_soft.reg নামে
এরপর এটি কে ডাবল ক্লিক করুন ,yes বাটনে ক্লিক করুন ,এবং OK করুন
ব্যস, এবার কোন ফাইল আপনার pendrive এসেন্ড করুন।
নাহ কিছুতেই সেটি pendrive এ যাবে না। কি মজা !! আপনার পেনড্রাইভ নষ্ট করছি !!
নাহ্‌ ,আর আপ্নাদের কান্না সহ্য হচ্ছেনা। ঠিক করে দিচ্ছি পেনড্রাইভ
২। আবার notepad ওপেন করে নিচের কোড টি লিখুনঃ
Windows Registry Editor Version 5.00
[HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\StorageDevicePolicies]
“WriteProtect”=dword:00000000
সেভ করুন romel_soft2.reg নামে
এরপর এটি কে ডাবল ক্লিক করুন ,yes বাটনে ক্লিক করুন ,এবং OK করুন.
এবং পেনড্রাইভ খুলে আবার লাগান
এরপর যে কোন ফাইল সেন্ড করুন পেন্ড্রাইভ এ , এবার পেন্ড্রাইভ এ গিয়ে দেখুন,আপনার পাঠানো ফাইল ঘুমাচ্ছে।
সংগৃহীত: টিউনারপেজ :

মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১১

আপনার চারপাশের ঘটনা লিখে আপনি ও হয়ে যেতে পারেন সাংবাদিক

শুরু করার আগে জেনে নেয়া যাক নাগরিক সাংবাদিকতা প্রসঙ্গে।নাগরিক সাংবাদিকতার মাধ্যমে একজন নাগরিক তার চারপাশে ঘটে যাওয়া যে কোন ঘটনা সাধারণ মানুষের সামনে তুলে ধরতে পারে।তবে এর জন্য একটা মিডিয়ার প্রয়োজন পড়ে যার মাধ্যমে তা সাধারণ মানুষের কাছে পৌছবে।


নাগরিক সাংবাদিকতার প্রয়োজনীয়তা

আমাদের দেশে নাগরিক সাংবাদিকতা এখনো শিশু।একেবারেই নতুন তাই হয়তো এখনো এর প্রয়োজনীয়তা অতটা উপলব্ধি করা যাচ্ছে না।তবে আপনি যদি মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটে যাওয়া বিভিন্ন আন্দোলনের দিকে দেখেন তাহলে আপনি দেখতে পাবেন ওইখানকার জনগনই ওইসব জায়গার অবস্থা নাগরিক সাংবাদিকতার মাধ্যমেই অডিও,ফটো,ভিডিও এর মাধ্যমে বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে।তাই এর প্রয়োজনীয়তা অনস্বীকার্য।
এবার মূল লেখায় ফিরে আসি।আমি আজকে আপনাদের সবার সাথে নাগরিক সাংবাদিকতা করার জন্য এমনই একটি মিডিয়ার সাথে পরিচয় করিয়ে দেবো যার মাধ্যমে আপনারার ছবি,অডিও,ভিডিও সহ লিখতে পারবেন আপনার চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন অনুষ্ঠান,দুর্নীতি,দুর্ঘটনার খবর।
সাইটটির ঠিকানা www.write3.com

undefined
তবে এই সাইটটির বিশেষত্ব হচ্ছে এই সাইটে লিখার জন্য একটা মোবাইলের জাভা সফটওয়ারও আছে।এতে করে আপনি আপনার সামনে ঘটে যাওয়া ঘটনা তাত্‍ক্ষনিকভাবে আপনার মোবাইল দিয়ে লিখে সবাইকে তা জানিয়ে দিতে পারবেন।কেননা আপনি মোবাইল সবজায়গায়ই বহন করে নিয়ে যেতে পারেন।এই উদ্যেগের কারনে write3 এর মিলেছে আন্তর্জাতিক স্বীকৃতি ও।
উল্লেখ্য, আপনি কম্পিউটার থেকেও তাদের ওয়েবসাইটে রেজিস্টার ও লগিন করে লিখতে পারবেন।
তো আর দেরি না করে লেখা শুরু করে দিন।আর জানিয়ে দিন আপনার চারপাশের ঘটে যাওয়া সব ঘটনার কথা।মোবাইল ব্যাবহারকারিরা খুব সহজেই সফ্টওয়ারের মাধ্যমে ফটো,অডিও,ভিডিও সহ লিখতে পারবেন।
সফটওয়ারটি এখান থেকে ডাউনলোড করে নিন।এছাড়া ও এটি আপনার নকিয়া OVI STORE এ পাবেন।ডাউনলোড করার পর রেজিস্টার করে লিখা শুরু করে দিন।
আমি সময়ের অভাবে এখন আর write3 তে লিখতে পারি না।তবে আগে WRITE3 এর সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগে মাঝেমাঝেই লিখতাম।
ভাল লাগলে মন্তব্য করতে ভুলবেন না।সবাই ভাল থাকবেন।

রবিবার, ৪ ডিসেম্বর, ২০১১

এক্সপির সিডি দিয়ে উইন্ডোজ এক্সপির এ্যাডমিনিষ্ট্রেটরের পাসওয়ার্ড হ্যাক করুন

1. প্রথমে উইন্ডোজ এক্সপির সিডি কম্পিউটারে প্রবেশ করান।
2. এবার কম্পিউটার রিস্টার্ট করুন ও সিডি থেকে বুট করান।
3. এক্ষেত্রে বায়োস থেকে 1st Boot Device হিসেবে সিডি রম নির্বাচন করে নিন।
4. বুট হওয়ার সময় যখন “Pressany key to boot from CD” ম্যাসেজ আসবে, তথন কী-বোর্ড থেকে যে কোন কী চাপুন।
5. তারপর কম্পিউটার সেটআপ ফাইলগুলো লোড করা শুরু করবে।
6. এরপর যখন Welcome to Setup screen এ আসবেন, Enter কী চাপুন।
7. এবার লাইসেন্স এগ্রিমেন্ট আসলে F8 কী প্রেস করুন।
8. পরবর্তী স্ক্রীণে রিপেয়ার এ ক্লিক করতে R প্রেস করুন।
9. তাহলে সিস্টেম আপনার হার্ডডিস্ক স্ক্যান করবে ও প্রয়োজনীয় ফাইল কপি করে রাখবে।
10. ফাইল কপি শেষ হলে কম্পিউটার রিস্টার্ট নিয়ে আবার সেটআপ শুরু করবে।
11. রিস্টার্ট এর পর “Press any key to boot from CD” ম্যাসেজ আসলে কো কী প্রেস করবেন না।
12. সেটআপ নেয়ার এক পর্যায়ে যখন Installing Devices ইন্সটল হবেতখন SHIFT + F10 কী দ্বয় একসাথে চাপুন। Installing Devices এটি দেখবেন সেটআপ স্ক্রীণের নিচের বামদিকে।
13. Installing Devices এই হল সিকিউরিটি সেটআপ অংশ। SHIFT + F10 চাপলে কমান্ড প্রোম্পট আসবে।
14. এবার কমান্ড প্রোম্পট NUSRMGR.CPL লিখে এন্টার করুন।
15. তাহলে আপনাকে ইউজার একাউন্টেনিয়ে যাবে।
16. সেখান থেকে আপনি ইচ্ছা করলে পাসওয়ার্ড মুছে ফেলতে বা পরিবর্তন করতে পারবেন।
17. আপনি যদি নতুন পাসওয়ার্ড ছাড়াই প্রবেশ করতে চান তাহলে কমান্ডপ্রোম্পটে লিখুন control userpasswords2 এবার এন্টার করুন।
18. এবার কমান্ড প্রোম্পট বন্ধ করুনও রিপেয়ার শেষ করে এগিয়ে যান।
19. এক্ষেত্রে আপনার সিডি প্রোডাক্টট কী চাইলে দিতে হবে।
সবাইকে অসংখ্য ধন্যবাদ
COLLECTED

Tricks of testing spam messeges

আমরা সবাই ই-মেইল একাউন্ট ব্যবহারকরি। অপারেটিং সিস্টেমের প্রধান সমস্যা হল ভাইরাস আর ই-মেইল ক্লায়েন্টের সবচেয়ে বড় সমস্যা স্প্যাম মেইল। আমরা জিমেইল, ইয়াহু,হটমেইল, লাইভমেইল ইত্যাদি ই-মেইল ক্লায়েন্ট থেকে মেইল আদান-প্রদান করি। কিন্তু আপনি জানেন কি আপনার ব্যবহৃত ই-মেইল ক্লায়েন্ট কতটুকু ধরতে পারে স্প্যাম মেইল। ছোট্ট একটি পরীক্ষার দ্বারা আপনি জানতে পারবেন, আপনার ইমেইল ক্লায়েন্টের স্প্যাম ধরার ক্ষমতা। তো চলুন পদক্ষেপেঃ
নিচের দেয়া কোডটি কপি করে নিয়ে অন্য কোন ই-মেইল থেকে আপনার ই-মেইলে একটি মেইল পাঠান। কোডটি আপনার ই-মেইলের ম্যাসেজ লেখার অংশে পেষ্ট করুন। তবে কোডটিতে কোন রূপ পরিবর্তন আনা যাবেনা বা নোটপ্যাড অথবা অন্য কোন ফাইলে করে পাঠানো যাবে না।
XJS*C4JDBQADN1.NSBN3*2IDNEN*GTUBE-STANDARD-ANTI-UBE-TEST-EMAIL*C.34X
এখন আপনার মেইল খুলে দেখুন পাঠানো মেইলটি আপনার ক্লায়েন্ট স্প্যাম হিসেবে ধরতে পারে কিনা। এটি আপনার মেইলের কোনরূপ ক্ষতি করবে না। এটি পরীক্ষিত। আপনি নাকে তেল দিয়ে এটি দ্বারা আপনার ক্লায়েন্টের স্প্যাম ধরার পরীক্ষা চালাতে পারেন।
COLLECTED

Tricks of sending bluetooth sms using mobile

bluetooth এর মাঘ্যমে sms সেন্ড করার জন্য নিচের স্টেপগুলো অনুসরন করুন :-
১.যে sms টি Send করবেন তা open করুন।
২.option>copy to calender তারপর একদম back যান।
৩.তারপর মেনু খেকে organizer>calendar>view>option>send note>via bluetooth
ব্যস, সেন্ড হয়ে গেল আপনার নোট । এবার যে মোবাইলে Sms টি পাঠালেন সেখানে রিসিভ করা sms টি Save করুন।তারপর....
১.Menu>calendar>view>view>edit>option>mark text.
২.শুধুমাত্র মূল মেসেজটি মার্ক করুন।
৩.copy
৪.এবার Back দিয়ে Menu থেকে Messege>create message>text message>option>paste>option>Save message>to folder.
শেষ। পুরো প্রসেসটা ভেঙ্গে লিখতে গিয়ে অনেক বড় হয়ে গেছে । কিন্তু মোবাইলে করতে ১ মিনিট ও লাগবে না।

মোট পৃষ্ঠাদর্শন

Powered By Blogger

জনপ্রিয় পোস্টসমূহ

ব্লগ পরিসংখ্যান

Page

Blogroll
Avalio.org