সোমবার, ২২ অক্টোবর, ২০১২

জাভা মোবাইল দিয়েই আনজিপ ও আনরার করুন যে কোন ZIP ও RAR ফাইল

আমরা ইন্টারনেট থেকে বিভিন্ন কাজে বিভিন্ন ফরমেট এর ফাইল ডাউনলোড করে থাকি।এর মধ্যে .zip ও .rar ফরমেট এর ফাইল ও ডাউনলোড করে থাকি।এই zip ও rar ফাইল গুলোর মধ্যে আবার অনেকগুলো ফাইল COMPRESSED করা থাকে।আমরা সাধারণত কম্পিউটারের WINRAR সফটওয়ার দিয়ে এই zip ও rar ফরমেটের ফাইলগুলোকে EXTRACT করে মূল ফাইল গুলোকে বের করে নিয়ে আসি।
ইদানিংকালে দেখবেন অনেক ওয়েবসাইটে মোবাইলের সফটওয়ারসহ বিভিন্ন কনটেন্ট জিপ ও রার ফরমেটে করে রাখে।কিন্তু দেখা যায় যাদের কম্পিউটার নেই তারা এই ফাইল গুলোকে EXTRACT করে ব্যাবহার করতে পারে না।আবার অনেকেই চায় মোবাইলের কাজ মোবাইলেই করতে।
তাই আজ আপনাদেরকে ৩ টা সফটওয়ার দিবো যে গুলা দিয়ে আপনি খুব সহজেই আপনার জাভা মোবাইল দিয়ে জিপ ও রার ফরমেট এর ফাইলগুলোকে এক্সট্রাক্ট করতে পারবেন।
১ম সফটওয়ারটার নাম ZIP UTILITY.এটা দিয়ে আপনি যে কোন zip ফাইল unzip করতে পারবেন।আবার এটা দিয়ে আপনি নিজে ও জিপ ফাইল COMPRESS করতে পারবেন।
সফটওয়ারটি ডাউনলোড করতে
এখানে ক্লিক করুন
বাকি ২টা সফটওয়ারের নাম MOBILERAR ও WINRAR.এই দুইটার কাজ অবশ্য একই।এই দুইটা দিয়ে আপনি যে কোন rar ফরমেট এর ফাইল গুলোকে extract করতে পারবেন।
সফটওয়ার দুটো ডাউনলোড করতে
এখানে ক্লিক করুন
সফটওয়ার গুলো আমার ওয়াপ সাইটেই আপলোড করা ছিল তাই আর কোন হোস্টিং সাইটে আপলোড করতে হয় নাই।ভালো লাগলে মন্তব্যে জানাবেন।আপনাদের মন্তব্য আমাকে পরবর্তী টিউন করতে অনুপ্রাণিত করবে।সবাই ভালো থাকবেন।
আর আপনি ইচ্ছা করলে ফেইসবুকের এই গ্রুপে জয়েন করতে পারেন
information about mobile software :

2 comments:

মোট পৃষ্ঠাদর্শন

Powered By Blogger

জনপ্রিয় পোস্টসমূহ

ব্লগ পরিসংখ্যান

Page

Blogroll
Avalio.org