মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১২

অবিশ্বাস্য হলে ও সত্য লিরিকস্ সহ গান শুনুন জাভা মোবাইল দিয়ে

মোবাইলের একটা জটিল মজার সফ্টওয়ার দিয়ে শুরু করছি
পরীক্ষার কারণে অনেক দিন লিখতে করতে পারি নাই।পরীক্ষা শেষ হয়েছে বেশ কিছুদিন তাই আবার বসে গেলাম লিখতে।
আজকে আপনাদের সবার সাথে একটা জাভা মোবাইল সফ্টওয়ারের পরিচয় করিয়ে দিবো যেটা দিয়ে আপনি গানের কথা (লিরিকস্) সহ গান শুনতে পারবেন যা পাল্ট দেবে মোবাইলে আপনার গান শুনার মজা।
সফটওয়ারটির সাথে অনেকই হয়তোবা পরিচিত।সফ্টওয়ারটির নাম TTPOD MUSIC PLAYER.
কিন্তু অনেকেই আমাকে এই সফটওয়ারটার ইউজ করার সময় সবচেয়ে প্রধান যে দুইটা অসুবিধা জানিয়েছে তা হল
1.অধিকাংশ সফ্টওয়ারই আনসাইনড অবস্থায় ইন্টারনেটে পাওয়া যায়।অর্থাত্‍ APPLICATION এর data edit করার জন্য বারবার ALLOW করতে যা বিরক্তিকর।
2.সফটওয়ারটি মূলত চাইনিজ ভাষায় থাকে।
আজকে এই দুটি সমস্যার সমাধান দেয়ার জন্য টিউনটি করা হইছে।
প্রথমে এই লিংকে গিয়ে যে কোন একটি ভার্সন ডাউনলোড করুন।
সমস্যা ১ এর সমাধান :
সফটওয়ারটি মোবাইলে ডাউনলোড করার পর ওপেন করার আগে সফটওয়ারটির OPTION এ ক্লিক করেন।তারপর
APPLICATION ACCESS>DATA ACCESS>READ USER DATA>ALWAYS ALLOW
করে দেন।
একইভাবে

APPLICATION ACCESS>DATA ACCESS>ADD AND EDIT DATA>ALWAYS ALLOW
করে দেন।
ব্যাস ১ নম্বর সমস্যার সমাধান হয়ে গেল।এবার সফ্টওয়ারটি ওপেন করে দেখুন।এখন আর আপনার কাছ থেকে কোন ধরনের 'DATA ACCESS' allow করার জন্য বলবে না।
**সমস্যা ২ এর সমাধান :
সফ্টওয়ার ওপেন করে MENU তে ক্লিক করুন
MENU>6>2>2
এবার ও হয়ে গেল সমাধান এবং ভাষা ইংরেজি হয়ে গেল।
এবার যে কোন একটি .mp3 ফরম্যাট এর গান সিলেক্ট করুন।সফটওয়ারটি লিরিকস্ ইন্টারনেট থেকে ডাউনলোড করার জন্য আপনার কাজে অনুমতি চাইবে।আপনি ALLOW করে দিবেন।সামান্য কিছু কিলোবাইট লাগে লিরিকস ডাউনলোড করতে
LYRICS খুজে পেলে দেখবেন লিরিকস সহ গান চলতাছে।
**অধিকাংল ইংলিশ গানের লিরিকস খুব সহজেই পাবেন।কিন্তু বাংলা ও হিন্দি গানের লিরিকস তেমন পাওয়া যায় না।***
ছবি দিতে পারি নাই বলে দুঃখিত।মন্তব্য করতে ভুলবেন না।আপনাদের অনুমতি পেলে আরো টিউন করার অনুপ্রেরনা পাবো।

SUPER BLUETOOTH HACK সফটওয়ার দিয়ে হ্যাক করুন ব্লুটুথ

আজ ছোট একটি জাভা সফ্টওয়ারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিবো যে সফ্টওয়ারের ব্যাবহার জানার পর আপনি আর কখনোই অকারনে আপনার ব্লুটুথ ওপেন করার সাহস করবেন না।
সফটওয়ারটি অনেকেই হয়তো ব্যাবহার করেছেন।সফ্টওয়ারটির নাম SUPER BLUETOOTH HACK
সফ্টওয়ারটির ব্যাবহার গুলো একবার দেখে নিন।
১.এই সফটওয়ার দিয়ে আপনি ব্লুটুথ ওপেন থাকা যে কোন মোবাইলের কল লিস্ট,ইনবক্স,ফোনবুক চেক করতে পারবেন।
২.আপনি অন্যের ব্লুটুথ ওপেন থাকা মোবাইলের ডায়াল আপ নিয়ন্ত্রন করতে পারবেন।মানে আপনি আপনার মোবাইল থেকেই নির্দিষ্ট করে দিতে পারবেন।
৩.আপনি অন্যের ব্লুটুথ ওপেন থাকা মোবাইলের মেসেজ অপশন ও নিয়ন্ত্রন করতে পারবেন।মানে আপনি যে কোন কাউকে মেসেজ পাঠাতে পারবেন ঐ ব্লুটুথ ওপেন থাকা মোবাইলের নাম্বার থেকে।যা অত্যন্ত ভয়ানক কেননা যদি ঐ ব্লুটুথ ওপেন থাকা ব্যাক্তি রবি সীম ব্যাবহার করে তাহলে খুব সহজেই অন্য রবি নাম্বারে আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন।
৪.আপনি অন্যের ব্লুটুথ ওপেন থাকা সেটের মধ্যে থাকা সীমের নাম্বার জানতে পারবেন।
৫.আপনি অন্যের ব্লুটুথ ওপেন থাকা সেটের ব্যাটারি ইনফোরমেশন জানতে পারবেন।
৬.আপনি অন্যের ব্লুটুথ ওপেন থাকা সেটকে আপনার সেট থেকে সম্পূর্ণ নিয়ন্ত্রন করতে পারবেন।আপনার সেট থেকেই ঐ ব্লুটুথ ওপেন করা সেটের মিউজিক শুনতে পারবেন,গান চেন্জ করতে পারবেন।এক কথায় পুরোপুরি নিযন্ত্রন।
এছাড়া ও আরো অনেক ব্যাবহার আছে।
তবে আমার কাছে ২,৩ ও ৬ নাম্বার ব্যাবহার খুবই জটিল লেগেছে।
সব ধরনের সেটে অবশ্য উপরের সব ব্যাবহার এক সাথে কাজ না ও করতে পারে।এটা নির্ভর করে ব্লুটুথ ওপেন থাকা সেটের ওপর।
সফটওয়ারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
১ম লিংক কাজ না করলে
ডাউনলোড লিংক ২ :
সফটওয়াটির খারাপ ব্যাবহার করবেন না।ভাল লাগলে মন্তব্য করতে ভুলবেন না।

মোট পৃষ্ঠাদর্শন

Powered By Blogger

জনপ্রিয় পোস্টসমূহ

ব্লগ পরিসংখ্যান

Page

Blogroll
Avalio.org