মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১২

মোবাইলের ডিফল্ট ব্রাউজার দিয়েই ফেইসবুক,ইয়াহুতে চ্যাট করুন

একটা ছোট টিপস এর মাধ্যমে আপনি যে কোন ওয়েব এনেবলড মোবাইল থেকে কোন প্রকার সফটওয়ার ছাড়াই মোবাইলের ডিফল্ট ব্রাউজার দিয়ে একসাথে একের অধিক ফেইসবুক আইডি,একের অধিক ইয়াহু,জিমেইল,হটমেইল আইডিতে লগ ইন করে আপনার বন্ধুদের সাথে চ্যাট করতে পারবেন।
চলুন দেখে নেই ট্রিকসটি।আমরা সবাই যারা মোবাইলে ফেইসবুক চ্যাট করি তাদের অধিকাংশই EBUDDY MULTI MESSENGER সফটওয়ারটা ইউজ করি।কারণ এই সফটওয়ার দিয়ে একের অধিক ফেইসবুক,ইয়াহু ও জিমেইল আইডিতে একসাথে লগ ইন ও চ্যাট করা যায়।তাই যাদের EBUDDY id নাই তারা সফটওয়ার দিয়ে আগে একটা আইডি খুলে নিয়েন।আর যাদের আইডি আছে তাদের নতুন করে খোলার দরকার নাই। এই কাজটি করার জন্য আমরা ইবাডি এর ওয়েবসাইট ইউজ করবো।১মে আপনার মোবাইল থেকে এই ঠিকানায় যান
ছবির মত এরকম আসবে


এবার একেবারে নিচে যান।ওইখানে যেখানে EBUDDY লেখা আছে ওইটাতে ক্লিক করুন।নতুন যে পেজটা আসবে তাতে ছবির মত DON'T SHOW THIS MESSGAGE AGAIN এ টিক চিহ্ন দিয়ে skip এ ক্লিক করুন।


এরপর লগ ইন পেইজ আসবে।আপনার EBUDDY আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।



এভাবে আপনি যে কোন ব্রাউজার দিয়ে চ্যাট করতে পারবেন।সেক্ষেত্রে যারা কম দামের চাইনিজ সেট ইউজ করেন তারা কোন সফটওয়ার ছাড়াই তাদের ডিফল্ট ব্রাউজার দিয়েও চ্যাট করতে পারবে।আর অধিকাংশই সেটের ডিফল্ট ব্রাউজারে অটো রিফ্রেশ অন করা থাকে বিধায় ডিফল্ট ব্রাউজার দিয়ে চ্যাট করতে কোন সমস্যা হয় না।
একই পদ্ধতিতে আপনি ওপেরা মিনি,UC BROSER,BOLT BROWSER,OVI BROWSER দিয়েও চ্যাট করতে পারবেন।তবে এসব ব্রাউজারে অটো রিফ্রেশ হয় না বিধায় আপনাকে ঘন ঘন রিফ্রেশ করতে হবে।সেক্ষেত্রে ডাটা খরচ ও বেশি হতে পারে।তাই আমি নিজে অপেরা থেকে এটা ইউজ করি মূলত কোন কোন বন্ধু অনলাইনে আছে তা দেখার জন্য।
এড্রেসটি আবার দিচ্ছি http://m.ebuddy.com
সবাই ভালো থাকবেন।টিউন ভালো লাগলে জানাবেন।আল্লাহ হাফেজ।

সোমবার, ২২ অক্টোবর, ২০১২

জাভা মোবাইল দিয়েই আনজিপ ও আনরার করুন যে কোন ZIP ও RAR ফাইল

আমরা ইন্টারনেট থেকে বিভিন্ন কাজে বিভিন্ন ফরমেট এর ফাইল ডাউনলোড করে থাকি।এর মধ্যে .zip ও .rar ফরমেট এর ফাইল ও ডাউনলোড করে থাকি।এই zip ও rar ফাইল গুলোর মধ্যে আবার অনেকগুলো ফাইল COMPRESSED করা থাকে।আমরা সাধারণত কম্পিউটারের WINRAR সফটওয়ার দিয়ে এই zip ও rar ফরমেটের ফাইলগুলোকে EXTRACT করে মূল ফাইল গুলোকে বের করে নিয়ে আসি।
ইদানিংকালে দেখবেন অনেক ওয়েবসাইটে মোবাইলের সফটওয়ারসহ বিভিন্ন কনটেন্ট জিপ ও রার ফরমেটে করে রাখে।কিন্তু দেখা যায় যাদের কম্পিউটার নেই তারা এই ফাইল গুলোকে EXTRACT করে ব্যাবহার করতে পারে না।আবার অনেকেই চায় মোবাইলের কাজ মোবাইলেই করতে।
তাই আজ আপনাদেরকে ৩ টা সফটওয়ার দিবো যে গুলা দিয়ে আপনি খুব সহজেই আপনার জাভা মোবাইল দিয়ে জিপ ও রার ফরমেট এর ফাইলগুলোকে এক্সট্রাক্ট করতে পারবেন।
১ম সফটওয়ারটার নাম ZIP UTILITY.এটা দিয়ে আপনি যে কোন zip ফাইল unzip করতে পারবেন।আবার এটা দিয়ে আপনি নিজে ও জিপ ফাইল COMPRESS করতে পারবেন।
সফটওয়ারটি ডাউনলোড করতে
এখানে ক্লিক করুন
বাকি ২টা সফটওয়ারের নাম MOBILERAR ও WINRAR.এই দুইটার কাজ অবশ্য একই।এই দুইটা দিয়ে আপনি যে কোন rar ফরমেট এর ফাইল গুলোকে extract করতে পারবেন।
সফটওয়ার দুটো ডাউনলোড করতে
এখানে ক্লিক করুন
সফটওয়ার গুলো আমার ওয়াপ সাইটেই আপলোড করা ছিল তাই আর কোন হোস্টিং সাইটে আপলোড করতে হয় নাই।ভালো লাগলে মন্তব্যে জানাবেন।আপনাদের মন্তব্য আমাকে পরবর্তী টিউন করতে অনুপ্রাণিত করবে।সবাই ভালো থাকবেন।
আর আপনি ইচ্ছা করলে ফেইসবুকের এই গ্রুপে জয়েন করতে পারেন
information about mobile software :

বুধবার, ১০ অক্টোবর, ২০১২

SPECIAL TRICK!! জাভা মোবাইল থেকেই নিন স্ক্রিনশট!!

টিউনার পেইজের ফেইসবুক গ্রুপের কিছু ভাই এর অনুপ্রেরনায় এই টিউনটি করা।
আমরা অনেকেই কম মূল্যে পাওয়া যায় বলে জাভা সমর্থিত মোবাইল ব্যাবহার করে থাকি।আর সেই জাভা সমর্থিত সেটে আমরা যারা নেট ব্রাউজ করি তারা অপেরা মিনি ব্যাবহার করে থাকি।আজ আমি আপনাদেরকে দেখাব কিভাবে অপেরা মিনি দিয়ে স্ক্রিনশট নিতে হয়।
***এই স্ক্রিনশট নিতে আমাদেরকে অপেরা মিনি এর অন্য একটি ভার্সন যা 'অপেরা মোড' নামে পরিচিত সেটা ব্যাবহার করতে হবে।***
স্ক্রিনশট নেওয়ার জন্য নিচের তিনটি ধাপ অনুসরণ করুন।
১ম ধাপ:
প্রথমে আপনি অপেরা মোড ডাউনলোড করুন।আর অপেরা মোড ডাউনলোড করতে নিচের লিঙ্কে যান।
এখানে ক্লিক করুন
২য় ধাপ:
এবার এই সফটওয়ারটি ওপেন করুন।এখন MENU>TOOLS>SETTINGS>GENERAL এ যান।এখন Path for saving screenshot এ আপনি কোন ফোল্ডারে স্ক্রিনশট সেভ করতে চান তা সেভ করে নিন।
৩য় ধাপ:
এবার আপনি MENU>TOOLS>SETTINGS>navigations এ যান।এখান থেকে SHORTCUT MENU তে যান।৪৪ নম্বরে SCREENSHOT দেখতে পাবেন।এবার SHORTCUT KEY সিলেক্ট করে দিন।উদাহরনস্বরূপ * এবং 9 চাপলেই স্ক্রিনশট সেভ হবে।এবার সেভ করুন।
এখন শুরু করুন SCREENSHOT নেয়া যত পারেন।
আপনি যদি কোথাও না বুঝেন তাহলে স্ক্রিনশটগুলো দেখে নিন।
এখানে ক্লিক করুন স্ক্রিনশটের জন্য
মোবাইলের সফটওয়ার রিলেটেড যে কোন সমস্যার জন্য আপনি ফেইসবুকের এই গ্রুপে জয়েন করতে পারেন
information about mobile software
***টিউনটি কেউ তার ব্লগে দিতে চাইলে অবশ্যই এই টিউন এর লিঙ্কটা দিবেন।আর কেউ যদি তার ফেইসবুক পেইজে এটা দিতে চায় তাহলে অবশ্যই এই পেইজকে ট্যাগ করে দিবেন information about mobile software : ***
টিউনটি মোবাইল থেকে করতে আমার সময় লেগেছে ২.৩০ মিনিট।আর আপনার কমেন্ট করতে লাগবে ২ মিনিট।কমেন্ট করতে ভুলবেন না।সবাই ভালো থাকবেন।

মোট পৃষ্ঠাদর্শন

Powered By Blogger

জনপ্রিয় পোস্টসমূহ

ব্লগ পরিসংখ্যান

Page

Blogroll
Avalio.org