শুক্রবার, ১১ নভেম্বর, ২০১১

মোবাইল দিয়েই পেজের পোষ্ট ডিলিট করুন !

আগে মোবাইল দিয়ে বোল্ট ব্রাউজারে দিয়ে পোষ্ট ডিলিট করা যেতো যদিও এটা অনেক ঝামেলার এবং একটা পোষ্ট রিমুভ করতে গেলে ৩০০-৪০০ কিলোবিট খরচ হয়ে যেত।কিন্তু এখন বোল্ট দিয়েও আর এই কাজ করা যায় না।
কয়েকদিন আগে আমি নিজেই একটা সিস্টেমবের করলাম যেটা দিয়ে ২০-২৫ কিলোবিট খরচ করে ই পোষ্ট রিমুভ করা সম্ভব্।আমি UC 7.9 দিয়ে কাজটা করেছি তাই অন্য ব্রাউজারে কাজ হবে কি না জানি না।
কি করতে হবে -
1 .প্রথমে পেজ ওপেন করুন (মোবাইল ভিউতে)
2. এবার পেজটা বুকমার্ক করুন্
3. এবার ফেসবুক থেকে লগআউট করুন্।
4. এবার বুকমার্ক থেকে পেজ্টা অপেন করুন্
উপরে লেখা থাকবে "login or sign to connect to "page name " " ।ভুলেওলগ ঈন করবেন না
5 .যেই পোষ্ট টা ডিলিট করবেন সেটার পাশে কমেন্ট সঙখ্যা দেখাচ্ছে ( Today at 7:30am 49 Comments) ।সেখানে ক্লিক করে পোষ্ট অপেন করুন্।
6 .ভালো করে দেখুন পোষ্টের নিছে লেখা আছে "Today at 7:30am · remove " ।"remove" ক্লিক করুন্
7. এরপর নতুন পেজ আসবে "you must login first"
8. লগ ইন করুন্
9. আবার নতুন পেজ আসবে "Are you sure you want to remove this post ?"
10. "Remove" এ ক্লিক করুন্
এবার পেজে ঢুকে দেখুন পোষ্ট ডিলিট হয়ে গেছে ! আমি Nokia তে এ ব্যাবহার করেছি এবং সফল হয়েছি তাই অন্য কোনো কোম্পানির ফোনে কাজ নাও করতে পারে কিন্তু নোকিয়ার সব ফোনে এটা কাজ করে ।
এটি ইফতিয়াক মোর্শেদ নিয়নের ব্লগ :
থেকে সংগ্রহ করা হয়েছে।

মোট পৃষ্ঠাদর্শন

Powered By Blogger

জনপ্রিয় পোস্টসমূহ

ব্লগ পরিসংখ্যান

Page

Blogroll
Avalio.org