মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০১১

কে হতে চায় কোটিপতি??? who want to be a millionaire???

কি অবাক হচ্ছেন??
অবাক হওয়ারই কথা।হয়তো আপনাকে আমি সত্যি সত্যি কোটি টাকা দিয়ে কোটিপতি বানাতে পারবো না।তবে আপনাকে হয়তো আমি দিতে পারবো কিছু মজা।
আর এ মজা দেওয়ার জন্য আমি আপনাদের জন্য নিয়ে এলাম মোবাইল সফটওয়ার কে হতে চায় কোটিপতি।যা ইংরেজিতে হয় WHO WANT TO BE MILLIONAIRE।
এটি একটি জাভা সফটওয়ার যা WHO WANT TO BE MILLIONAIRE এর আদলে করা হয়েছে।এখানে ও যথারীতি আপনাকে প্রশ্ন করা হবে আর উত্তর দিতে পারলেই আপনি পাবেন ডলার(এটা ভারচুয়াল।)।এখানে আপনাকে সাহায্য করার জন্য রয়েছে ৩টি লাইফ লাইন(AUDIENCE VOTE,FIFTY FIFTY,PHONE A FRIEND) যা আমরা আমাদের রিয়ালিটি শো কে হতে চায় কোটিপতিতে দেখে থাকি।এখানে আপনাকে ইংরেজিতে প্রশ্ন করা হবে।তো চলুন দেরি না করেই ডাউনলোড শুরু করুন।
§ ডাউনলোড করতে এখানে যান
এরকম আরো সফটওয়ার পেতে আমাদের গ্রুপে জয়েন করতে পারেন
আমাদের গ্রুপ :
ভালো লাগলে মন্তব্যে জানাবেন।

এখন আপনিই পারবেন ফেইসবুক আইডি হ্যাক করতে।সাথে থাকছে হ্যাক থেকে বাঁচার উপায়।

প্রথমে এখান থেকে http://www.ziddu.com/download/14795674/SMARTFACEBOOKPHISHINGBYWWW.LATEST-HACKERS.CO.CC.rar.html এই পিসিং স্ক্রীপ্টটি ডাউনলোড করে নিন। এই স্ক্রিপ্টটি হল পিসিং এর সর্বশেষ ভার্সন।
* ডাউনলোড করে Extract করে নিন।
*. তাহলে তিনটি ফাইল পাবেন।
* এবার ফাইলগুলো my3gb.comএ আপলোড করুন।
তাহলে আপনার পিসিং সাইটের লিংকটি হবে এই রকম name.my3gb.com/index.html
* এবার http://goo.gl/ এই ঠিকানায় যান ও আপনার পিসিং লিংকটি ছোট করে নিন।
* এবার আপনার ছোট করা লিংকটি আপনার ভিকটিমের কাছে পাঠান।
* যখন আপনি এটি পাঠাবেন, তখন ঐ পেইজে যদি আপনার ভিকটিম লগইন করে তার ফেইসবুক একাউন্ট। তাহলে সাথে সাথে উক্ত মেইল আইডি ও তার পাসওয়ার্ড log.txt ফাইলে সেভ হয়ে যাবে।
এবার আপনি log.txt এই ফাইলটি খুলে দেখুন আপনার কাঙ্খিত জিনিসটি।
কিভাবে পিসিং থেকে নিজেকে রক্ষা করবেন?
* যদি কখনও কোন অপরিচিতি মেইল থেকে তাহলে তার দেয়া লিংকে না যাওয়াই ভাল।
* কোন লিংক আসলে তা ভাল ভাবে পড়ে নিবেন। দেখবেন কোন সমস্যা আছে কিনা।
* আর আপনাকে যদি ফেইসবুকের কোন লিংক দেয়, তাহলে লিংকে গেলেও ভাল ভাবে চেক করে নিবেন তা ঠিক আছে কিনা বা আপনার ব্যবহৃত ফেইসবুকের লগইন পেইজ কিনা।
***আমাদের পেইজটি মূলত কিভাবে হ্যাক থেকে বাচা যায় তা করার জন্য তৈরি করা হয়েছে।এখন প্রশ্ন করতে পারেন তাহলে এই পোষ্টটি কেনো দিলাম?অনেক ভাই বলে থাকেন কিভাবে ফেইসবুক হ্যাক করা যায় তা নিয়ে একটি পোষ্ট করতে তাই এই পোষ্টটি করলাম।
আর একটি কথা এই পোষ্টে কিন্তু একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি নাই।সেটা নিজের মেধা খাটিয়ে বের করবেন।কারণ আমি নিজেও স্পামিং পছন্দ করি না।আপনারা goo.gl থেকে না করে অন্য যে কোন URL SHORTER WEBSITE যেমন www.dot.tk or www.tinyurl.com থেকে short করে নিতে পারেন***

শনিবার, ১৫ অক্টোবর, ২০১১

এখন থেকে মোবাইলের ইন্টারনেট কনফিগারেশন নিন ইন্টারনেট থেকে

সবাই কেমন আছেন?
আশা করি সবাই ভালো আছেন।আজ আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে কোন রকম মেসেজ অথবা কাস্টমার কেয়ার সেন্টারে কল করা ছাড়াই ইন্টারনেট থেকে মোবাইলে ইন্টারনেট সেটিং কনফিগার করা যায়।
প্রথমে যে কোন ইন্টারনেট চালিত কোন মোবাইল অথবা কম্পিউটার থেকে এই সাইটে : যান।
তারপর আপনাকে পাচটি ধাপ সম্পূর্ণ করতে হবে।
১ম দুই ধাপে আপনাকে আপনার সেট এর মডেল সিলেক্ট করে দিতে হবে।
৩য় ধাপে আপনাকে আপনার মোবাইল এর নাম্বার দিতে হবে।
৪র্থ ধাপে আপনি কোন অপারেটরের সেটিং চান তা সিলেক্ট করেন।
৫ম ধাপে ক্যাপচা পূরন করে কনফার্ম করুন।
দেখবেন আপনার মোবাইলের অটো ইন্টারনেট সেটিং চলে আসছে।আপনাকে 1234 পিন দিয়ে সেটিং সেভ করতে হবে।
এভাবে আপনি পৃথিবীর যে কোন দেশের মোবাইল অপারেটরের ইন্টারনেট সেটিং নিতে পারবেন।
আমি এই সাইটটির ঠিকানা পেয়েছি বাংলালিঙ্কের ফেইসবুক ফ্যান পেইজের এডমিন থেকে।
তাই ওই পেইজের লিঙ্কটা ও দিয়ে দিলাম।আপনি ইচ্ছে করলে লাইক করতে পারেন
Banglalink - Making A Difference :
সবাইকে ধন্যবাদ।ভালো লাগলে মন্তব্যে জানাবেন।সবাই ভালো থাকবেন।

মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১১

জাভা সেট এর জন্য ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ডাউনলোড করুন

আমরা কম্পিউটারে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার (IDM) ব্যাবহার করে থাকি কোন কিছু ডাউনলোড করার জন্য।সেই রকমই একটি জাভা সফটওয়ার এর সাথে আজ আপনাদের পরিচয় করিয়ে দিবো।এই সফটওয়ার দিয়ে আপনি যে কোন কিছু আপনার মোবাইলে ডাউনলোড করতে পারবেন।
আপনি যা ডাউনলোড করতে চান তার ডিরেক্ট ডাউনলোড লিঙ্কটি কপি করুন।তারপর এই সফটওয়ারটি ওপেন করে আপনার কপি করা লিঙ্কটি সফটওয়ার এর LINK বক্সে পেস্ট করুন এবং ওকে চেপে ডাউনলোড শুরু
সফটওয়ারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন


এরকম আরো মোবাইলের সফটওয়ার এর তথ্য পেতে ফেইসবুক এর এই গ্রুপে জয়েন করতে পারেন।
information about mobile software

মোট পৃষ্ঠাদর্শন

Powered By Blogger

জনপ্রিয় পোস্টসমূহ

ব্লগ পরিসংখ্যান

Page

Blogroll
Avalio.org